রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | দেখতে সুস্বাদু মিষ্টি, কিন্তু আগুন জ্বাললেই ম্যাজিক, দীপাবলিতে নয়া চমক ‘মিষ্টি-মোমবাতি’ কলকাতার কোথায় মিলছে জানেন?

কৌশিক রয় | ১৯ অক্টোবর ২০২৫ ১৯ : ২৪Kaushik Roy

কৌশিক রায়

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর বছরের এই সময়টায় পুরোপুরি ফেস্টিভ মুডে থাকে আপামর বাঙালি। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, তালিকা আরও লম্বা। বাঙালির উৎসবে আর কিছু থাকুক না থাকুক মিষ্টি থাকবেই।

আর সেই মিষ্টিকে কেন্দ্র করেই এবার এক নয়া চমক দেখা গিয়েছে কলকাতায়। এক নজরে দেখলে মনে হবে এক থালা মিষ্টি সাজানো যার মধ্যে রয়েছে লাড্ডু, রসমালাই, কাজু বরফি, নারকোল ছাপ আরও কত কী। কিন্তু হাতে নিলেই ম্যাজিক।

দেখা যাচ্ছে, সেগুলি আদতে লাড্ডুর আদলে তৈরি মোমবাতি। দীপাবলির আগে এই মিষ্টি মোমবাতি রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের মধ্যে। দীপাবলি মানে আলোর উৎসব।

বাঙালির কাছে দীপাবলি মানেই ঘরে ঘরে প্রদীপ জ্বালানো, আলোয় আলোকিত করে গোটা বাড়ি উজ্জ্বল করে তোলা। অবশ্য, শুধু বাংলা কেন গোটা দেশেই ধুমধাম করে পালিত হয়ে থাকে এই আলোর উৎসব। বাঙালিরা দীপাবলিতে পালন করে থাকেন চোদ্দ প্রদীপ।

অর্থাৎ, বাড়িতে জ্বালানো হয় মোমবাতি। উত্তর কলকাতার আহিরীটোলার কাছে এক মোমবাতির কারখানা তাক লাগিয়ে দিয়েছে এই মিষ্টি মোমবাতি তৈরি করে। খোঁজ নিয়ে জানা গেল, ফি বছরই এই মোমবাতির কারখানায় বিভিন্ন রকমের মোমবাতি তৈরি হয়ে থাকে।

কিন্তু এই বছরে মিষ্টির আদলে মোমবাতি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে অঙ্কুর নামের ওই সংস্থা। সংস্থার কর্ণধার তুহিন মুখার্জি জানালেন, ‘১৯৮৬ সালে আমার বাবা প্রথম এই ব্যবসা শুরু করেছিলেন। মোমবাতি যে শুধু সাদা এবং লম্বাটে আকৃতিরই হতে হবে সেরকম নয়। বিভিন্ন রঙেরও যে মোমবাতি বানানো যায় সেটাও আমার বাবার আবিষ্কার করা’।

তিনি জানান, ফি বছরই তাঁদের কারখানায় দীপাবলির আগে নতুনত্ব কিছু না কিছু থাকে। তাঁর কথায়, মোমবাতির মধ্যে দিয়েও শিল্প সম্ভব সেটা বাবা তো ভেবেছিলেন। আমি শুধু সেই ধারাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: প্রস্তুতি প্রায় শেষ, নৈহাটির বড়মার পুজো কখন শুরু জানেন? আরতি হবে রাতের এই সময়ে

তিনি বলেন, ‘এবার আমরা সবাই আলোচনা করে ভাবলাম দীপাবলি মানে একটা লাড্ডুর ব্যাপার থাকে। সেই ভাবনা থেকেই মোমের লাড্ডুর কথা মাথায় আসে। সেখান থেকেই রসমালাই, অমৃতি, নারকোল ছাপা এগুলো আমরা বানালাম মোমবাতির আকারে। আমরা এই মোমবাতি গুলোকে প্যাকেটে না ভরে একটা প্লেটে সাজিয়ে বিক্রি করছি। দেখতে ভাল লাগার কারণে মানুষের কাছে সেটা আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে’।

যারা দোকান থেকে মোমবাতি কিনতে আসছেন সকলেই জানাচ্ছেন, থালাতে সাজানো অবস্থাতেই মোমবাতিগুলি দেখতে ভাল লাগছে। আর এতটাই নিঁখুত যে এক ঝলকে দেখলে বা ছবিতে দেখলে মনে হবে এক থালা সুস্বাদু মিষ্টি সাজানো রয়েছে।

তুহিন জানান, ‘একটা প্লেটে মোট ৭টা লাড্ডু মোমবাতি থাকছে, এছাড়াও কাজু বরফি আছে, রসমালাই আছে। এক থালা লাড্ডু মোমবাতির দাম ১২০ টাকা। সব মিষ্টি মিলিয়ে কিনলে দাম পড়বে ৭০০ টাকা’। জানা গেল, গত ৪০-৫০ দিন ধরে নিয়মিত এই মিষ্টি মোমবাতি তৈরি হচ্ছে কারখানায়।

কারখানার এক কর্মী শেফালি দাস গত কয়েক মাসে কয়েক লক্ষ মিষ্টি মোমবাতি বানিয়ে ফেলেছেন। এই মিষ্টি মোমবাতি তৈরির ‘রেসিপি’ জানালেন তিনি। তাঁর কথায়, ‘প্রথমে মোম বসানো হয়। সেটা ধীরে ধীরে গলতে থাকে। তারপর সেটাকে কাচের বাটিতে ঢেলে ছাঁচে ফেলা হয়। মিষ্টির আকৃতি অনুযায়ী সেটা তৈরিতে সময়ের হেরফের হয় খানিকটা। কাজু বরফির আকৃতির মোমবাতি তৈরি করতে ১০ মিনিট মতো লাগে। রসমালাই তৈরিতে একটু বেশি সময় লাগে। আগে সাদা মোম গলিয়ে তারপর সেটার ওপর রং দেওয়া হয়’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া