রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মারা যাওয়ার পরও চিকিৎসা! ৭০-ঊর্ধ্ব রোগীকে ভুল কোভিড পজিটিভ ঘোষণা, ৬ ডাক্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আর্যা ঘটক | ২০ অক্টোবর ২০২৫ ১৩ : ৪০Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: ৭৯ বছর বয়সি এক বৃদ্ধকে ভুয়ো কোভিড পজিটিভ রিপোর্ট দিয়ে ভুল চিকিৎসা করার অভিযোগে ছয় ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ২০২০ সালের৷ তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যা প্রতারণা এবং জালিয়াতি -সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। মহারাষ্ট্রের আহিল্যানগর জেলার ঘটনা। কর্তৃপক্ষের দাবি, ওই চিকিৎসকেরা একটি ভুয়ো রিপোর্ট তৈরি করে ভুল চিকিৎসা করেছিলেন, যার ফলে রোগীর মৃত্যু হয়।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১৫ অক্টোবর বোম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের নির্দেশ মেনে টোপখানা থানায় এই মামলাটি পুনরায় দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, মৃত রোগীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। এমনকী, যে হাসপাতালে চিকিৎসা হয়েছিল, সেখানকার নথিতেও মৃতদেহটির কোনও রেকর্ড নেই। জানা গিয়েছে, মৃত ব্যক্তির ছেলে, অশোক খোকারালে ২০২২ সালে একটি রিট পিটিশন দাখিল করেন। তাঁর অভিযোগ ছিল, ২০২১ সালে জেলার সিভিল সার্জনের তদন্ত রিপোর্টে স্পষ্ট ভাবে চিকিৎসাজনিত গাফিলতির ইঙ্গিত থাকা সত্ত্বেও পুলিশ কোনওরকম এফআইআর দায়ের করতে অস্বীকার করে।

 

খোকারালে একটি রিট পিটিশন দাখিল করে ওই তদন্ত রিপোর্টের একটি প্রতিলিপি চেয়ে নেওয়ার পরই অবশেষে কমিটি রিপোর্ট জমা দেয়। সিভিল সার্জনের রিপোর্টে বলা হয়েছে, মৃত বাবানরাও খোকারালে-কে সম্পূর্ণ পরীক্ষা না করেই কোভিডের ইনজেকশন দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, "চিকিৎসার নথি ও ওষুধ বিতরণের তালিকা অনুযায়ী, রোগীকে ১৮ আগস্ট সকাল ১০টায় রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছিল। অথচ তিনি ওই দিনই সকাল ৮:৩০ মিনিটে মারা গিয়েছিলেন।”

 

হাসপাতালের ২০ আগস্টের রিপোর্টে রোগীর মৃত্যুর কারণ হিসাবে 'কোভিড-১৯ নিউমোনাইটিস, সাইটোকাইন স্টর্ম এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতা' উল্লেখ করা হয়েছিল।

মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত পুলিশকে অবিলম্বে এফআইআর নথিভুক্ত করে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে পুলিশ ছয় ডাক্তারের বিরুদ্ধে ৩০৪ ধারা (অপরাধমূলক হত্যা), ৪২০ ধারা (প্রতারণা) এবং ৪৬৮ ধারা (জালিয়াতি)-সহ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে। 

আরও পড়ুন: প্রেমিকের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে থানার ভেতরেই হাত কাটলেন দুই সন্তানের মা! এরপর যা হল জানলে চমকে উঠবেন আপনিও 

 

প্রসঙ্গত, করোনা এখনও যতেষ্ট উদ্বেগের, তেমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে করোনা সংক্রমণে প্রায় ১০ হাজার লোক মারা গিয়েছেন। এর প্রেক্ষিতে একাধিকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কোভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। চলতি বছরেই সংস্থাটি বলেছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষ করে উৎসবের সময়ে বড়ো জমায়েতের কারণে বিশ্বব্যাপী করোনার জেন-১ সংক্রমণ বেড়ে গেছে। সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসিস আধাণম বলেছেন, কোভিড এখন আর বৈশ্বিক জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে এবং মানুষও মারা যাচ্ছে তাতে। গত নভেম্বরের তুলনায় গত ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার লোকের মৃত্যু ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ এবং জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ। টেডরস আরও বলেন, এসব তথ্য মূলত ইউরোপ ও আমেরিকার ৫০টি দেশের। কিন্তু, নিশ্চিতভাবে অন্যান্য দেশেও এসব সংখ্যা বেড়েছে যার তথ্য এখানে আসেনি। সংস্থার প্রধান আরও বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু প্রতিরোধযোগ্য এই মৃত্যুর সংখ্যা গ্রহণযোগ্য নয়। তিনি এখনও সকলকে মাস্ক পরার এবং সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া