সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

Beware of the diseases which can spread to children by pets

লাইফস্টাইল | বাড়ির পোষ্যের থেকেও শিশুদের দেহে নানান রোগ ছড়াতে পারে, সন্তানকে রক্ষা করবেন কীভাবে?

আকাশ দেবনাথ | ০৪ অক্টোবর ২০২৫ ১৫ : ১৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাড়ির উঠোনে বা ফ্ল্যাটের ড্রয়িং রুমে ছোট্ট শিশুর সঙ্গে আদরের কুকুরছানা বা বিড়ালের খুনসুটির দৃশ্য মন ভাল করে দেয়। পোষ্যরা শিশুদের একাকিত্ব দূর করে, তাদের দায়িত্বশীল ও সংবেদনশীল করে তোলে। এই অবলা বন্ধুরা নিঃসন্দেহে পরিবারেরই সদস্য। কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে। পোষ্যদের থেকে শিশুদের শরীরে বিভিন্ন রোগ সংক্রমণের আশঙ্কা থেকে যায়, যা নিয়ে অনেক অভিভাবকই সম্পূর্ণ ওয়াকিবহাল নন। এর অর্থ পোষ্য রাখা বিপজ্জনক তা নয়, বরং প্রয়োজন সঠিক সতর্কতা এবং সচেতনতার।

চিকিৎসকদের মতে, যে সমস্ত রোগ প্রাণীদেহ থেকে মানুষের দেহে ছড়ায়, তাদের ‘জুনোটিক ডিজিজ’ বলা হয়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্তবয়স্কদের তুলনায় কম হওয়ায় এবং পোষ্যদের সঙ্গে খেলার সময় পরিচ্ছন্নতার নিয়মকানুন ভুলে যাওয়ায়, তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে।

সাধারণ কিছু রোগ ও তার উৎস

কৃমি সংক্রমণ: এটি সবচেয়ে সাধারণ সমস্যা। কুকুরের মল থেকে গোলকৃমি বা বক্রকৃমি-র লার্ভা মাটিতে মিশে যায়। সেই মাটিতে খেলার পর ভাল করে হাত না ধুয়ে শিশুরা খাবার খেলে বা মুখে হাত দিলে এই কৃমি শরীরে প্রবেশ করে। এর ফলে পেটে ব্যথা, অপুষ্টি এবং রক্তাল্পতার মতো সমস্যা দেখা দেয়।

ক্যাট স্ক্র্যাচ ডিজিজ: বিড়ালের আঁচড় বা কামড় থেকে ‘বারটোনেলা হেনসেলি’ নামক ব্যাকটেরিয়া শিশুদের দেহে ছড়াতে পারে। এর ফলে ক্ষতস্থান ফুলে যায়, জ্বর আসে এবং নিকটবর্তী লসিকা গ্রন্থি ফুলে ওঠে।

টক্সোপ্লাজমোসিস: মূলত বিড়ালের মল থেকেই এই পরজীবীঘটিত রোগটি ছড়ায়। বাড়ির বিড়াল বাইরে গেলে বা কাঁচা মাংস খেলে তার এই পরজীবীর দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। সংক্রমিত বিড়ালের মল পরিষ্কার করার সময় বা সেই মাটি ঘাঁটলে এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

দাদ: নামের সঙ্গে ‘ওয়ার্ম’ বা কৃমি থাকলেও এটি আসলে এক ধরনের ছত্রাক সংক্রমণ। সংক্রমিত কুকুর বা বিড়ালের সংস্পর্শে এলে শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ত্বকে গোল হয়ে লাল চাকা চাকা দাগ তৈরি করে।

র‍্যাবিস বা জলাতঙ্ক: কুকুর, বিড়াল বা অন্য স্তন্যপায়ী প্রাণীর কামড় থেকে ছড়ানো সবচেয়ে ভয়াবহ রোগ এটি। সঠিক সময়ে প্রতিষেধক না নিলে এই রোগ ১০০ শতাংশ প্রাণঘাতী। অর্থাৎ একবার এই রোগ দেখা দিলে বাঁচার কোনও আশা নেই।

 

কীভাবে সতর্ক থাকবেন?

তবে বিশেষজ্ঞদের মতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সহজ কিছু নিয়ম মানলেই এই ঝুঁকি এড়ানো সম্ভব।

১। পোষ্যের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাকরণ অত্যাবশ্যক। পশু চিকিৎসকের পরামর্শ মেনে নির্দিষ্ট সময় অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।

২। পোষ্যকে ছোঁয়ার পর, বিশেষত খাবার খাওয়ার আগে শিশুদের ভাল করে হাত ধোওয়ার অভ্যাস করাতে হবে।

৩। পোষ্যের মলমূত্র সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে এবং সেই জায়গাটি জীবাণুমুক্ত করতে হবে।

৪। শিশুদের পোষ্যের মুখে মুখ দেওয়া বা খাবার ভাগ করে খাওয়া থেকে বিরত রাখতে হবে।

পোষ্য এবং শিশু উভয়ের সুস্থতাতেই পরিবারের আনন্দ। তাই ভয় না পেয়ে, সঠিক নিয়মকানুন মেনে চললেই এই বন্ধুত্ব থাকবে সুরক্ষিত এবং নির্মল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া