রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৯ অক্টোবর ২০২৫ ১৫ : ১৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নেপালের বেসরকারি বিমান সংস্থা বুদ্ধ এয়ার এক বছর পর আবারও কলকাতা ও কাঠমান্ডুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করল। রবিবার, ১৯ অক্টোবর থেকে এই উড়ান পরিষেবা আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ ও নেপালের রাজধানীর মধ্যে সরাসরি আকাশপথে সংযোগ আবারও স্থাপিত হল, যা পর্যটন ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
এই রুটে শেষবার পরিষেবা চালু করেছিল এয়ার ইন্ডিয়া, কিন্তু ২০২৪ সালের অক্টোবরে তা স্থগিত হয়ে যায়। এরপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা করলেও, এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে কলকাতা থেকে কাঠমান্ডু যেতে হলে যাত্রীদের এতদিন দিল্লি ঘুরে নেপাল পৌঁছাতে হতো।
বুদ্ধ এয়ার এবার সপ্তাহে তিন দিন—রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার—এই রুটে উড়ান চালাবে। সংস্থাটি ব্যবহার করবে তাদের নির্ভরযোগ্য ATR 72 মডেলের বিমান। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৮টা ৩৫ মিনিটে কাঠমান্ডু থেকে কলকাতায় অবতরণ করবে এবং ৯টা ২০ মিনিটে কলকাতা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে। যাত্রার সময়কাল হবে প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট।

এর আগে ২০১৯ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত বুদ্ধ এয়ার কলকাতা-রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক যাতায়াত বন্ধ হয়ে গেলে সেই পরিষেবা বন্ধ করতে হয়। এক বছরব্যাপী বিরতির পর সংস্থাটি এবার পুনরায় এই রুটে ফিরে এল, নতুন সূচি ও পর্যটন পরিকল্পনা নিয়ে।
বুদ্ধ এয়ারের সহযোগী সংস্থা বুদ্ধ হলিডেজ এবার ভারতের পর্যটকদের জন্য এবং নেপালি ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। ভারতের উদ্দেশ্যে আউটবাউন্ড প্যাকেজ হিসেবে থাকবে জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য—জগন্নাথপুরী দর্শন, সুন্দরবন ভ্রমণ, গঙ্গাসাগর তীর্থযাত্রা ইত্যাদি। অন্যদিকে ইনবাউন্ড প্যাকেজ হিসেবে ভারতীয় পর্যটকদের জন্য নেপালের অনন্য দর্শনীয় স্থানগুলিকে তুলে ধরা হয়েছে—পশুপতিনাথ মন্দির, বিভিন্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মুক্তিনাথ দর্শন, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক, পোখরা, এবং নেপালের ন্যাশনাল পার্ক ও বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো।
আরও পড়ুন: ক্যান্সার তৈরি হলেও ছড়াবে না গোটা দেহে, রহস্য উন্মোচন বিজ্ঞানীদের
বুদ্ধ এয়ারের কর্ণধাররা আশা করছেন, এই নতুন সংযোগ দুই দেশের মধ্যে পর্যটন, আধ্যাত্মিক ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বিশেষত, যারা দিল্লি ঘুরে নেপাল যেতেন তাদের জন্য এটি সময় ও অর্থ—দুই দিক থেকেই সুবিধাজনক হবে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২ লক্ষ ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণ করেন, এবং কলকাতা এই যাত্রীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এখন সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, বুদ্ধ এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে এই রুটে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও করছে। করোনা-পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভ্রমণ ও পর্যটনে নতুন প্রাণ সঞ্চার করতে এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিমান শিল্প বিশেষজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?