রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৮ অক্টোবর ২০২৫ ১৯ : ১৪Riya Patra
আবু হায়াত বিশ্বাস, দিল্লি
বিহার ভোটের দিন ঘোষণার পরেই শাসক ও বিরোধী শিবিরে আসন রফা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কোন আসনে কে লড়বে, তা নিয়ে কথা চলছে। এরই মাঝে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। সূত্রের খবর, ৩০ টি বিধানসভা আসন নিয়ে আলোচনা হয়েছে এদিন। যার মধ্যে ২৫ আসনে দলের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বেশিরভাগই গত বারের জেতা প্রার্থীদের নামে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কংগ্রেস ৬০ এর আশপাশে আসনে লড়তে চাইছে এবারের নির্বাচনে।
জানা গিয়েছে, মহাগঠবন্ধনের সামগ্রিক আসন সমঝোতা হয়ে যাওয়ার পরেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এদিকে, কাল, বৃহস্পতিবার এনডিএ সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পুস্তিকা প্রকাশ করবে কংগ্রেস। বিহারে দলীয় কার্যালয় সদাকত আশ্রমে সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ, অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল এই ‘চার্জশিট’ জারি করবেন। বিহারের নীতীশ সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরা হবে। দুর্নীতির ইস্যুও জায়গা পাবে পুস্তিকায়।
আরও পড়ুন: বিহারে ‘চিরাগ’ হতে পারেন বড় ফ্যাক্টর, তৈরি হচ্ছে নতুন সমীকরণ
এদিকে, বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে নির্দেশ দিয়েছে কমিশন। অন্য একটি প্রেস বিবৃতিতে কমিশনের তরফে জানানো হয়েছে, প্রবীণ নাগরিক,প্রতিবন্ধী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশনের অনুমোদিত ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরাও এই সুবিধা পাবেন। এদিকে, এনডিএ শিবিরে জোট শরিকদের মধ্যে বেশি আসন চেয়ে চাপ অব্যাহত রয়েছে। আজ বিহারের পাটনায় বিজেপির নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন, ধর্মেন্দ্র প্রধান, কেশব প্রসাদ মৌর্য সহ বিহারের বিজেপি নেতারা। জানিয়েছেন,‘কোনও সমস্যা নেই এনডিএ-তে। শিগগিরই আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। কারও অসন্তোষ নেই। সকলেই খুশি আছেন।’ এদিন বিজেপি নেতা গিরিরাজ সিং দাবি করেছেন, বিহারে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী মুখ করেই লড়াই করবে এনডিএ।
তবে, বিহার ভোট প্রসঙ্গে আরও একটি বিষয় এই মুহূর্তে উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটে অস্বস্তির সুর স্পষ্ট হয়ে উঠেছে। এনডিএ সহযোগী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল ‘হিন্দুস্তান আওয়াম মোর্চা’-কে যদি অন্তত ১৫টি আসন না দেওয়া হয়, তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তবে, দল এনডিএ শিবিরেই থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা মাঝির সঙ্গে যোগাযোগ করে তাঁকে শান্ত করার চেষ্টা করেছেন বলে সূত্রে জানা গেছে। মাঝি বলেন, “আমরা এনডিএ নেতাদের কাছে প্রার্থনা করছি, কারণ আমরা অপমানিত বোধ করছি। আমরা এমন কিছু আসন চাই যা আমাদের রাজনৈতিকভাবে সম্মান দেয়। যদি আমাদের প্রস্তাবিত আসন সংখ্যা না দেওয়া হয়, আমরা নির্বাচনে লড়ব না। তবে এনডিএ-র পাশে থাকব। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, কেবল চাই আমাদের দলকে স্বীকৃতি দেওয়া হোক।” তিনি আরও বলেন, “আমাদের পার্টির সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এনডিএ-র অঙ্গ হিসেবে থাকতে চাই, কিন্তু যদি যোগ্য মর্যাদা না পাই, তাহলে নির্বাচনে না লড়াই করাই ভালো।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?