রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৩ অক্টোবর ২০২৫ ০৮ : ৫৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইজরায়েল সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্প এই ঘোষণা করেন, যা তাঁর প্রথম সফর যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর। তিনি ইজরায়েলি পার্লামেন্ট কেনেসেটে ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে এক উচ্চপর্যায়ের শান্তি সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যুদ্ধ শেষ হয়েছে, আপনারা তা বুঝে নিন।” তিনি আরও যোগ করেন, “আমি মনে করি এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করবে।” বিমানে ওঠার আগে ট্রাম্প কাতারের ভূমিকাকে প্রশংসা করেন, যারা ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে মধ্যস্থতা করেছে। তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথাও উল্লেখ করে বলেন, “নেতানিয়াহু খুব ভালো কাজ করেছেন।”
ট্রাম্প জানান, কিছু পণবন্দী প্রত্যাশার চেয়েও আগে মুক্তি পেতে পারে। তিনি আরও ঘোষণা করেন যে গাজার পুনর্গঠনের তদারকি করতে “বোর্ড অব পিস” নামে একটি সংস্থা গঠন করা হবে। ট্রাম্প গাজাকে “ধ্বংসস্তূপে পরিণত এলাকা” হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষায়, “সবাই খুশি — ইহুদি, মুসলিম কিংবা আরব দেশগুলো। আমরা ইজরায়েল থেকে মিশরে যাচ্ছি, যেখানে ধনী ও শক্তিশালী দেশগুলোর নেতাদের সঙ্গে দেখা করব। তারা সবাই এই চুক্তিতে যুক্ত হয়েছে।”
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি রবিবার টানা তৃতীয় দিনে কার্যকর থাকে। এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক একযোগে ভূমিকা পালন করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার মিশরের রেড সি উপকূলীয় শহর শার্ম এল-শেখে শুরু হবে শান্তি সম্মেলন, যেখানে ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনের উদ্দেশ্য হলো “গাজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তার এক নতুন যুগের সূচনা করা।”
ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, জর্ডান, সৌদি আরব এবং ভারতের নেতারা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও উপস্থিত থাকবেন। প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও অংশ নিচ্ছেন বলে দ্য টাইমস অব ইজরায়েল নিশ্চিত করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনে তারা সরাসরি যুক্ত হবে না। অন্যদিকে, হামাসের এক সিনিয়র নেতা এএফপিকে জানান যে, সংগঠনটি মিশরে অনুষ্ঠিত শান্তিচুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না।
রবিবার গাজা জুড়ে যুদ্ধবিরতি কার্যকর ছিল এবং উভয় পক্ষই বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছিল। ইজরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান জানান, সোমবার সকালে ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং পরে ২৮ জন মৃত বন্দীর দেহ ফেরত দেওয়া হবে। ইজরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি বিনিময়ের প্রস্তুতি হিসেবে কয়েকজন প্যালেস্তিনীয় বন্দিকে ইতিমধ্যেই স্থানান্তর করা হয়েছে। ইজরায়েলি সরকার আরও নিশ্চিত করেছে যে, তারা গাজায় আটক ১,৭০০ প্যালেস্তিনীয়, ২২ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৩৬০ জন যোদ্ধার দেহ ফেরত দেবে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্দিদের তালিকা নিয়ে আলোচনা এখনো চলছে এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রবিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “আগামীকাল শুরু হচ্ছে এক নতুন পথের — নির্মাণের, আরোগ্যের এবং আশা করি ঐক্যের।” তিনি হামাসের বিরুদ্ধে “বিজয়” ঘোষণা করেন এবং বলেন, “আজকের দিন এবং আগামী সময়ে আমাদের সব কারণ আছে একত্রিত থাকার, কারণ আমাদের যৌথ শক্তিতে আমরা এমন বিজয় অর্জন করেছি যা গোটা বিশ্বকে বিস্মিত করেছে।”
তবে নেতানিয়াহু সতর্ক করে দেন, “সামরিক অভিযান শেষ হয়নি, সামনে এখনো বড় নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। কিছু শত্রু পুনর্গঠনের চেষ্টা করছে, যাতে আবার আমাদের আক্রমণ করতে পারে।”
এই সময় হাজার হাজার ফিলিস্তিনি গাজা সিটির দিকে উত্তরে যাত্রা শুরু করেছে, তারা আশাবাদী যে যুদ্ধবিরতি স্থায়ী শান্তির সূচনা করবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে “অপারেশন রিটার্নিং হোম” — যা হামাসের হাতে আটক জিম্মিদের দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে চালানো হবে।
এক্স-এ (X) প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, “আমরা এখন শুরু করছি অপারেশন ‘রিটার্নিং হোম’। কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের সব জিম্মি ফিরে আসবে, আমরা আবার একত্রিত হবো, এক জাতি হিসেবে।” আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?