সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৫ অক্টোবর ২০২৫ ১৬ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গ। অন্যদিকে তথ্য, গত ৩৬ ঘণ্টায় পড়শি দেশ নেপাল ওলটপালট একপ্রকার। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত কয়েকঘণ্টায় সে দেশে বন্যা-ধসে মৃত্যু মিছিল। বেশকিছু সূত্রে খবর, মৃত্যু হয়েছে ৩৯ জনের। আবার একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত অন্তত ৪৭। জানা গিয়েছে, ভূমিধসে সেখানকার বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বন্যায় ভেসে গেছে একাধিক রাস্তা। শত শত যাত্রী আটকে পড়েছেন। পাহাড়ি কাঠমান্ডুতে, বেশ কয়েকটি নদী বিপদসীমার উপরে বইছে, একাধিক রাস্তা প্লাবিত করেছে। জলের তলায় বহু বাড়ি-ঘর।
বিপদসীমার উপরে বইছে কোশি নদী। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি জল বইছে নদীতে। এই প্রসঙ্গে উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব নেপালের এই নদীর কারণেই, পূর্ব ভারতের বিহারে প্রায় প্রতি বছরই বানভাসি পরিস্থিতি তৈরি হয়। সুনসারির জেলা গভর্নর ধর্মেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেটই জল নিষ্কাশনের জন্য খুলে দেওয়া হয়েছে। যেখানে স্বাভাবিক অবস্থায় এর অর্ধেকের থেকে কম গেট খোলা থাকে। কোশি নদীর সেতুর উপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে পরিস্থিতি বিচারে।
নেপালের পরিস্থিতি প্রসঙ্গে পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে আঠারো জন নিহত হয়েছেন। দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং পূর্ব নেপালের উদয়পুর জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৪ অক্টোবর, ২০২৫) থেকে বন্যায় এগারো জন ভেসে গেছেন এবং প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। এনডিআরআরএমএ-এর মুখপাত্র শান্তি মাহাত সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সমস্তরকমভাবে তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে তথ্য, কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা জানিয়েছেন আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিকভাবে চললেও দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল মূলত ব্যাহত হয়েছে।
অন্যদিকে, এক রাতের বৃষ্টিতে তছনছ উত্তরবঙ্গ। ১২ ঘণ্টায় বৃষ্টি ৩০০ মিলিমিটার। হাওয়া অফিসের পুর্বাভাস, রবিবারের প্রায় গোটা দিন জুড়েই উত্তরের জেলাগুলিতে তাণ্ডব চলবে ঝড়-বৃষ্টির। কয়েকঘণ্টার ভারী থেকে অতিভারী বৃষ্টিতে প্রকৃতির রুদ্রমূর্তি দেখেছে পাহাড়। ফুঁসছে তোর্সা, মানসাই। মহানন্দার বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। বৃষ্টি-জলের তোড়ে সেতু ভেঙেছ। দার্জিলিং, কালিম্পং, মিরিকের একাধিক জায়গায় ধস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক। সেখানে সেতু বিপর্যয়ে ন'জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। অন্যদিকে উত্তরবঙ্গজুড়ে মৃত্যুমিছিল। একাধিক স্থানে মৃত আরও বহু। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাচ্ছেন উত্তরবঙ্গে। একথা কিছুক্ষণ আগেই জানিয়েছেন তিনি।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। ভেঙেছে দুধিয়া লোহার সেতু ও বিজনবাড়ি সেতু। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। বিভিন্ন নজায়গায় রাস্তায় ধস নেমেছে। বন্ধ হয়ে দিয়েছ বহু রাস্তা। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদি, ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্স-পোস্টে জানালেন যে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এক্স-পোস্টে মোদি লিখেছেন, 'দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন- এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?