রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৮ অক্টোবর ২০২৫ ১৪ : ৩০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। কেষ্টপুরের খালে পড়ল দুই শিশু। ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু। আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আজ, বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় শোকস্তব্ধ কেষ্টপুর ও নিউটাউন সংলগ্ন চণ্ডীবেড়িয়া এলাকা।
খেলার ছলে খাল পাড়ে গিয়ে জলে পড়ে যায় দুই শিশু। জানা গেছে, একজন আট বছরের নাবালক ও আরেকজন চার বছরের শিশুকন্যা। স্থানীয়দের তৎপরতায় দু'জনকে উদ্ধার করা গেলেও, শেষরক্ষা হল না শিশুকন্যার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন তড়িঘড়ি। তবে শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এবং হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুকন্যার। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে অপর নাবালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগজোলা খাল পাড়ের বাসিন্দা ওই দুই শিশু প্রতিদিনই সকালে একসঙ্গে খেলতে বের হত। আজ বুধবার সকালেও তারা অন্যদিনের মতো খালের ধারে পাতা ও ছোট খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ করেই তারা খালে পড়ে যায় বলে জানা গিয়েছে। প্রথমে কেউ ঘটনাটি টের পাননি। কিছুক্ষণ পর খাল পাড়ের কয়েকজন বাসিন্দা দেখেন, দুই শিশু জলে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার-চেঁচামেচি।
চিৎকার শুনে ছুটে আসেন শিশুকন্যার মা। চার বছরের শিশুকন্যার মা বলেন, 'রোজ ওরা এখানে খেলে। আজও খেলছিল। অনেকক্ষণ সাড়া না পেয়ে আমি ডাকতে শুরু করি। তখনই শুনি লোকে চিৎকার করছেন। বলাবলি করছেন, দুটি বাচ্চা জলে ভেসে যাচ্ছে।'
আরও দেখুন: ভয়াবহ! হঠাৎ পরপর যাত্রীকে ধারালো ছুরি দিয়ে কোপ যুবকের, পুরীর চলন্ত বাসে শিউরে ওঠা দৃশ্য
স্থানীয়রা খালে নেমে উদ্ধার অভিযান চলান। কিছুক্ষণের চেষ্টায় নাবালককে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু শিশুকন্যার আর খোঁজ মিলছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। দ্রুত ডুবুরি নামিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে শিশুকন্যাকেও উদ্ধার করা যায়।
দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই শিশুরই ফুসফুসে জল ঢুকে গিয়েছিল। দীর্ঘ সময় জলে থাকার কারণে শ্বাসপ্রশ্বাস নিয়ে একটা গভীর সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শিশুকন্যাকে বাঁচানো সম্ভব হয়নি। এমনটাই হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'খালপাড়ের জল এখন খুব গভীর। টানা বৃষ্টির ফলে জল অনেক বেড়েছে। বাচ্চারা প্রতিদিনই এখানে খেলে, কিন্তু এভাবে বিপদ হবে, ভাবিনি। তার উপরে কোনওরকম কোনও ব্যারিকেড নেই। যার কারণে যেকোনও সময়ে যেকোনও বড় বিপদ ঘটে যেতে পারে।'
দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে দুই শিশুর পরিবার। এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, খাল পাড়ে কোনও রেলিং বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে প্রশাসনের তরফে খাল পাড়ে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
এক মুহূর্তের খেলা, আর ফিরল না এক শিশুকন্যা। শোকস্তব্ধ কেষ্টপুর সহ পুরো এলাকা। বিজয়া দশমীর পরেই দুই শিশুর এ ধরনের ভয়াবহ পরিণতি ও এক শিশুর মৃত্যু, যা পুজোর আনন্দকে সম্পূর্ণ মাটি করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?