রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ফের এয়ার ইন্ডিয়ার বিপত্তি, এবার কী হল

সুমিত চক্রবর্তী | ০৫ অক্টোবর ২০২৫ ১৩ : ০১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অমৃতসর থেকে বার্মিংহ্যামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি শনিবার যুক্তরাজ্যে জরুরি অবতরণের পর স্থগিত করা হয়েছে। বার্মিংহ্যামের রানওয়েতে নামার ঠিক আগে বিমানের Ram Air Turbine বা জরুরি টারবাইন হঠাৎ সক্রিয় হয়ে যায়। তবে পাইলটরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য সম্পূর্ণ অক্ষত রয়েছেন।


ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI117-এ, যা অমৃতসর থেকে স্থানীয় সময় অনুযায়ী শনিবার বিকেলে বার্মিংহ্যামে অবতরণ করছিল। শেষ ধাপে নামার সময় RAT সিস্টেম সক্রিয় হয়ে পড়ে। এই Rapid Air Turbine একটি ছোট পাখার মতো যন্ত্র, যা বিমানের বিদ্যুৎ সরবরাহ ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। বাতাসের গতিবেগ ব্যবহার করে এটি জরুরি শক্তি তৈরি করে, যা ককপিটের আলো, হাইড্রোলিক চাপ এবং মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখে। ফলে ইঞ্জিন বন্ধ হলেও পাইলটরা ন্যূনতম নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।


এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “৪ অক্টোবর অমৃতসর থেকে বার্মিংহ্যামগামী AI117 ফ্লাইটের শেষ ধাপে পাইলটরা RAT মোতায়েন লক্ষ্য করেন। অবতরণের সময় সব ইলেকট্রিক ও হাইড্রোলিক প্যারামিটার স্বাভাবিক ছিল। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কোনও যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হননি। বিমানটি বর্তমানে বিস্তারিত পরিদর্শনের জন্য স্থগিত রাখা হয়েছে। এর ফলে বার্মিংহ্যাম-দিল্লি ফেরত ফ্লাইট AI114 বাতিল করা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।”


এয়ারলাইনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর বিমানের প্রযুক্তিগত দল এবং বোয়িং ইঞ্জিনিয়াররা মিলে RAT সক্রিয় হওয়ার কারণ খতিয়ে দেখছেন।

আরও পড়ুন: আমেরিকার শাটডাউন: ভারতের অর্থনীতিতে নতুন চাপ


উল্লেখযোগ্যভাবে, একই মডেলের বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি চলতি বছরের জুন মাসে আহমেদাবাদ দুর্ঘটনায়ও জড়িত ছিল। সেই ঘটনায়ও RAT সক্রিয় হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, যার ফলেই জরুরি টারবাইন খুলে যায়।


এবারের ঘটনায় যদিও ইঞ্জিনে কোনও ত্রুটি ধরা পড়েনি, তবুও নিয়ম মেনে বিমানটিকে ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, RAT এমন এক সুরক্ষা ব্যবস্থা যা শুধু চরম জরুরি অবস্থায় সক্রিয় হয়। তাই এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়া মানেই বিমানের কোনও বৈদ্যুতিক সেন্সর বা সিস্টেম ত্রুটির ইঙ্গিত।


বিমান সংস্থা সূত্রে জানা গেছে, RAT পুনঃস্থাপন ও সম্পূর্ণ চেক শেষ না হওয়া পর্যন্ত বিমানটি পুনরায় উড়বে না। বোয়িংয়ের টেকনিক্যাল দলও ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শুরু করেছে।


বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা যদিও বিরল, তবে এটি এয়ার ইন্ডিয়ার বহরে থাকা ৭৮৭ সিরিজের বিমানের রক্ষণাবেক্ষণ প্রটোকল নিয়ে প্রশ্ন তুলতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে সংস্থাটি তাদের বিমানের নিরাপত্তা মান উন্নয়নে জোর দিচ্ছে এবং আন্তর্জাতিক রুটে আধুনিকীকরণ প্রক্রিয়াও চলছে।


যাত্রীদের অনেকে জানিয়েছেন, বিমানে তেমন কোনও আতঙ্ক ছড়ায়নি, কারণ পাইলটরা তৎক্ষণাৎ ঘোষণা করে যাত্রীদের শান্ত রাখেন। নিরাপদ অবতরণের পর সবাইকে সুরক্ষিতভাবে নামানো হয়।


এই ঘটনায় আবারও প্রমাণিত হল, আধুনিক বিমানের বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর। RAT-এর মতো প্রযুক্তি মুহূর্তের মধ্যে বিকল্প শক্তি জোগাতে সক্ষম—যা দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। তবে একই মডেলে পুনরাবৃত্ত RAT সক্রিয় হওয়া এয়ার ইন্ডিয়ার জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া