রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৭ অক্টোবর ২০২৫ ২১ : ৫৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: রোজকার একঘেয়ে ট্রেন যাত্রায় যাঁরা খানিকটা বৈচিত্র্যের অভাব বোধ করছিলেন, তাঁদের জন্যই যেন এক অভাবনীয় আয়োজন করেছিল ভারতীয় রেল। ঘটনাটি দিল্লির নিজামুদ্দিন স্টেশনের। রেলের উর্দি পরা একদল কর্মী সামান্য বচসার জেরে যা করলেন তাতে স্টেশন প্রায় রণক্ষেত্রের চেহারা নিল।
ঘটনার সূত্রপাত নিতান্তই সাধারণ কথা কাটাকাটি দিয়ে। কিন্তু এ যে দিল্লির হাওয়া! এখানে কখন যে সামান্য তর্কাতর্কি হাতাহাতিতে পৌঁছে যায়, তা ঠাহর করা মুশকিল। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্মের শান্ত পরিবেশ বদলে গেল এক কুস্তির আখড়ায়। একদিকে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক তার সামনেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লেন রেলের কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরা হাঁ করে দেখলেন তামাশা।
লড়াইয়ের সূচনা হয় একটি 'ডাস্টবিন' দিয়ে। বিপক্ষের দিকে সেটিকে ক্ষেপণাস্ত্রের মতো ছুড়ে দিয়ে এক কর্মী যেন এই লড়াই এর উদ্বোধন ঘোষণা করলেন। ব্যস, আর যায় কোথায়! সঙ্গে সঙ্গে বাকিরাও নিজেদের সাধ্যমতো অস্ত্রশস্ত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হলেন। কেউ সপাটে চড় কষালেন, কেউ বা চালালেন কিল ঘুষি। তবে এঁদের মধ্যে মধ্যমণি ছিলেন এক ব্যক্তি। ভিডিওতে দেখা যায় তিনি কোমর থেকে চামড়ার কোমরবন্ধ খুলে সেটিকে চাবুকের মতো ব্যবহার করে বিপক্ষকে শায়েস্তা করতে এগিয়ে যান। তাঁর এই রণকৌশল দেখে উপস্থিত যাত্রীরা তাঁদের ক্যামেরায় এ দৃশ্য বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ কেউ আবার নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই ‘জলজ্যান্ত নাটক’ উপভোগ করতে থাকেন।
যাত্রীদের মধ্যে তখন চাপা গুঞ্জন, "বাহ্! রেলের টিকিটের সঙ্গে আজকাল এমন ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থাও বিনামূল্যে পাওয়া যাচ্ছে!" কেউ কেউ আবার বাজি ধরতেও শুরু করেছিলেন, কোন পক্ষ জিতবে! এই তুলকালামের মাঝে সাধারণ যাত্রীদের অবস্থা ছিল দেখার মতো। কেউ ভাবছিলেন, ট্রেনটা আদৌ ছাড়বে তো? আবার কারও মনে হচ্ছিল, এই উত্তপ্ত মুহূর্তে সঙ্গে যদি চানাচুর বা ঝালমুড়ি থাকত, তবে মন্দ হত না!
অবশেষে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয় রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। তাঁরা এসে যখন এই 'খেলা' থামানোর চেষ্টা করেন, তখনও যেন যুযুধান পক্ষদের উত্তেজনা তুঙ্গে। তাঁদের হাবভাব দেখে মনে হচ্ছিল, যেন তাঁরা বলছেন, "মহাশয়, আর কয়েকটি মুহূর্ত দিন, গল্পের শেষটুকু যে বাকি!"
এই ঘটনার চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে। নেট ব্যবহারকারীরা রসিকতা করে বলছেন, “আইআরসিটিসি এখন শুধু খাবারই নয়, বিনোদনও পরিবেশন করছে।” কেউ আবার লিখেছেন, “বাড়ি থেকে কাজের পর এবার শুরু হল আখড়া থেকে কাজ!”
আরও পড়ুন: মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে দলিল বাগানোর চেষ্টা! অভিনব জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে মহিলা
সব মিলিয়ে, নিজামুদ্দিন স্টেশনের সেই বিকেলটা যাত্রীদের কাছে এক অন্য মাত্রা পেয়েছিল। ট্রেন দেরির জন্য বিরক্তি বা কোনওরকম আসন নিয়ে বিতর্ক নয়, তাঁরা সাক্ষী থাকলেন বরং এক চাঞ্চল্যকর ঘটনার। "এটি যে কোনও সিনেমার মারপিটের দৃশ্যকেও হার মানাতে বাধ্য।" দাবি করেন অনেক যাত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?