সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৮ অক্টোবর ২০২৫ ১৫ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুরে দিল্লির ড. বিশম্ভর দাস মার্গে অবস্থিত বহুতল ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লাগে। এই বিল্ডিংটি ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন করা হয়েছিল এবং বর্তমানে এটি একাধিক লোকসভা ও রাজ্যসভা সাংসদের সরকারি আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঘটনাস্থল সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে, ফলে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনটি ভবনের একদম উপরের তলায় লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন, এবং আতঙ্কে ছুটোছুটি শুরু হয় বাসিন্দাদের মধ্যে। আগুনের খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়, তবে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে শর্ট সার্কিটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার অফিসার ভূপেন্দ্র প্রকাশ জানান, “দুপুর ১টা ২২ মিনিটে আমরা ফোন পাই যে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার টেন্ডার রওনা হয়। আমাদের দল দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।” তিনি আরও বলেন, আগুনের ভয়াবহতা বেশি থাকায় আশপাশের ভবনগুলিকেও সতর্ক করা হয়।
BREAKING NEWS दिल्ली ....*बाबा खड़क सिंह मार्ग पर ब्रह्मपुत्र अपार्टमेंट में स्टॉफ क्वार्टर में लगी आग दमकल की 11 गाड़ियां मौके पर आग बुझाने में जुटी @DelhiPolice @DCPNewDelhi #FIRE #FireAccident pic.twitter.com/r1ju0G1SAb
— Rajneesh Sharma (@Rajnees52305809) October 18, 2025
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে অভিযোগ তোলেন যে, আগুন লাগার আধ ঘণ্টা পরেও কোনও ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়নি। তিনি লিখেছেন, “ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে বিশাল আগুন! এখানে সব বাসিন্দাই রাজ্যসভা সাংসদ। সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে এই ভবনে গত ৩০ মিনিট ধরে আগুন জ্বলছে, কিন্তু এখনও কোনও ফায়ার ব্রিগেড নেই! একের পর এক ফোন করেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লি সরকারের কিছুটা হলেও লজ্জা থাকা উচিত।”
বাসিন্দা বিনোদ নামের এক ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আগুন লাগার সময় আমার মেয়ে বাইরে ছিল, কিন্তু আমাদের কুকুরটি ঘরের ভেতরেই আটকা পড়ে যায়। ধোঁয়া আর আগুনে সব কিছু ভস্মীভূত হয়ে যাচ্ছে—আমরা কিছুই করতে পারিনি।”
ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টটি মূলত রাজ্যসভার সাংসদদের জন্য নির্মিত সরকারি আবাসন প্রকল্পের একটি অংশ। দিল্লির কেন্দ্রে অবস্থিত এই বিলাসবহুল আবাসনে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ভূগর্ভস্থ পার্কিং এবং ব্যালকনি সহ প্রশস্ত অ্যাপার্টমেন্ট।
আরও পড়ুন: আকাশ যার-যুদ্ধ জয় তার, ভারতের অবস্থান কত
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ভবনের একাধিক তলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
বর্তমানে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও, ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে।
সংসদ ভবনের এত কাছে এমন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন আবারও উঠে এসেছে। স্থানীয়রা দাবি করেছেন, “যদি সাংসদদের সরকারি আবাসনেই এমন দেরিতে ফায়ার ব্রিগেড পৌঁছায়, তবে সাধারণ নাগরিকদের অবস্থা কী হবে তা সহজেই অনুমেয়।”
প্রাথমিক তদন্তের পরই জানা যাবে, ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা। আপাতত প্রশাসনের লক্ষ্য, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা এবং সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?