সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

সুমিত চক্রবর্তী | ০৪ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র নেতৃত্ব নির্বাচনে শনিবার জয়ী হলেন সানায়ে তাকাইচি। পুরুষ প্রতিদ্বন্দ্বীদের আধিপত্যে থাকা এই লড়াইয়ে ৬৪ বছর বয়সী তাকাইচির জয় তাঁকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে দিল। নিজের আদর্শ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পদাঙ্ক অনুসরণ করার সুযোগও পেলেন তিনি।


এলডিপির আইনপ্রণেতারা তাকাইচিকে বেছে নিয়েছেন দেশের জনগণের আস্থা পুনর্গঠনের জন্য—যে আস্থা বর্তমানে ভেঙে পড়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে। এদিকে বিরোধী দলগুলো ব্যাপক প্যাকেজ ও কঠোর অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে। জয়ের পর সহকর্মীদের উদ্দেশে তাকাইচি বলেন, “খুশি হওয়ার চেয়ে আমার মনে হচ্ছে কঠিন কাজের শুরু এখন থেকে।”


সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর জাপানের সংসদে ভোটাভুটি হবে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য। বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা’র স্থলাভিষিক্ত হবেন তাকাইচি। গত বছর এলডিপির নেতৃত্ব নির্বাচনের রান-অফে ইশিবার কাছে হেরে গিয়েছিলেন তিনি। তবে এবার সংসদের অনুমোদন পেলে তাকাইচিই প্রধানমন্ত্রী পদে বসবেন।

আরও পড়ুন: জীবনের মাঝপথে নতুন সূচনা: ভারতীয় মহিলা পেশাজীবীদের দ্বিতীয় ইনিংস


এই দৌড়ে তাকাইচি ছিলেন একমাত্র নারী প্রার্থী। তিনি হারিয়েছেন ৪৪ বছর বয়সী শিনজিরো কোইজুমিকে—যিনি আধুনিক সময়ে জাপানের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়েছিলেন।

 

১৯৯৩ সালে নিজ শহর নারা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাকাইচি। তারপর থেকে এলডিপি ও সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এর মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা, অভ্যন্তরীণ প্রশাসন ও জেন্ডার সমতা বিষয়ক মন্ত্রীর দায়িত্বও রয়েছে। তাকাইচি নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির অনুগত মনে করেন। পাশাপাশি তিনি মার্গারেট থ্যাচারকে নিজের রাজনৈতিক প্রেরণা বলে মানেন।


জাপানের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনও অনেক কম। এপি-র তথ্য অনুযায়ী, দেশটির নিম্নকক্ষে নারীদের প্রতিনিধিত্ব মাত্র ১৫ শতাংশ। পাশাপাশি ৪৭টি প্রিফেকচারের মধ্যে মাত্র দুইটির নেতৃত্বে রয়েছেন নারী গভর্নর। এই বাস্তবতায় তাকাইচির জয় অনেকটা ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।


তবে তাঁর মতাদর্শের মধ্যে কিছু বিতর্কও রয়েছে। তাকাইচি পুরুষ-একক উত্তরাধিকারের পক্ষে, অর্থাৎ সম্রাজ্ঞীর সুযোগ তিনি সমর্থন করেন না। একইসঙ্গে সমলিঙ্গ বিবাহের বিরোধী এবং ১৯ শতাব্দীর দেওয়ানি আইন পরিবর্তন করে বিবাহিত দম্পতিদের আলাদা পদবি রাখার সুযোগ দেওয়ার বিপক্ষেও তিনি অবস্থান নিয়েছেন। তাঁর মতে, ঐতিহ্য রক্ষা করাই জরুরি।


এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা এক বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার পক্ষে। সেই চুক্তিতে জাপানি করদাতাদের অর্থে বিনিয়োগের বিনিময়ে ট্রাম্প তাঁর উচ্চ শুল্ক প্রত্যাহার করেছিলেন। তাকাইচি মনে করেন, এই চুক্তির ভারসাম্য আবার দেখা প্রয়োজন।


সানায়ে তাকাইচির জয় জাপানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একদিকে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে, অন্যদিকে তাঁর রক্ষণশীল মতাদর্শ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর সংসদীয় ভোটের পরই নিশ্চিত হবে—তাকাইচি কি সত্যিই জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কিনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া