সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৫ অক্টোবর ২০২৫ ২১ : ১৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল ও হামাসের সাম্প্রতিক বন্দি বিনিময়ের পরেও ইজরায়েলি কারাগারে এখনও ৯,১০০-রও বেশি প্যালেস্তাইনি বন্দি রয়েছেন, যাদের প্রতি অমানবিক আচরণ ও নির্যাতনের অভিযোগ তুলেছে একাধিক মানবাধিকার সংস্থা। সোমবার, ১৫ অক্টোবর, গাজার হামাস নিয়ন্ত্রিত এলাকায় আটক ২০ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়, যা চলমান সংঘাত শুরুর পর থেকে তৃতীয় বন্দি-বিনিময় হিসেবে চিহ্নিত হয়েছে।
এর আগে প্রথম বিনিময়ে যুদ্ধের সূচনার পর স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির সময় ১০৫ জন ইজরায়েলির বিনিময়ে ২৪০ জন প্যালেস্তাইনি মুক্তি পান। পরবর্তীতে জানুয়ারি ও ফেব্রুয়ারির বড় বিনিময়ে ৩৮ জন ইজরায়েলির বিনিময়ে ১,৭৭৮ জন প্যালেস্তাইনি মুক্তি পেয়েছিলেন। এই তিন দফা বন্দি-বিনিময়ে মোট ১৬৩ জন ইজরায়েলি নাগরিকের বিনিময়ে ৩,৯৮৫ জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্ত করা হয়েছে।
তবু এই মুক্তি-পর্বের পরেও ৯,১০০-রও বেশি প্যালেস্তাইনি এখনো বন্দি, যাদের অনেকেই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এদের অধিকাংশই কঠোর ও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। যুদ্ধ শুরুর আগে ইজরায়েলি কারাগারে প্রায় ৫,০০০ প্যালেস্তাইনি বন্দি ছিল, যা ২০২৫ সালের অক্টোবরে গিয়ে বেড়ে দাঁড়ায় ১১,১০০-তে—এর পর সর্বশেষ মুক্তি কার্যক্রমে কিছুটা হ্রাস পেলেও পরিস্থিতি এখনও ভয়াবহ।
বর্তমানে বন্দিদের মধ্যে ৫২ জন নারী, প্রায় ৪০০ শিশু এবং একাধিক চিকিৎসাকর্মী, সাংবাদিক ও কর্মী রয়েছেন, যাদের অনেককে অস্পষ্ট অভিযোগ যেমন ‘উসকানি’ বা ‘বিদ্বেষমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ’-এর দায়ে আটক রাখা হয়েছে। পাশাপাশি, ৩,৫৪৪ জন প্যালেস্তাইনি প্রশাসনিক আটক (Administrative Detention) আইনে বিচারহীনভাবে অনির্দিষ্ট মেয়াদে বন্দি, আর শত শত গাজাবাসীকে ইজরায়েলের ‘Unlawful Combatant’ আইন অনুসারে আটক করা হয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, এসব বন্দিদের ওপর নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে, তাদের অনেকে যৌন নির্যাতনের শিকার হয়েছেন, অনাহারে রাখা হচ্ছে, চিকিৎসা ও মৌলিক পরিচ্ছন্নতার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ৭৮ জন বন্দি এই অমানবিক অবস্থায় প্রাণ হারিয়েছেন। এমনকি মুক্তির ঠিক আগে নির্যাতিত বন্দিদের ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ফের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংগ্রাম, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
সোমবার মুক্তি পাওয়া বহু প্যালেস্তাইনি শারীরিক ও মানসিক নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন বহন করছিলেন। তবে তাদের পরিবারের অনেকেই জানিয়েছেন, এই মুক্তি তাদের কাছে আনন্দের হলেও তাতে এক তিক্ততা মিশে আছে, কারণ মুক্তি পাওয়া অন্তত ১৫৪ জনকে জোর করে বিদেশে পাঠানো হচ্ছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, এই বাধ্যতামূলক নির্বাসন প্যালেস্তাইনিদের নাগরিক অধিকার লঙ্ঘন করে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক তামার কারমাউট বলেন, “নিজের দেশ থেকে কাউকে জোর করে বিদেশে পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা এক কারাগার থেকে বেরিয়ে আরেক ধরনের বন্দিত্বে প্রবেশ করছে।”
এদিকে গাজার হাসপাতাল পরিচালক ড. হুসাম আবু সাফিয়ার মুক্তি এখনও অনিশ্চিত। ২০২৪ সালের ডিসেম্বরে ইজরায়েলি বাহিনী তাঁকে আটক করেছিল, এবং তাঁর ওপর নির্যাতনের খবর মিলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাঁকে এখনো কোনো অভিযোগ ছাড়াই ইজরায়েলি নিরাপত্তা আইনের অধীনে আটক রাখা হয়েছে।
এক যৌথ তদন্তে জানা গেছে, গাজার প্যালেস্তাইনি বন্দিদের মাত্র একটি ক্ষুদ্র অংশ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ইজরায়েলি সামরিক গোয়েন্দারাও অনুমান করছে, ‘Unlawful Combatant’ আইনে আটক তিন-চতুর্থাংশ প্যালেস্তাইনি হামাস বা ইসলামিক জিহাদের সক্রিয় সদস্য নন, যা এই আটক অভিযানকে মূলত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণগ্রেফতার বলে নির্দেশ করছে।
বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি-বিনিময়কে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হলেও, মানবাধিকার সংস্থাগুলি ইজরায়েলি জেল ব্যবস্থার ওপর আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। আদ্দামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের আইনজীবী তালা নাসের বলেন, “ইজরায়েল আন্তর্জাতিক রেড ক্রসকে পর্যবেক্ষণের সুযোগ দিচ্ছে না, পরিবারদের সাক্ষাতের অধিকার অস্বীকার করছে এবং বন্দিদের মৌলিক সুরক্ষাও নিশ্চিত করছে না। যুদ্ধ থেমে গেলেই অপরাধ মুছে যায় না—যারা এই নির্যাতনের জন্য দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতেই হবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?