সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

Smoking also affects eye health says new scientific research

লাইফস্টাইল | ধূমপান নষ্ট করে চোখও! শুধু ফুসফুস বা হার্ট নয়, কীভাবে দৃষ্টিশক্তিও কেড়ে নিচ্ছে সর্বনাশা সিগারেট?

আকাশ দেবনাথ | ১০ অক্টোবর ২০২৫ ১৪ : ২৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সিগারেটের প্যাকেটের উপর থাকে ক্যানসারের বীভৎস ছবি বা ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’- এই সতর্কবার্তা। বিষয়টি কমবেশি সকলেরই জানা। ফুসফুসের রোগ বা হৃদপিণ্ডের সমস্যার সঙ্গে ধূমপানের সরাসরি যোগের কথা আমরা হামেশাই শুনি। কিন্তু জানেন কি, হাতের ওই জ্বলন্ত সিগারেট শুধু শ্বাসযন্ত্র বা রক্ত সংবহনতন্ত্র নয়, চোখের দৃষ্টিশক্তিকেও ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে? সাম্প্রতিক গবেষণা এবং চক্ষু বিশেষজ্ঞদের মতামত থেকে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ধূমপানের ধোঁয়া সরাসরি আঘাত হানছে মানুষের চোখে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ধূমপানের ফলে চোখের একাধিক গুরুতর রোগ হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এর মধ্যে অন্যতম হল ‘এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন’। এটি এমন একটি রোগ যা রেটিনার ম্যাকুলা অংশকে ক্ষতিগ্রস্ত করে। ম্যাকুলার জন্যেই স্পষ্ট এবং কেন্দ্রীভূত দৃষ্টিশক্তি পায় মানুষ। এই রোগে আক্রান্ত হলে বই পড়া, মুখ চেনা বা গাড়ি চালানোর মতো কাজগুলি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেষ পরিণতি হতে পারে স্থায়ী অন্ধত্ব। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা ধূমপান করেন না তাঁদের তুলনায় ধূমপায়ীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দুই থেকে তিন গুণ বেশি।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?

দ্বিতীয় মারাত্মক সমস্যাটি হল ছানি। ধূমপান চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট করে দেয়, ফলে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। সিগারেটের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিক চোখের লেন্সের প্রোটিনের গঠন বদলে দেয়, যা সময়ের সঙ্গে সঙ্গে ছানি পড়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। চিকিৎসকদের মতে, যাঁরা ধূমপান করেন না তাঁদের চেয়ে একজন ধূমপায়ীর চোখে অনেক কম বয়সেই ছানি পড়তে পারে।
কিন্তু বিপদ এখানেই শেষ নয়। ধূমপানের কারণে ইউভিয়াইটিস নামক চোখের একটি প্রদাহজনিত রোগ হওয়ার আশঙ্কাও প্রবল। এই রোগে চোখের মাঝের স্তর, অর্থাৎ ইউভিয়াতে জ্বালা হয়, যা দ্রুত চিকিৎসা না করালে গ্লুকোমা, ছানি এমনকি রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। এছাড়াও, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ধূমপান ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’-র ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের কারণে হওয়া চোখের একটি মারাত্মক রোগ।

কিন্তু কেন এমনটা হয়?
এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। সিগারেটের ধোঁয়ায় থাকা হাজারো বিষাক্ত রাসায়নিক, যেমন নিকোটিন এবং কার্বন মনোক্সাইড, চোখের সূক্ষ্ম রক্তনালীগুলিকে সঙ্কুচিত করে দেয়। ফলে চোখে রক্ত এবং অক্সিজেন সরবরাহ মারাত্মকভাবে কমে যায়। এর পাশাপাশি, এটি শরীরে এবং চোখে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ বা জারন চাপ তৈরি করে, যা চোখের কোষগুলোকে দ্রুত নষ্ট করে দেয়।
সুতরাং, ফুসফুস বা হৃদপিণ্ডকে বাঁচানোর পাশাপাশি পৃথিবীকে রঙিন দেখার ক্ষমতাকে সুরক্ষিত রাখতেও ধূমপান ত্যাগ করা অপরিহার্য। চোখ অমূল্য সম্পদ। সেই সম্পদকে সিগারেটের ধোঁয়ায় চিরতরে হারিয়ে ফেলার আগে আরেকবার ভাবার সময় এসেছে, বক্তব্য চক্ষু বিশারদদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া