রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিহারে ‘চিরাগ’ হতে পারেন বড় ফ্যাক্টর, তৈরি হচ্ছে নতুন সমীকরণ

সুমিত চক্রবর্তী | ০৮ অক্টোবর ২০২৫ ১১ : ৫৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়ে গেছে। যখন সবাই ভেবেছিল এবার ভোটের লড়াই যথেষ্ট গরম, তখনই শোনা গেল নতুন এক জোটের সম্ভাবনার কথা — এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান নাকি কৌশলবিদ-থেকে-রাজনীতিক প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির সঙ্গে হাত মেলাতে পারেন, যদি এনডিএ-র আসন-বণ্টন নিয়ে মতৈক্য না হয়।


২০২৫ সালের নভেম্বর ৬ ও ১১ তারিখে ভোট হবে বিহারে। রাজ্যজুড়ে এখন মূল লড়াই জাতীয় গণতান্ত্রিক জোট (NDA)–এর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে। জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এলজেপি (রামবিলাস), ও ছোট সহযোগী দল হাম (সেক্যুলার) ও উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বাধীন আরএলএম।

আরও পড়ুন: রাজ্যে এল জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম, এবার কী তাহলে এসআইআর?


চিরাগ পাসওয়ান, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ও প্রয়াত রামবিলাস পাসওয়ানের উত্তরসূরি, দাবি করেছেন ২৪৩টির মধ্যে অন্তত ৪০টি জেতার মতো আসন। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তার দল যে ৫টি আসনে লড়েছিল, সবকটিতেই জয়ী হয়েছিল।


দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিরাগ “সম্মানজনক” আসন চেয়েছেন এবং কোনওভাবেই সংখ্যা কমাতে রাজি নন। এমনকি তিনি নাকি বলেছেন, দরকার হলে মন্ত্রীত্ব ছেড়ে বিহারের মাটিতে লড়াই করবেন — “বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট” নীতি তার কাছে অগ্রগণ্য।


এক প্রতিবেদনে ইন্দ্র মোহন কুমার জানান, “চিরাগ পাসওয়ান স্পষ্ট জানিয়েছেন, যদি এনডিএ তার দাবি না মেনে চলে, তবে তিনি প্রশান্ত কিশোরের জন সুরাজের সঙ্গে হাত মেলাতে পারেন।” এমনকি তিনি শাহাবাদ অঞ্চলের কোনও আসন থেকেও লড়ার প্রস্তুতি নিচ্ছেন।


ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়তে প্রস্তুত। মোট ২০৫টি আসন এই দুই দলের মধ্যে ভাগ হবে বলে আলোচনা চলছে। বাকি ৩৮টি আসন ছোট মিত্র দলগুলির মধ্যে ভাগ করা হবে — এলজেপি (রামবিলাস), হাম ও আরএলএম-এর মধ্যে।


খসড়া প্রস্তাব অনুযায়ী, এলজেপি পাবে ২৫টি, হাম ৭টি এবং আরএলএম ৬টি আসন। তবে ছোট দলগুলির অংশ কমে গেলে, বিজেপি তাদের রাজ্যসভা বা বিধান পরিষদের আসন দিয়ে ক্ষতিপূরণ করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।


২০২০ সালের বিধানসভা নির্বাচনে এলজেপি এনডিএ থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কারণ আসন বণ্টন নিয়ে জেডিইউর সঙ্গে মতবিরোধ হয়েছিল। তখন চিরাগ পাসওয়ান প্রকাশ্যে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের শাসনব্যবস্থাকে সমালোচনা করেন এবং বলেন, তার দল বিজেপির বিরোধী নয়, বরং নীতীশের “বিফল প্রশাসনের” বিরুদ্ধে।


সেই সিদ্ধান্তে জেডিইউ বড় ক্ষতির মুখে পড়ে। এলজেপির ভোট বিভাজনের কারণে অন্তত ২৭টি আসনে জেডিইউ পরাজিত হয়, যার মধ্যে অন্যতম ছিল হাসানপুর আসন, যেখানে এলজেপির ভোটে আরজেডি প্রার্থী তেজ প্রতাপ যাদব জয়ী হন।


অন্যদিকে, প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ প্রথমবারের মতো নির্বাচনে নামছে। তাদের প্রচারের মূল বিষয় বেকারত্ব, অভিবাসন ও বিহারির গর্ব। চিরাগ ও কিশোর— দুই তরুণ নেতা— একই রাজনৈতিক থিমে কথা বলছেন, যা ভবিষ্যতের জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে, বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় — ৬ ও ১১ নভেম্বর, আর ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। ২৪৩ সদস্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ২২ নভেম্বর ২০২৫।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া