রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ত্রাণ: ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাস কোন কোন বিষয়ে একমত হয়েছে

অভিজিৎ দাস | ০৪ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার হামাস গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে। যার মধ্যে রয়েছে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান। হামাস ট্রাম্পের পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ অংশ মেনে নিয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, ইজরায়েলের প্রত্যাহার, ইজরায়েলি ও প্যালেস্তিনীয় বন্দিদের মুক্তি, ত্রাণ ও পুনরুদ্ধার প্রচেষ্টা এবং ভূখণ্ড থেকে প্যালেস্তিনীয় বহিষ্কারের বিরোধিতা। গাজার শাসনব্যবস্থার ভবিষ্যৎ এবং ভূখণ্ডের ভবিষ্যতে হামাসের অংশগ্রহণ সম্পর্কে হামাসের বিবৃতি এবং ট্রাম্পের পরিকল্পনার মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। হামাস বলেছে যে তারা আরও আলোচনা চায়। 

ট্রাম্পের পরিকল্পনা মেনে নেওয়ার ব্যাপারে হামাস কী বলল?

ইজরায়েলি পণবন্দি এবং প্যালেস্তিনীয় বন্দিদের মুক্তি

হামাস জানিয়েছে যে তারা ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে থাকা বিনিময় সূত্র অনুযায়ী বিনিময় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শর্তাবলী অনুসারে’ গাজায় জীবিত এবং মৃত উভয় ধরণের ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেবে। যদিও কোন শর্তবলীর কথা হামাস বলছে তা এখনও পরিষ্কার হয়নি। দলটি জানিয়েছে যে তারা আরও বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনা করতে প্রস্তুত। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে যে ‘ইজরায়েল চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার ৭২ ঘণ্টার মধ্যে’ হামাস সমস্ত পণবন্দিকে মুক্তি দেবে।

গাজ়া নিয়ে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের উল্লেখ্যযোগ্য দিক হল, ৭২ ঘণ্টার মধ্যে ইজ়রায়েলি পণবন্দিদের মুক্তি। গত দু’বছর ধরে এরা রয়েছে হামাসের কব্জায়। উল্টো দিকে ইহুদিভূমিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্তাইনপন্থীকে মুক্তি দেবে ইজরায়েল। এ ছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে যত গাজাবাসী গ্রেপ্তার হয়েছেন, মোট ১৭০০ জন, তাঁদেরও ছেড়ে দেবে ইজরায়েল। মুক্তিপ্রাপ্ত প্রতিটি ইজরায়েলি পণবন্দির পরিবর্তে, ইজরায়েল ১৫ জন নিহত গাজার নাগরিকের দেহাবশেষ ছেড়ে দেবে। এই শর্ত মেনে নিয়ে বিবৃতি জারি করেছে হামাস।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশ উড়িয়ে ফের গাজায় বোমাবর্ষণ ইজরায়েলের! নিহত ছয়

যুদ্ধবিরতি, যুদ্ধের সমাপ্তি এবং ইজরায়েলি দখল প্রত্যাহার

হামাস জানিয়েছে যে তারা যুদ্ধের অবসান এবং গাজা থেকে ইজরায়েলি দখলের ‘পূর্ণ প্রত্যাহার’-এর কাঠামো মেনে নিয়েছে। হামাসের বিবৃতিতে ইজরায়েলের দখল প্রত্যাহারের কোনও ভিন্ন পর্যায়ের উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে যে তারা ইজরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে যে ‘পণবন্দি মুক্তির প্রস্তুতির জন্য ইজরায়েলি বাহিনী কোনও হামলা করবে না’। এতে বলা হয়েছে যে সেই সময়ের মধ্যে, বিমান ও কামান বোমাবর্ষণ সহ ইজরায়েলের সামরিক আক্রমণ স্থগিত থাকবে।

সাহায্য, পুনরুদ্ধার এবং কোনও প্যালেস্তিনীয়কে বাস্তুচ্যুত করা হবে না 

হামাস স্বাগত জানিয়েছে যে ট্রাম্পের পরিকল্পনায় গাজায় সাহায্য বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, কোনও প্যালেস্তিনীয়কে দেশ থেকে তাড়ানোর সুপারিশও করা হয়নি। 

ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে যে ১৯ জানুয়ারি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিমাণে সাহায্য অবিলম্বে গাজায় পাঠানো হবে। এতে পরিকাঠামো, হাসপাতাল এবং বেকারি পুনর্বাসন এবং ধ্বংসস্তূপ এবং খোলা রাস্তা অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের বিষয়টিও থাকবে। পরিকল্পনার অধীনে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য পৌঁছে যাবে।
 
হামাস জানিয়েছে যে তারা গাজা থেকে প্যালেস্তিনীয়দের বাস্তুচ্যুত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প পরিকল্পনায় বলা হয়েছে যে ‘কাউকে জোর করে চলে যেতে বাধ্য করা হবে না’ এবং যারা চলে যেতে চান তারা স্বাধীনভাবে ফিরে যেতে পারবেন। ট্রাম্প পরিকল্পনায় ফিলিস্তিনিদের গাজায় থাকতে উৎসাহিত করা হয়েছিল।

গাজার অন্তর্বর্তিকালীন শাসনব্যবস্থায় বিদেশী অংশগ্রহণ

ট্রাম্প পরিকল্পনায় বলা হয়েছে যে, প্যালেস্তাইনের জমিতে তৈরি হবে একটি অস্থায়ী এবং অরাজনৈতিক সরকার। এর অংশ হতে পারবেন প্যালেস্তিনীয় এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। যদিও কারা এই সুযোগ পাবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে সংশ্লিষ্ট অন্তর্বর্তিকালীন সরকারের তদারকির জন্য একটি আন্তর্জাতিক গোষ্ঠী গঠনের কথা বলেছেন তিনি। এই গোষ্ঠীর নেতৃত্ব দেবেন ট্রাম্প এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

হামাসের দাবি, জাতীয় ঐক্যের ভিত্তিতে ইসলামীয় এবং আরব দেশগুলির দ্বারা সমর্থিত কোনও স্বাধীন প্যালেস্টাইনপন্থী সংস্থার হাতে গাজ়ার প্রশাসনিক ক্ষমতা তুলে দেওয়া হোক। তা ছাড়া সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়েও কোনও মন্তব্য করেনি হামাস।

গাজ়ার ভবিষ্যৎ পরিচালন পদ্ধতিতে হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও যোগ থাকবে না বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনীকে মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন তিনি। এরা স্থানীয় পুলিশকে প্রশিক্ষণ দেবে।

ট্রাম্পের প্রস্তাবে আরও বলা হয়েছে, এলাকায় শান্তি ফিরলে গাজার শাসনভার প্যালেস্তাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সেখানেও আছে শর্ত। এর জন্য অন্তর্বর্তী সংস্কারের রাস্তায় হাঁটতে হবে প্যালেস্তাইন কর্তৃপক্ষকে।

হামাসের বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনার প্রস্তাবের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি, যেখানে হামাস সদস্যরা তাদের অস্ত্র ‘ত্যাগ’ করলে তাদের অন্যান্য দেশে নিরাপদে যাওয়ার পথ প্রদান করা হবে কি না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া