রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২০ অক্টোবর ২০২৫ ০৮ : ৩০Sourav Goswami
লাদাখে সাম্প্রতিক হিংসা নিয়ে কেন্দ্রীয় তদন্ত কমিটিতে স্থানীয় প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন লেহ অ্যাপেক্স বডির (LAB) সহ-সভাপতি চেরিং দর্জে লাকরুক। গত ২৪ সেপ্টেম্বর লেহ শহরে পুলিশের গুলিতে চার জন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির গঠন নিয়েই উঠেছে প্রশ্ন।
শুক্রবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি বি. এস. চৌহানের নেতৃত্বে তিন সদস্যের এক বিচার বিভাগীয় প্যানেলকে। কমিটির অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মোহন সিং পারিহার এবং ভারতীয় প্রশাসনিক পরিষেবার আধিকারিক তুষার আনন্দ।
তবে এই কমিটিতে কোনও লাদাখি সদস্য না থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লাদাখের নাগরিক সমাজের নেতারা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে লেহ অ্যাপেক্স বডির সহ-সভাপতি চেরিং দর্জে লাকরুক বলেন, “কমিটির গঠনে একটিও লাদাখি সদস্য নেই। ফলে এখানকার মানুষের মনে তদন্ত নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। আমরা চাই স্বচ্ছ তদন্ত। এজন্য কমিটির কাঠামো সংশোধন করে স্থানীয় প্রতিনিধি যুক্ত করতে হবে।”
লাকরুক আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের আদেশে লেহ পুলিশের দায়ের করা এফআইআর (নম্বর ১৪৪/২০২৫) এর উল্লেখ আছে, যা আসলে বিক্ষোভকারীদের দিকেই তদন্তের তীর ঘুরিয়ে দিচ্ছে। “আদেশে এফআইআরের উল্লেখ থাকায় মনে হচ্ছে আমাদের ছেলেদেরই অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে,” বলেন তিনি।
আরও পড়ুন: নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়ার অভিযোগ! হোটেল মালিককে গুলি করে খুন, তুমুল উত্তেজনা রাঁচিতে
এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় লেহ পুলিশ অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় প্রায় ৫০ জনেরও বেশি বেসামরিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের অধিকাংশই পরে জামিন পেয়েছেন।
লাকরুক, যিনি লাদাখ বৌদ্ধ সংঘের (Ladakh Buddhist Association) সভাপতিও, আরও বলেন—“যদি সরকার চায় জনগণ এই তদন্তে আস্থা রাখুক, তাহলে লাদাখের প্রতিনিধিত্ব থাকা জরুরি।”
তিনি জানান, প্রশাসন একদিকে ‘স্বাভাবিক পরিস্থিতি’ ফিরে আসার দাবি করছে, অন্যদিকে জনসমাবেশ ও মোবাইল ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারি করছে। শনিবার সকাল থেকেই লেহ শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, শান্তি মিছিলে অংশ নিতে না পারেন সে জন্য লাকরুককে গৃহবন্দি করে রাখা হয়।
প্রশাসন শহরে নাগরিক নিরাপত্তা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি করে এবং মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। “এই সব ব্যবস্থা প্রমাণ করে পরিস্থিতি স্বাভাবিক নয়। প্রশাসন যদি জনগণকেই ভয় পায়, তবে সেটি গণতান্ত্রিক পরিস্থিতি নয়,” তীব্র ভাষায় মন্তব্য করেন লাকরুক।
তিনি আরও বলেন, “সরকার যদি ভাবে দমননীতি দিয়ে গণআন্দোলন থামানো যাবে, সেটা ভুল ধারণা। আমরা ভয় দেখিয়ে নয়, সমতার পরিবেশে কথা বলতে চাই। যদি সরকার জনস্বার্থবিরোধী কোনও প্রস্তাব দেয়, আমরা তা মানব না।”
সূত্রের খবর, দীপাবলি উৎসব শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আবারও লাদাখের নাগরিক সমাজের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার ঘোষণা করতে পারে। ২০২৩ সাল থেকে এই আলোচনাগুলি চললেও, গত ৬ অক্টোবরের নির্ধারিত বৈঠকটি বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনার পর নাগরিক সমাজের পক্ষ থেকে বয়কট করা হয়।
লাকরুক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা লাদাখের জনগণকে “বহিরাগত শক্তির হাতিয়ার” বলে অপপ্রচার চালাচ্ছে। “এভাবে মানুষের গণতান্ত্রিক দাবি দুর্বল করা যায় না,” বলেন তিনি।
লাদাখে এই মুহূর্তে পরিস্থিতি টানটান। স্থানীয় জনগণ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংবিধানিক সুরক্ষা ও পূর্ণ গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?