সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১০ অক্টোবর ২০২৫ ১৬ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বায়ুসেনার ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ঘিরে এ বছর এক অনন্য রসিকতা ও সূক্ষ্ম রাজনৈতিক ব্যঙ্গের ঝলক দেখা গেল। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক বিশেষ নৈশভোজের মেনু সামাজিক মাধ্যমে এখন ভাইরাল হয়ে উঠেছে। কারণ, ওই মেনুতে পরিবেশিত খাবারের নাম রাখা হয়েছিল পাকিস্তানের বিভিন্ন শহরের নামে—যে শহরগুলো অতীতে ভারতীয় বায়ুসেনার আঘাতের লক্ষ্যবস্তু হয়েছিল।
আডামপুর ঘাঁটিতে আয়োজিত এই ভোজে প্রধান খাবারের তালিকায় ছিল ‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মাসালা’, ‘রাফিকি রাড়া মাটন’, ‘ভোলারি পনির মেথি মালাই’, ‘সুক্কুর শাম সাভেরা কোফতা’, ‘সরগোধা ডাল মাখানি’, ‘জ্যাকবাবাদ মেওয়া পোলাও’ ও ‘বাহাওয়ালপুর নান’। শুধু প্রধান পদ নয়, মিষ্টান্নেও ছিল ব্যঙ্গাত্মক ছোঁয়া—অতিথিদের পরিবেশন করা হয় ‘বালাকোট টিরামিসু’, ‘মুজাফ্ফরাবাদ কুলফি ফলুদা’ ও ‘মুরিদকে মিঠা পান’।
পাকিস্তানের এই শহরগুলোর প্রত্যেকটির সঙ্গে ভারতের বায়ুসেনার অতীত অভিযানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ২০১৯ সালের ‘অপারেশন বন্দর’-এর সময় বালাকোটে ভারতের বিমান হামলা হয়েছিল, যেখানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়। এ ছাড়া চলতি বছর অনুষ্ঠিত ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটি, যেমন ভোলারি ও রাফিকি, ভারতের নিশানায় আসে। এই কারণেই অনেকেই মনে করছেন, মেনু তৈরিতে হাস্যরসের পাশাপাশি ছিল দেশপ্রেমিক গর্ব ও প্রতিপক্ষকে সূক্ষ্মভাবে খোঁচা দেওয়ার উদ্দেশ্য।
জানা গেছে, এই অভিনব মেনুটি মূলত আডামপুর ঘাঁটির স্থানীয় রান্নাঘরের কর্মীদের উদ্যোগে তৈরি হয়। তারা খাবারের নামের মধ্য দিয়ে পাকিস্তানকে রসাত্মকভাবে ব্যঙ্গ করতে চেয়েছিলেন। বলা হচ্ছে, এই নামগুলো পাকিস্তানের সেসব জায়গাকে স্মরণ করিয়ে দেয় যেখানে ভারতীয় বিমান বাহিনী সফলভাবে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হেনেছিল—ভোলারি বিমানঘাঁটি থেকে শুরু করে মুরিদকের লস্কর-ই-তোইবা ক্যাম্প পর্যন্ত।
উল্লেখযোগ্যভাবে, অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম যে সামরিক ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন, সেটিও ছিল আদামপুর। সেখানেই তোলা হয়েছিল তাঁর সেই বিখ্যাত ছবি, যেখানে তিনি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের পটভূমিতে দাঁড়িয়ে ছিলেন। চার দিনব্যাপী ভারত-পাকিস্তান সংঘর্ষে এই সিস্টেমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
নেটিজেনদের মধ্যে এই মেনু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে “দেশপ্রেমের রসনাতৃপ্ত প্রকাশ” বলে প্রশংসা করছেন, আবার কেউ মজা করে বলছেন, “বালাকোট টিরামিসু খেয়েও পাকিস্তান নিশ্চয়ই গিলে নিতে পারবে না।”
আরও একবার আলোচনার কেন্দ্রে এসেছে বায়ুসেনার বুদ্ধিদীপ্ত রসবোধ, যখন সম্প্রতি আগ্রার আকাশে দুটি বায়ুসেনার বিমান—লকহিড মার্টিন সি-১৩০জে ও আন্টোনভ এএন-৩২—দেখা গিয়েছিল যথাক্রমে ‘রাফিকি’ ও ‘শেহবাজ’ কল সাইন নিয়ে। পর্যবেক্ষকরা মনে করছেন, এগুলিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাফিকি বিমানঘাঁটির প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিত।
রাফিকি বিমানঘাঁটি পাকিস্তানের মধ্য পাঞ্জাবে অবস্থিত এবং এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে অবস্থান করছে জেএফ-১৭ ও মিরাজ যুদ্ধবিমান স্কোয়াড্রন, পাশাপাশি হেলিকপ্টার ইউনিটও। এই বিমানঘাঁটির ভৌগোলিক অবস্থান পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই দ্রুত প্রতিক্রিয়ার সুযোগ দেয়, ফলে এটি তাদের প্রতিরক্ষা নেটওয়ার্কের মূল স্তম্ভ।
তবে আডামপুরের নৈশভোজে পরিবেশিত এই ‘কূটনৈতিক মেনু’ এখন শুধুমাত্র সামরিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ নেই—এটি সামাজিক মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেম ও রসিকতার এক মিশ্র প্রতীক হয়ে উঠেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?