সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৬ অক্টোবর ২০২৫ ১২ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দুর্নীতির অভিযোগে পদ থেকে সহকারীকে অপসারণের ২৪ ঘণ্টা পর, বুধবার হায়দরাবাদের জুবিলি হিলসে পরিবেশমন্ত্রী কোন্ডা সুরেখার বাড়িতে পুলিশ উপস্থিত হয়। ঠিক তার পরেই তেলেঙ্গানার ক্ষমতাসীন কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করে। প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী বিভাজন সামনে আসায় তীব্র অস্বস্তিতে হাত শিবির। সুরেখার বাড়িতে পুলিশ কেন? কারণ হিসেবে জানা গিয়েছে, কোন্ডা সুরেখার প্রাক্তন সহযোগী এন সুমন্তকে খুঁজতে পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল।
সুরেখা ওয়ারাঙ্গলের কংগ্রেস সাংসদ এবং ওবিসি নেত্রী। অন্যদিকে, সুমন্তর বিরুদ্ধে ডেকান সিমেন্টস প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তার কাছ হুমকি দিয়ে বিপুল টাকা নেওয়ার অভিযোগ। তা নিয়েই তোলপাড়। তাঁদের মেয়ে সুস্মিতার অভিযোগ আবার সরাসরি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দিকে। অভিযোগ, রেবন্ত তাঁর পরিবারকে সরাসরি টার্গেট করছেন। সুমন্তকে জোর করেই কোন্ডা পরিবারের বিরুদ্ধে জবানবন্দী দিতে বাধ্য করেছে।
সুরেখা কন্যা সাংবাদিকদের বলেন, 'আমার মা এবং বাবাকে টার্গেট করছে রাজ্য সরকার। আমার মা একজন মন্ত্রী, আর দেখুন তারা আমাদের সঙ্গে কেমন আচরণ করছে। আমরা বুঝতে পারছি না আমরা কী ভুল করেছি। আমাদের খুনের চেষ্টা চলছে।' সুরেখা কন্যা সুস্মিতার আরও বড় অভিযোগ, যেখানে নানা বিষয় নিয়ে পথে নেমে গলা ফাটাচ্ছেন খোদ রাহুল গান্ধী, সেখানে একজন পিছিয়ে পড়া দলের নেত্রীকে হেনস্থা করছে দল।
তিনি আরও বলেন, 'আমাদের ওএসডি, সুমন্তকে গতকাল কোনও ব্যাখ্যা ছাড়াই বরখাস্ত করা হয়েছে। পুলিশ এখানে এসে বলছে যে সুমন্ত আমাদের বাড়িতে আছে, কিন্তু তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা নেই।' এবং গোটা ঘটনায় সরাসরি সুস্মিতার অভিযোগ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্তের দিকে। তাঁর অভিযোগ, রেবন্ত সরাসরি এই বিরাট ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তাঁর অঙ্গুলি হেলনেই এই কাজ হচ্ছে রাজ্যে। একজন মহিলা নেত্রীকে এবং একজন মন্ত্রীকে কোনও কারণ ছাড়াই নিশানা করছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ সামনে আসার পর থেকেই এক প্রকার তোলপাড়। বিরোধীরা স্বাভাবিকভাবেই এই অভিযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে, চেষ্টা করছে রাজনৈতিক ফায়দা তোলার।
শুধু এটুকুই নয়, সুস্মিতা, আরও দাবি করেন যে মুখ্যমন্ত্রীর আরেক সহযোগী রোহিন রেড্ডি ডেকান সিমেন্টসের সঙ্গে বৈঠকে ছিলেন এবং কেন তিনি এখনও পর্যন্ত কোনও পদক্ষেপের মুখোমুখি হননি, অর্থাৎ কেন তাঁকে বরখাস্ত করা হয়নি, বা কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি? যদিও সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুস্মিতার অভিযোগের প্রেক্ষিতে রোহিন রেড্ডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুমন্তের সঙ্গে কোনওরকমের যোগসূত্র অস্বীকার করেন।
Hyderabad | Daughter of Telangana Minister Konda Surekha, Konda Sushmitha, has alleged that her mother is being targeted by the state government.
— ANI (@ANI) October 16, 2025
Konda Sushmitha said, "My mother and father are being targeted by the state government. My mother is a minister, and look how they're… pic.twitter.com/oKWZz5zPVt
উল্লেখ্য, গত ডিসেম্বরেই তেলেঙ্গানায় ক্ষমতায় বসেছে কংগ্রেস। কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পর থেকেই নিশ্চিত ছিল, সে রাজ্যে মুখ্যমন্ত্রীর কুরশিতে বসবেন অনুমুলা রেবন্ত রেড্ডি। ৭ ডিসেম্বর, হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রেবন্ত রেড্ডি। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও ১০ বিধায়ক। সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে ছিলেন গোটা গান্ধী পরিবারই। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। শপথগ্রহণের "ঐতিহাসিক মুহূর্ত"র সাক্ষী থাকতে স্টেডিয়াম ছিল কানায় কানায় ভর্তি। কিন্তু বছর ঘোরার পর থেকেই সে রাজ্যে নানা বিষয়ে হাত শিবিরের ভিতরের দ্বন্দ্ব সামনে এসেছে। এবার দলের নেত্রীর মেয়ে অভিযোগ করলেন, রেড্ডি নিশানা করছেন, ষড়যন্ত্র করছেন দলের নেত্রীদের বিরুদ্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?