রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৩ অক্টোবর ২০২৫ ১৫ : ২৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটক সরকার শিগগিরই এমন একটি সরকারি আদেশ জারি করতে চলেছে, যেখানে বলা হবে—যে সমস্ত প্রতিষ্ঠান সরকার দ্বারা পরিচালিত, আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত বা সরকারি মালিকানাধীন, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই নির্দেশ দেন তাঁর মন্ত্রিসভার এক সদস্য প্রিয়াঙ্ক খাড়গের চিঠির প্রেক্ষিতে। গত ৪ অক্টোবর গ্রামীণ উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অনুরোধ করেন, সরকারি প্রতিষ্ঠানগুলিতে আরএসএস কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। তাঁর যুক্তি—এই সংগঠন সংবিধানবিরোধী ও বিভাজনমূলক আদর্শ প্রচার করে।
রবিবার, ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO) সেই চিঠির কপি প্রকাশ করে এবং জানায় যে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সংশ্লিষ্ট দপ্তরগুলিকে "উপযুক্ত ব্যবস্থা" নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রিয়াঙ্ক খাড়গে রবিবার সংবাদমাধ্যমকে জানান, “আরএসএসের দর্শন বিষাক্ত। এটি সমাজের কারও উপকার করে না। যদি তাদের দর্শন এতই ভালো হত, তবে বিজেপি নেতারাই তো তাঁদের সন্তানদের আরএসএস শাখায় পাঠাতেন! কতজন বিজেপি নেতার সন্তান গনবেশ পরেন, ত্রিশূল দীক্ষা নেন বা নিয়মিত শাখায় যোগ দেন? তাঁদের অধিকাংশই বিদেশে বসবাস করছেন।”
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। কখনও কি তাঁকে আরএসএসের পোশাকে দেখা গেছে? আসলে আরএসএস দরিদ্র, তফসিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া মানুষের মগজধোলাই করতে চায়।”
খাড়গে আরএসএসের জনসংখ্যা বৃদ্ধির যুক্তিকেও ব্যঙ্গ করে বলেন, “তাঁরা বলেন হিন্দুরা বিপদে আছে, তাই বেশি সন্তান জন্ম দিতে হবে। কিন্তু আরএসএস নেতারাই তো অবিবাহিত! তাঁরা নিজেরাই যদি এত ধর্মরক্ষার কথা বলেন, তাহলে কেন বিবাহ করে তাঁদের সন্তানদের ধর্মরক্ষক বা গোরক্ষক বানাচ্ছেন না?”
তিনি প্রশ্ন তোলেন, “আরএসএসের রুট মার্চে লাঠি বহনের প্রয়োজন কী? এই প্রদর্শনমূলক আগ্রাসন সমাজে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করে।”
উল্লেখ্য, রবিবার আরএসএস তাদের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে সারা দেশে রুট মার্চের আয়োজন করে। বেঙ্গালুরুতেও প্রায় ১০০টি রুট মার্চের পরিকল্পনা ছিল বলে জানা গেছে। এর মধ্যে দুটি প্রধান মিছিল শুরু হয়েছিল সরকারি জায়গা থেকে—একটি বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকায় (BBMP) পরিচালিত একটি মেয়েদের স্কুলের মাঠ থেকে, অন্যটি রাজাজিনগরের সুব্রহ্মণ্য নগরে একটি BBMP খেলার মাঠ থেকে।
প্রিয়াঙ্ক খাড়গে তাঁর চিঠিতে লেখেন, “আরএসএস এমন ধারণা ছড়াচ্ছে যা ভারতের ঐক্য ও সংবিধানের ভাবনার পরিপন্থী। অনুমতি ছাড়া লাঠি নিয়ে প্রদর্শনমূলক মিছিল শিশু ও তরুণদের মনে মানসিক প্রভাব ফেলে।”
তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, আরএসএসকে যেন কোনো সরকারি স্কুল, পার্ক, সরকারি খেলার মাঠ, মন্দির (মুজরাই দপ্তরের অধীনে), প্রত্নতত্ত্ব বিভাগের সাইট বা অন্য কোনো সরকারি প্রাঙ্গণে কার্যক্রম পরিচালনা করতে না দেওয়া হয়। সরকারি মহল সূত্রে জানা গেছে, এই নির্দেশিকার খসড়া তৈরি হচ্ছে, এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা আনুষ্ঠানিকভাবে জারি হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?