রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৫ অক্টোবর ২০২৫ ২০ : ২৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে শুরু হওয়া Special Intensive Revision (SIR) প্রক্রিয়া ঘিরে এখন বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মহাগঠবন্দন বা বিরোধী জোট (MGB) অভিযোগ করেছে, এই সংশোধন কার্যক্রম তাদের ভোটব্যাঙ্ককে টার্গেট করে পরিচালিত হয়েছে। প্রশাসন বলছে এটি নিছক রুটিন কাজ, কিন্তু তথ্য-উপাত্ত বলছে অন্য কথা— বাদ পড়া নামের ধরণ ও সংখ্যা স্পষ্টভাবে রাজনৈতিকভাবে একপাক্ষিক।
২০২০ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে এই বাদ পড়া নামের তথ্য মিলিয়ে দেখা গেছে, মহাগঠবন্দন জেতা আসনগুলোতেই গড়ে অনেক বেশি ভোটার বাদ গিয়েছেন। প্রতিটি MGB জেতা আসনে গড়ে ২০৮ জন বেশি ভোটার বাদ গেছে, NDA জেতা আসনের তুলনায়। মুসলিম ভোটারদের বাদ পড়ার সংখ্যা প্রায় দ্বিগুণ— MGB জেতা আসনে গড়ে ৪২১, NDA আসনে ২২৪। বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের অনুপাতও বিরোধী আসনগুলোয় অনেক বেশি, ২৭.২ শতাংশ, যেখানে NDA আসনে তা ১৬.৭ শতাংশ।
সবচেয়ে আশঙ্কাজনক দিক হল, এই বাদ যাওয়া নামগুলি রাজ্যজুড়ে সমানভাবে ঘটেনি। এটি বিশেষভাবে কেন্দ্রীভূত হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে— কিশনগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, কাটিহার— যেখানে মহাগঠবন্দন ও AIMIM ঐতিহ্যগতভাবে শক্তিশালী। বাদ যাওয়া ভোটারদের শীর্ষ ২৬টি আসনের মধ্যে ১৬টি MGB জেতা, ১টি AIMIM এবং মাত্র ৯টি NDA জেতা আসন। এর মধ্যে ১৭টি (৬৫ শতাংশ) সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। অর্থাৎ বাদ যাওয়ার প্রক্রিয়াটি ভৌগোলিকভাবে একদিকেই প্রবলভাবে কেন্দ্রীভূত, এবং সেটি বিরোধী দুর্গে।
আরও পড়ুন: বিহার ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, রয়েছে বিরাট চমক
এছাড়া দেখা গেছে, যেখানে নির্বাচনের ব্যবধান খুব কম ছিল, সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা বহু গুণ বেশি। যেমন হিলসা আসনে RJD মাত্র ১২ ভোটে জিতেছিল, অথচ সেখানে বাদ গেছে ১,৬৪৩ জনের নাম। একই ছবি দেখা যাচ্ছে রামগড়, সুর্যাগড়া, কুরহানি ও বিক্রমে— সবই MGB জেতা আসন। অর্থাৎ এই প্রক্রিয়া শুধুমাত্র প্রশাসনিক নয়, এর রাজনৈতিক প্রভাব অত্যন্ত গভীর হতে পারে।
উপ-অঞ্চলভিত্তিক তুলনায়ও এই প্রবণতা স্পষ্ট। NDA ঘাঁটি মগধ ও তিরহুত অঞ্চলে বাদ যাওয়ার হার রাজ্যগড়ের নিচে, কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে তা দ্বিগুণেরও বেশি। মিথিলা অঞ্চলে গড়ের চেয়ে কিছুটা বেশি বাদ যাওয়া হয়েছে, বিশেষত সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকায়।
দলভিত্তিক বিশ্লেষণেও মহাগঠবন্দনের মূল দুই সঙ্গী, RJD ও কংগ্রেস, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কংগ্রেস জেতা আসনগুলোয় বাদ যাওয়া নামের সংখ্যা ও মুসলিম ভোটারদের অনুপাত— দুই-ই রাজ্যের সর্বোচ্চ। অন্যদিকে বিজেপি জেতা আসনগুলোয় বাদ যাওয়ার হার রাজ্যগড়ের নিচে, অর্থাৎ শাসকদলের ভোটব্যাঙ্ক তুলনামূলকভাবে অক্ষত রয়েছে।
জাতিভিত্তিক (SC সংরক্ষিত) আসনগুলোতেও একই প্যাটার্ন দেখা যাচ্ছে, যদিও ব্যবধান কিছুটা কম। মহাগঠবন্দন জেতা সাধারণ আসনে গড় বাদ যাওয়া ১,৬২৪, আর SC আসনে ১,১৭০। NDA জেতা সাধারণ আসনে ১,৩৬৩, আর SC আসনে ১,২২৩। অর্থাৎ বাদ পড়া ভোটারদের সংখ্যার দিক থেকে মহাগঠবন্দন সব ক্ষেত্রেই এগিয়ে, বিশেষত সাধারণ আসনগুলোয়, যেখানে মুসলিম-যাদব জোট সবচেয়ে প্রভাবশালী।
যদি রাজ্যের গড় বাদ যাওয়া সংখ্যা ধরা হয় ১,৩৮৫, তাহলে দেখা যাচ্ছে মহাগঠবন্দনের ৫১.৮ শতাংশ আসন “উচ্চহারে বাদ যাওয়া আসন” হিসেবে চিহ্নিত, যেখানে NDA-র ক্ষেত্রে তা ৩৯.২ শতাংশ। আর “অত্যন্ত উচ্চহারে বাদ যাওয়া” (২,০০০-এর বেশি) আসনের সংখ্যা MGB-র ২১, NDA-র মাত্র ৫। অর্থাৎ মহাগঠবন্দন জেতা আসনে খুব বেশি ভোটার বাদ পড়ার সম্ভাবনা চার গুণ বেশি।
এই সমস্ত তথ্য একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে যে, ভোটার তালিকা সংশোধনের এই অভিযান বাস্তবে রাজনৈতিকভাবে একতরফা প্রভাব ফেলেছে। এর মূল আঘাত পড়েছে বিরোধী শিবিরের ঘাঁটি— সীমান্তবর্তী এলাকা, RJD ও কংগ্রেস জেতা আসন, এবং মুসলিম-যাদব প্রভাবিত সাধারণ আসনগুলিতে। প্রশাসনিক উদ্দেশ্য যাই বলা হোক না কেন, এই ভোটার বাদ দেওয়ার প্রবণতা নির্বাচনী ভারসাম্য বদলে দেওয়ার মতো বাস্তব সম্ভাবনা তৈরি করেছে।
বিহারের রাজনীতিতে তাই এখন নতুন স্লোগান ঘুরছে—
“যেখানে জিতেছি, সেখানেই নাম মুছে গেছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?