রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৫ ২২ : ৪৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে মাওবাদী দমন অভিযানে ‘ঐতিহাসিক সাফল্য’ অর্জনের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, তাঁর সরকার ‘দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান’ নিয়েছে এবং ‘রক্তপাতের যে দীর্ঘ ইতিহাস’, তা শেষ করার প্রয়াস চলছে।
মোদি বলেন, “গত ৫০-৫৫ বছরে হাজার হাজার মানুষ মাওবাদী সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। এই নকশালরা স্কুল-হাসপাতাল গড়তে দিত না, চিকিৎসকরা যাতে গ্রামে যেতে না পারেন, তার জন্য হামলা চালাত, প্রতিষ্ঠান উড়িয়ে দিত। মাওবাদী সন্ত্রাস যুবসমাজের প্রতি এক ভয়ঙ্কর অন্যায় ছিল।”
তিনি আরও যোগ করেন, “আমি বহুবার ভিতরে ভিতরে ক্ষুব্ধ হতাম। আজ প্রথমবার সেই বেদনা আমি প্রকাশ করছি।”
সামিটে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আন্তর্জাতিক এই পরিসরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘ভ্রান্ত পথে যাওয়া তরুণদের’ মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে, এবং এখন সেই প্রচেষ্টার ফল দেশবাসী দেখছে।
মোদি জানান, “এরা সাধারণ মানুষ নয়। এদের মাথার দাম ঘোষণা করা ছিল, আর আত্মসমর্পণের সময় বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার হয়েছে।”
তিনি আরও দাবি করেন, সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গত এক দশকে দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১২৫ থেকে কমে মাত্র ১১-তে নেমে এসেছে।
চত্তিশগড়ে বৃহস্পতিবারই ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন, যা সাম্প্রতিক বছরের অন্যতম বড় ঘটনা। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য রূপেশ ওরফে সত্যীশ কোফা। তিনি আত্মসমর্পণ করলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর লক্ষ্য “জনগণের সংগ্রামের পথ পরিবর্তন করা”, আত্মসমর্পণ নয়।
প্রধানমন্ত্রী বলেন, “আগে যখন খবর আসত, তা হত গাড়ি বিস্ফোরণ বা নিরাপত্তারক্ষীদের মৃত্যু নিয়ে। আজ বসতারে যুবকেরা ‘বসতার অলিম্পিকস’ আয়োজন করছে। এটাই পরিবর্তনের সূচক। আজ তারা দীপাবলি উদযাপনের সুযোগ পাচ্ছে।”
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস আমলে এমন একটি “আরবান নকশাল” ইকোসিস্টেম গড়ে উঠেছিল যা মাওবাদী হিংসার খবর দেশবাসীর কাছে পৌঁছাতে দিত না।
তিনি বলেন, “একটা বিশাল সেন্সরশিপ ব্যবস্থা চালু ছিল। যারা কংগ্রেস শাসনে সমৃদ্ধ হয়েছিল, যারা প্রতিষ্ঠানের দখল নিয়েছিল এবং নিজেদের ‘আরবান নকশাল’ বলত, তারা মাওবাদী সন্ত্রাসের উপর পর্দা টেনে রাখত।”
মোদি জানান, সম্প্রতি মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষ দিল্লিতে এসে সাংবাদিক সম্মেলন করেছিলেন। “কেউ পা হারিয়েছে, কেউ হাত, কেউ চোখ। তারা সাত দিন ধরে সাংবাদিকদের অনুরোধ করেছে তাদের কথা শুনতে। কিন্তু কেউ তাদের কণ্ঠস্বর শোনেনি। কংগ্রেস আমলে এই আলোচনা পুরোপুরি দমন করা হয়েছিল,” বলেন প্রধানমন্ত্রী।
বক্তৃতার শেষে আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, “যে অঞ্চল এতদিন ভয় ও মৃত্যুতে জর্জরিত ছিল, সেখানে এবার দীপাবলি আলোর উৎসব হয়ে উঠবে। বহু মা প্রথমবার ২৫ বা ৫০ বছর পর আলোর উৎসব দেখবেন। তেরঙা ওড়বে, আনন্দের প্রদীপ জ্বলবে।”
তিনি ঘোষণা করেন, “যে দিন দেশ সম্পূর্ণভাবে নকশালবাদ থেকে মুক্ত হবে, সে দিন আর দূরে নয়। এটাই মোদীর গ্যারান্টি।”
বিশেষজ্ঞমহলের মতে, এই আত্মসমর্পণ শুধু প্রশাসনিক সাফল্য নয়, বরং এক গভীর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তবে অনেকে সতর্ক করে বলেছেন, “শুধু অস্ত্র ফেলা যথেষ্ট নয়, মাওবাদী প্রভাবিত এলাকায় দীর্ঘমেয়াদি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানই হবে প্রকৃত সমাধান।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?