সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৭ অক্টোবর ২০২৫ ১৬ : ০৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ভয়াবহ ঘটনা ঘটল মহারাষ্ট্রের পালঘর জেলায়। মাত্র ১৩ বছর বয়সি এক আদিবাসী নাবালিকাকে প্রথমে জোর করে বিয়ে দেওয়া এবং পরে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যাঁরা প্রত্যেকেই নির্যাতিতার পরিবারের সদস্য৷ কিশোরীর এহেন পরিণতিতে চমকে উঠেছে সবাই।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আহিল্যানগরের৷ পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কিশোরীর অভিযোগের ভিত্তিতে বর-সহ আহিল্যানগরে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাছে ওই নাবালিকা অভিযোগ করে যে সেপ্টেম্বর মাসে তার দাদু তাকে আহিল্যানগরের এক ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেন। বিয়ের পর থেকেই শুরু হয় লাগাতার যৌন নির্যাতন। বারবার যৌন নির্যাতনের শিকার হয়েছে কিশোরী। এমনকী, বরের বাবা-মাও তাকে মানসিকভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ।

ওই আধিকারিক আরও বলেন, "আমরা এই নাবালিকার উপর জোর করে বিয়ে, মানসিক অত্যাচার এবং বারবার যৌন নির্যাতনের অভিযোগে পরিবারের সদস্য-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছি। এই ঘটনার সঙ্গে একাধিক এক্তিয়ারের প্রশ্ন জড়িত। আমরা দ্রুত সব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্তে সমন্বয় রেখে কাজ করছি।"
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধানের পকসো আইন, বাল্যবিবাহ প্রতিরোধ আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ঘটনার পূর্ণ তদন্ত জারি রয়েছে৷
প্রসঙ্গত, চলতি বছরেই বিয়ের শোভাযাত্রা দেখতে বেরিয়েছিলেন ১৯ বছরের দলিত যুবক। তখনই তাঁকে স্থানীয় এক বাস স্ট্যান্ডে ডেকে নিয়ে যায় দুই যুবক। দলিত ছেলেটির কোনওরকম উস্কানি ছাড়াই তাঁকে প্রথমে বেধরক মারাধর করে ওই দু'জন। তারপর ছেলেটির গায়ে প্রস্রাব করে দেয় বলে অভিযোগ। একানেই সেষ নয়। ১৯ বছর বয়সী ওই দলিত যুবকের উপর চলে যৌন নির্যাতনও।
নির্মম এই ঘটনাটি ঘটেছে গত ৮ এপ্রিল রাজস্থানের সিকারের ফতেহপুর এলাকায়। ওই ঘটনায় রীতিমত শিউরে উঠেছিল দলিত যুবকটি। ঘটনার প্রায় এক সপ্তাহ পরে ১৬ এপ্রিল নির্যাতিতের পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে যে, ওই দুটি লোক তাঁকে আঘাত করেছিল, পোশাক খুলতে তাঁকে বাধ্য করেছিল এবং তাঁর উপর অস্বাভাবিক যৌন আচরণ করেছিল।
নির্যাতিতের অভিযোগ, অভিযুক্তরা মদ্যপ ছিলেন। তারা যুবকটিকে বোতল দিয়ে আঘাত করেছিল। তাঁর গায়ের উপর প্রস্রাব করে এবং জাতিগত কটুক্তি করেছিল। ভুক্তভোগী অভিযোগ করেছেন, অভিযুক্তরা নিজেদের কীর্তির একটি ভিডিও রেকর্ড করেছিল এবং ঘটনাটি কাউকে জানালে তা সোশাল মিডিয়ায় শেয়ার করার হুঁশিয়ারি দিয়েছিল।
পুলিশ জানিয়েছে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) অরবিন্দ কুমার বলেছেন, "আমরা এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছি। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।"
রাজস্থানের বিরোধী দলনেতা তথা দলিত নেতা টিকা রাম জুলি বলেছেন যে, এই ঘটনা রাজ্যের "প্রকৃত আইনশৃঙ্খলা পরিস্থিতি" স্পষ্ট করেছে। তিনি বলেন, "এটি আজকের রাজস্থানের বাস্তবতা। একজন দলিত যুবককে অপহরণ করা হয়েছিল, মারধর করা হয়েছিল, যৌন নির্যাতন করা হয়েছিল, প্রস্রাব করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। এটি কোনও সিনেমার দৃশ্য নয়, এটি একটি লজ্জাজনক বাস্তবতা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?