রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | মহাসাগরের ৬ কিলোমিটার গভীরে এ কী দেখলেন বিজ্ঞানীরা! বদলে যাবে বিবর্তনের ইতিহাস?

আর্যা ঘটক | ০৫ অক্টোবর ২০২৫ ২০ : ১৫Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: এক যুগান্তকারী আবিষ্কার। প্রশান্ত মহাসাগরের অতল গভীরে এক নতুন প্রজাতির মোলাস্ক বা শামুক-জাতীয় প্রাণীর সন্ধান মিলল। জাপানের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,৪৩০ ফুট (প্রায় ৬ কিলোমিটার) নীচে আবিষ্কৃত এই লিম্পেট প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘বাথিলেপেটা ওয়াডাৎসুমি’। গভীর সমুদ্রে প্রাণের অস্তিত্বের সীমা নিয়ে প্রচলিত ধারণাকে এই আবিষ্কার এক নতুন দিশা দেখাল। ‘জোসিস্টেমেটিক্স অ্যান্ড ইভোলিউশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই প্রজাতির গঠন, জিনগত বৈশিষ্ট্য এবং গভীর সমুদ্রে গবেষণার ক্ষেত্রে সাবমার্সিবল প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

 

টোকিও থেকে প্রায় ৩০০ মাইল দক্ষিণ-পূর্বে একটি আগ্নেয়গিরির পাথরের উপর প্রথম এই মোলাস্কটিকে দেখা যায়। প্রথম দেখায় এটিকে সাধারণ লিম্পেটের মতোই মনে হয়েছিল। কিন্তু সাধারণ লিম্পেটদের বাস যেখানে অগভীর জলের তলায়, সেখানে এই প্রজাতিটি বাস করে সমুদ্রের অনেক গভীরে। প্রাণীটি প্রায় ১.৬ ইঞ্চি (৪০.৫ মিলিমিটার) লম্বা। ঈষৎ নীল-ধূসর রঙের স্বচ্ছ খোলসটি এই গভীরতায় আগে কখনও দেখা যায়নি। অগভীর জলে থাকা তার নিকট আত্মীয়দের থেকে ভিন্ন এই লিম্পেটটি সমুদ্রের তলদেশে দিব্যি বেঁচে থাকে। সেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং পরিবেশ অত্যন্ত প্রতিকূল।

 

জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি - এর প্রধান বিজ্ঞানী চং চেন জানিয়েছেন, আন্টার্কটিকা এবং চিলির মতো জায়গায় পাওয়া অন্যান্য পরিচিত প্রজাতির তুলনায় এই নতুন মোলাস্কটির শারীরিক গঠন এবং জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। চেন লিখেছেন, "বিশেষ ডুবোযানের জানালা দিয়ে একাধিক প্রাণী দেখা গেলেও, ‘হলোটাইপ’ অর্থাৎ মূল নমুনা হিসেবে একটিকেই সংগ্রহ করা সম্ভব হয়েছে।" এই একটি নমুনাই এখন বাথিলেপেটা প্রজাতীর গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র এবং জিনগত ইতিহাস বোঝার চাবিকাঠি।

 

এই আবিষ্কারের নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে সাবমার্সিবল বা বিশেষ ডুবোযান। এটি গভীর সমুদ্র অন্বেষণের জন্য একটি অপরিহার্য হাতিয়ার। এই যানগুলির সাহায্যে গবেষকরা সরাসরি প্রাকৃতিক পরিবেশে সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করতে এবং দুর্গম স্থান থেকে প্রাণী সংগ্রহ করতে পারেন। চেনের কথায়, "এই বাসস্থানগুলিতে পৌঁছনোর জন্য সাবমার্সিবলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাথিলেপেটার মতো প্রাণীদের সরাসরি পর্যবেক্ষণ ও সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা আগে আমাদের নজর এড়িয়ে যেত।"

 

‘বাথিলেপেটা ওয়াডাৎসুমি’ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি প্রচণ্ড চাপ এবং প্রতিকূল তাপমাত্রার মতো চরম পরিস্থিতিতেও বেঁচে থাকতে সক্ষম। ১৯,৪৩০ ফুট গভীরে বসবাস করে এটি প্যাটেলোগ্যাস্ট্রোপড (এক প্রকার লিম্পেট পরিবার) প্রজাতির মধ্যে গভীরতম স্থানে বসবাসের নতুন রেকর্ড স্থাপন করেছে। এই আবিষ্কার ইঙ্গিত দেয় যে, গভীর সমুদ্রের তলদেশে হয়তো এমনই আরও অনেক প্রজাতি লুকিয়ে আছে, যা সাধারণ নমুনা সংগ্রহের পদ্ধতিতে ধরা পড়ে না।

 

এই আবিষ্কার গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকেও বদলে দিয়েছে। বহু বছর ধরে গবেষকরা মনে করতেন যে, গভীর সমুদ্রের সমভূমি বা অ্যাবিসাল প্লেইন একটি বৈশিষ্ট্যহীন বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু নতুন এই তথ্য প্রমাণ করছে যে, পাথুরে পৃষ্ঠের অস্তিত্ব ধারণার চেয়ে অনেক বেশি, যা ‘বাথিলেপেটা ওয়াডাৎসুমি’-এর মতো প্রজাতির বাসস্থান হিসেবে কাজ করে।

 

‘বাথিলেপেটা ওয়াডাৎসুমি’-র স্বতন্ত্রতা প্রমাণে জিনগত গবেষণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞানীরা শারীরিক পর্যবেক্ষণের পাশাপাশি COI জিনের ডিএনএ বিশ্লেষণ করে প্রজাতিটির বিবর্তনগত অবস্থান নির্ণয় করেছেন। ফাইলোজেনেটিক বিশ্লেষণ থেকে অনুমান করা হচ্ছে যে, বাথিলেপেটার মতো প্রকৃত লিম্পেটরা কোনও এক সময়েই গভীর সমুদ্রে বসবাস শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। এই আবিষ্কার লিম্পেটদের গভীরতায় বসবাসের সীমা আরও বাড়িয়ে দিল। পাশাপাশি প্রমাণ করল যে কিছু প্রজাতি চরম পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া