সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সৌরভ গোস্বামী ০৯ অক্টোবর ২০২৫ ১৫ : ০৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: উত্তর কোরিয়ায় আবারও শুরু হয়েছে কঠোর সামাজিক নিয়ন্ত্রণের এক নতুন পর্ব। এবার টার্গেটে পড়েছেন সেইসব নারী, যাদের সন্দেহ করা হচ্ছে ‘পুঁজিবাদী’ সৌন্দর্যচর্চা—বিশেষ করে স্তন ইমপ্ল্যান্ট বা ডাবল আইলিড সার্জারির মতো প্রসাধনী অস্ত্রোপচার—করানোর অভিযোগে। দেশটির শাসক কিম জং উনের সরকার এই ধরনের অস্ত্রোপচারকে ‘অসাম্যবাদী’ ও ‘বুর্জোয়া ভোগবাদী প্রবণতা’র প্রতীক হিসেবে চিহ্নিত করেছে।
‘অসাম্যবাদী কাজ’ হিসেবে চিহ্নিত হয়েছে এই অস্ত্রোপচারকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার নিরাপত্তা সংস্থাগুলি সম্প্রতি নারীদের ওপর এক অভূতপূর্ব নজরদারি শুরু করেছে। স্থানীয় মহল্লা কমিটির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, যেসব নারীর শরীরে হঠাৎ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়—বিশেষ করে স্তন বা চোখের আকৃতিতে—তাদের বিষয়ে রিপোর্ট জমা দিতে। এরপর তাদেরকে শারীরিক পরীক্ষার জন্য ডেকে পাঠানো হচ্ছে।
সরকারি নির্দেশে বলা হয়েছে, এই ধরনের অস্ত্রোপচার ‘বুর্জোয়া সংস্কারের প্রভাব’ এবং ‘পচা পুঁজিবাদী আচরণ’-এর বহিঃপ্রকাশ। যারা এই ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন বা করিয়েছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। এই অভিযানের সূত্রপাত ঘটে সম্প্রতি সারিওন শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এক প্রকাশ্য বিচারের মধ্য দিয়ে। সেখানে এক তথাকথিত চিকিৎসক ও দুই তরুণীকে আদালতের সামনে হাজির করা হয়। অভিযোগ—তারা অবৈধভাবে স্তন ইমপ্ল্যান্ট অস্ত্রোপচার করেছেন ও করিয়েছেন। জানা যায়, অভিযুক্ত চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা অসমাপ্ত রেখেই এই কাজ শুরু করেছিলেন।
আরও পড়ুন: কোমরে অসহ্য যন্ত্রণা, ৮টি জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেলেন বৃদ্ধা! টোটকা মানতে গিয়েই শেষমেশ চরম পরিণতি
বিচারে প্রসিকিউশন পক্ষের দাবি, অভিযুক্ত নারীরা ‘বুর্জোয়া রুচির দ্বারা কলুষিত’ এবং ‘পুঁজিবাদী ভোগবাদের নোংরা প্রভাবে লিপ্ত’। তাদের উদ্দেশ্য ছিল নিজের শরীরের আকৃতি ‘উন্নত’ করা, কিন্তু সেই মানসিকতা রাষ্ট্রবিরোধী ও সমাজতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন বিচারক।
বিচার চলাকালীন আদালতে প্রমাণ হিসেবে প্রদর্শন করা হয় অস্ত্রোপচারের সরঞ্জাম, চোরাই পথে আনা সিলিকন, এবং নগদ অর্থ। বিচারক বলেন, “অভিযুক্তদের মধ্যে কেউই সংগঠন ও গোষ্ঠীর প্রতি আনুগত্য দেখায়নি। তারা অহংকার ও অস্থির সৌন্দর্যলোভে অন্ধ হয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা এক বিষাক্ত আগাছায় পরিণত হয়েছে।”
স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি এনকে-কে দেওয়া সাক্ষাৎকারে উত্তর হুয়াংহে প্রদেশের এক সূত্র জানিয়েছে, বিচারের সময় উপস্থিত জনতার মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলেন, “এমন ডাক্তাররা টাকার জন্য যেকোনো কাজ করতে পারে।” আবার অনেকে সহানুভূতি প্রকাশ করে বলেন, “যখন জীবিকার কোনো উপায় থাকে না, তখন মানুষ এমন কাজ করতেই বাধ্য হয়।” এই ঘটনার পর সারিওন ও আশপাশের অঞ্চলের বহু নারী আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে আশঙ্কা করছেন, তাদেরও শারীরিক পরিবর্তনের সন্দেহে তদন্ত বা তল্লাশির মুখোমুখি হতে হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কেবল শরীরচর্চা বা প্রসাধনবিরোধী নয়; এটি মূলত রাষ্ট্রের ‘আদর্শগত বিশুদ্ধতা’ রক্ষার নামে ব্যক্তিস্বাধীনতার ওপর আরেকটি দমনমূলক আঘাত। আধুনিকতার প্রতীকী বহিঃপ্রকাশকেও সেখানে দেখা হচ্ছে রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন হিসেবে। কিম জং উনের প্রশাসনের এই সিদ্ধান্ত প্রমাণ করে, উত্তর কোরিয়ায় রাষ্ট্র এখন শুধু মতাদর্শ নয়, মানুষের শরীর ও রুচিকেও কঠোর নিয়ন্ত্রণে আনতে চায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?