রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বড় লাভের মুখ দেখল টিসিএস, এবার কী ভাবছেন কর্তারা

সুমিত চক্রবর্তী | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ০২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টাটা কনসালটেন্সি সার্ভিসেস ২০২৫–২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। কোম্পানিটি বৃহস্পতিবার জানায়, আগের বছরের তুলনায় তাদের নিট মুনাফা বেড়েছে ১.৪ শতাংশ। যদিও এই বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কিছুটা কম।


চলতি ত্রৈমাসিকে টি–সিএস-এর নিট মুনাফা দাঁড়িয়েছে ১২,০৭৫ কোটি টাকা, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ১১,৯০৯ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, কোম্পানির মুনাফা প্রায় ১২,৫৭৩ কোটি টাকায় পৌঁছাতে পারে, তবে বাস্তব ফল সেই অনুমানের চেয়ে খানিক নিচে এসেছে।


অপারেশনাল রাজস্বে কোম্পানির আয় বেড়েছে ২.৪ শতাংশ — ৬৪,২৫৯ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৬৫,৭৯৯ কোটি টাকায়। গত ত্রৈমাসিকের তুলনায় আয় বেড়েছে ৩.৭ শতাংশ, যা ছিল ৬৩,৪৩৭ কোটি টাকা। স্থিতিশীল মুদ্রা অনুযায়ী আয় বেড়েছে ০.৮ শতাংশ, যা বিশ্বের অনিশ্চয়তার মধ্যে তুলনামূলকভাবে বৃদ্ধি হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন: নজরে ২০২৬, ঘর গোছাল তৃণমূল কংগ্রেসের সামাজিক মাধ্যম


বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, টি–সিএস এই ত্রৈমাসিকে প্রতি ইকুইটি শেয়ারে ১১ টাকার দ্বিতীয় অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর ২০২৫, এবং লভ্যাংশ প্রদান করা হবে ৪ নভেম্বর ২০২৫ তারিখে।


টি–সিএস জানিয়েছে, আন্তর্জাতিক ব্যবসায় সংস্থার আয় স্থিতিশীল রয়েছে এবং গত ত্রৈমাসিকের তুলনায় ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূল খাতগুলির মধ্যে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্স্যুরেন্স (বিএফএসআই) সেগমেন্টে বৃদ্ধি ১.১ শতাংশ, টেকনোলজি ও সার্ভিসেস খাতে ১.৮ শতাংশ, লাইফ সায়েন্স ও হেলথকেয়ার খাতে ৩.৪ শতাংশ, ম্যানুফ্যাকচারিংয়ে ১.৬ শতাংশ এবং কমিউনিকেশন, মিডিয়া ও ইনফরমেশন সার্ভিসেস সেগমেন্টে ০.৮ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।


চলতি ত্রৈমাসিকে টি–সিএস-এর অপারেটিং মার্জিন বেড়ে হয়েছে ২৫.২ শতাংশ, যা আগের ত্রৈমাসিকের তুলনায় ৭০ বেসিস পয়েন্ট বেশি। কোম্পানি জানিয়েছে, এই উন্নতির পেছনে মূল কারণ খরচ নিয়ন্ত্রণ ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি। নিট মার্জিন দাঁড়িয়েছে ১৯.৬ শতাংশে।


অপারেশন থেকে নগদ প্রবাহ নিট আয়ের ১১০.১ শতাংশ, যা কোম্পানির শক্তিশালী নগদ সঞ্চয় ক্ষমতার প্রমাণ। এই সময় কোম্পানির মোট চুক্তি মূল্য দাঁড়িয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের বাজারে সতর্ক মনোভাব সত্ত্বেও স্থায়ী ব্যবসায়িক গতিকে প্রতিফলিত করে।


টি–সিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক কে. কৃথিবাসন বলেন, “আমরা দীর্ঘমেয়াদি রূপান্তরের পথে এগোচ্ছি — কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির সংহত প্রয়োগের মাধ্যমে। আমাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় এআই-নির্ভর প্রযুক্তি সেবা সংস্থা হয়ে ওঠা।” তিনি আরও জানান, “এই রূপান্তর কেবল প্রযুক্তিতে নয়, বরং প্রতিভা উন্নয়ন, পরিকাঠামো, পার্টনারশিপ এবং গ্রাহক–মূল্য সৃষ্টির দিক থেকেও গুরুত্বপূর্ণ।”
কোম্পানির বিবৃতিতে জানানো হয়েছে, “দ্বিতীয় অন্তর্বর্তী লভ্যাংশ ৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রদান করা হবে, এবং ১৫ অক্টোবর ২০২৫–এ রেকর্ড ডেট অনুযায়ী যাদের নাম কোম্পানির সদস্য–রেজিস্টারে বা ডিপোজিটরির রেকর্ডে থাকবে, তারাই এই লভ্যাংশের যোগ্য হবেন।”


বিশ্লেষকদের মতে, বিশ্বের আইটি খাতে মন্দাভাব ও গ্রাহক ব্যয় হ্রাসের মধ্যেও টি–সিএস তার লাভজনকতা ও চুক্তি সংগ্রহের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে। এটি সংস্থার আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া