রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | দুর্গাপুজোয় হিট কলকাতা মেট্রো, পাঁচ দিনে ৪৬ লক্ষ যাত্রীকে পরিষেবা, সবচেয়ে বেশি পদার্পণ কালীঘাটে, তারপরেই দমদম

অভিজিৎ দাস | ০৪ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার পর থেকেই শহরের মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়েছিল দর্শনার্থীদের। কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সময়ানুবর্তিতার অভাব, নানা যান্ত্রিক ত্রুটির কারণে বার বার পরিষেবা ব্যাহত হওয়ায় একটাই প্রশ্ন ছিল সকলের মনে, পুজোর ভোগাবে না তো মেট্রো। সেই পরীক্ষায় ভাল ভাবে উত্তীর্ণ হয়েছে কলকাতা মেট্রো। বিশেষ করে ব্লু লাইন। এক কথায় হিট।

শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, এই বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সমস্ত করিডোরে মোট ৪৬.৫৬ লক্ষেরও বেশি যাত্রীকে পরিষেবা প্রদান করা হয়েছে। সব মেট্রো স্টেশনের মধ্যে, কালীঘাটে সর্বাধিক ৪.০৬ লক্ষেরও বেশি যাত্রীর পদচিহ্ন পড়েছে। তারপরেই দমদমে ৩.৯৫ লক্ষেরও বেশি। শোভাবাজার-সুতানুটি স্টেশনে ২.৮৮ লক্ষেরও বেশি যাত্রী। 

আরও পড়ুন: ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এই নিয়ে পরপর চারবার সেরার শিরোপা তিলোত্তমার মুকুটে

গ্রিন লাইনের শিয়ালদহ স্টেশনে যাত্রী সংখ্যা ২.৬৮ লক্ষেরও বেশি। একই করিডোরের হাওড়া মেট্রো স্টেশনে পুজোর দিনগুলিতে ২.৬৫ লক্ষেরও বেশি যাত্রী এসেছেন। হাওড়া এবং শিয়ালদহ মেট্রো স্টেশনের যাত্রী সংখ্যা প্রমাণ করে যে কলকাতা মেট্রো কলকাতার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য ক্রমশ শহরতলির ভিড় আকর্ষণ করছে। এই স্টেশনগুলি ছাড়াও এসপ্ল্যানেডে ২.৫৭ লক্ষ, রবীন্দ্র সরোবরে ১.৮৫ লক্ষ, দক্ষিণেশ্বরে ১.৮১ লক্ষ, শ্যামবাজারে ১.৭৪ লক্ষ এবং বেলগাছিয়ায় ১.৬৫ লক্ষ যাত্রী পা রেখেছেন।

কাউন্টারের ভিড় এড়াতে যাত্রীরা ডিজিটাল টিকিটিং পদ্ধতি বেছে নিয়েছেন। এই দুর্গাপুজোয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৫.০১ লক্ষেরও বেশি যাত্রী AAMAR Kolkata METRO অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেছেন। এছাড়াও, নতুন স্কিমের অধীনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ১৮,৪৯৮টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং নতুন স্কিমের অধীনে ১০ বছরের জন্য ১.৫৯ লক্ষেরও বেশি স্মার্ট কার্ড পুনর্বিবেচনা করা হয়েছে এবং ইস্যু মূল্য ১০০ টাকা কমানো বুকিং কাউন্টারে ভিড় কমাতেও সাহায্য করেছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৬৪৬টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। বিপুল সংখ্যক যাত্রী টিকিট ভেন্ডিং মেশিন (TVM) থেকে টিকিট বুকিংও বেছে নিয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৮০,০০০-এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। আগস্ট মাসে এই সংখ্যা ছিল ৫০,০০০-এরও বেশি।

রবিবার রেড রোডে রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। দুর্গাপুজোয় পাঁচদিন পরিষেবা দেওয়ার পরেও ওই দিনও বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। দুর্গাপুজো কার্নিভালের দিন শহর ও শহরতলীর যাত্রীসুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল ও পূর্ব রেল দু’দিকেই বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে।

রবিবার, ৫ অক্টোবর ২০২৫ তারিখে ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) ও গ্রিন লাইন (সেক্টর ৫ - হাওড়া ময়দান) উভয় রুটেই অতিরিক্ত মেট্রো চালানো হবে। রবিবারের স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পর আরও ছ’টি বিশেষ ট্রেন (তিনটি আপ এবং তিনটি ডাউন) চালানো হবে প্রতিটি লাইনে। ট্রেনগুলির মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে রাত ১০টা ৩ মিনিট, ১০টা ২০ মিনিট এবং ১০টা ৪৩ মিনিটে দক্ষিণেশ্বরগামী তিনটি মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে রাত ৯টা ৫৩ মিনিট, ১০টা ১৩ মিনিট এবং ১০টা ৩৩ মিনিটে তিনটি মেট্রো পরিষেবা উপলব্ধ থাকবে। অপরদিকে, গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টার সময় হাওড়া ময়দানের উদ্দেশ্যে মেট্রো ছাড়বে। হাওড়া ময়দান থেকে রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টায় সেক্টর ফাইভগামী মেট্রো ছাড়বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া