রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | শুল্ক-হুমকি দিয়েই শান্তি আনছেন? ভারত-পাক যুদ্ধ থামাতেই নাকি নয়া স্ট্র্যাটেজি ট্রাম্পের, নোবেল না পেয়ে শেষমেশ ফাঁস করে দিলেন সব?

রিয়া পাত্র | ১৩ অক্টোবর ২০২৫ ১৪ : ৩৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প। আগেও বহুবার দাবি করেছেন, ভারত-পাক সংঘর্ষ থামিয়েছেন তিনি। শুধু তাই নয়, মোট আটটি যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এই দাবি যদিও নতুন নয়, আগেও বারে বারে করেছেন। একাধিক যুদ্ধ থামানোর কথা বলে, তিনি আশা করেছিলেন, নানা জায়গায় শান্তি এনে, এবার শান্তির জন্য নোবেলটাও পেয়ে যাবেন। যদিও তা হয়নি। ট্রাম্প এবার শান্তিতে নোবেল পাননি।

কিন্তু নোবেল না পেলেও, তিনি তাঁর দাবি থেকে সরে আসেননি। উলটে আরও বড় দাবি। এবার দাবি করেছেন, ভারত-পাক যুদ্ধ থামানোর জন্য তিনি নাকি বিরাট শুল্ক হুমকি দিয়েছিলেন। স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, শুল্ক হুমকি দিয়েই নাকি তিনি বহু দেশের যুদ্ধ থামিয়েছেন। সেখানেই ট্রাম্প বলেন, তিনি ভারত-পাক দুই দেশকেই নাকি হুমকি দিয়েছিলেন, ১০০, ১৫০ কিংবা ২০০ শতাংশ হারে শুল্ক আরোপ করবেন, যদি এই দুই দেশ যুদ্ধ থামাতে রাজি না হয়। তাঁর দাবি, এই শুল্ক-হুমকির ভয়েই নাকি দুই দেশ ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছে। নইলে অনন্তকাল এই দুই দেশ যুদ্ধে, সংঘর্ষে লিপ্ত থাকত বলেই দাবি তাঁর।

ট্রাম্প সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমি কেবল শুল্কের ভিত্তিতে কয়েকটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তানের মধ্যে। আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও এবং তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে আমি দু' দেশের উপরই ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশ হারে শুল্ক আরোপ করব।'

 

আরও পড়ুন: হাতে আর কয়েকটা বছর, সাফ হয়ে যাবে গোটা ইউরোপ! রোমে চলবে খিলাফৎ শাসন? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে এখন থেকেই ভয়ে কাঁপছেন বাসিন্দারা

তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত-উত্তেজনা সম্পর্কেও এদিন কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই সমস্যাটি সমাধান করবেন। নিজেই বলেছেন, তিনি যুদ্ধ-সমস্যা সমাধানে পারদর্শী। এই প্রসঙ্গে উল্লেখ্য, ট্রাম্পের একাধিকবার একই দাবির পরেও, ভারত বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন সিঁদুরে হস্তক্ষেপের দাবি বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার বিষয়টি অস্বীকার করেছে।

তবে, ট্রাম্প শুল্ক আরোপ বিষয়টি যুদ্ধ থামানোর জন্য ব্যবহার করেন বলে জানালেও, সাম্প্রতিক সময়ের হিসেব, শুল্ক না চাপালে যেন তাঁর ঘুমই হয় না।  দিনকয়েক আগে ট্রাম্প ঘোষণা করেন, ১লা নভেম্বর থেকে সমস্ত চীনা পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বৃদ্ধি এবং সফ্টওয়্যার রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণাটি চীনের বিরল মাটির খনিজ পদার্থের উপর রফতানি সীমা আরোপের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া। মার্কিন আধিকারিকরা বলছেন যে, চীনের রপ্তানি নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়ায় APEC শীর্ষ সম্মেলনের আগে লাভ অর্জনের জন্য একটি ইচ্ছাকৃত পদক্ষেপ। যেখানে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের কথা ছিল। সেই বৈঠকটি এখনও অনিশ্চিৎ। ট্রাম্প বলেছেন যে, তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার কোনও কারণ দেখছেন না। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ওই বৈঠকটি বাতিল করেননি। 


তাহলে কেন এই হঠাৎ শুল্ক বৃদ্ধি? মনে করা হচ্ছে যে এটা প্রতিশোধমূলক। চীনের বিরল মাটির খনিজ পদার্থের উপর রফতানি সীমা আরোপের সিদ্ধান্ত, আমেরিকার শিল্প ও প্রতিরক্ষা ক্ষেত্রকে আঘাত করেছে। আমেরিকা বিরল খনিজ এমপি ম্যাটেরিয়ালসে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে অভ্যন্তরীণ সক্ষমতা তৈরির চেষ্টা করেছে। কিন্তু এখনওতা পর্যাপ্ত নয়, ওয়াশিংটন চীনা সরবরাহের উপর নির্ভরশীল। 


অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপ রাজনৈতিকও। ট্রাম্প দীর্ঘদিন ধরেই নিজেকে বাণিজ্যের ক্ষেত্রে কঠোর হিসেবে চিহ্নিত করেছেন। বাজার অস্থির থাকা সত্ত্বেও, তিনি তাঁর ইঙ্গিত দিচ্ছেন যে- আমেরিকাকে হুমকির মুখে ফেলা যাবে না। এছাড়াও ট্রাম্পের পদক্ষেপের নেপথ্যে রয়েছে কৌশলগত দিকও। ট্রাম্প শুল্ককে লিভারেজ হিসেবে ব্যবহার করেন, প্রতিদ্বন্দ্বীদের আলোচনায় চাপ দেওয়ার জন্য এই ধরণের ঘোষণা করেন। এই সিদ্ধান্তের নেপথ্য়ে, শুল্ক আদায়ের বিষয়ে কম, বরং ওয়াশিংটনের শর্তে চীনকে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া