রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০২ অক্টোবর ২০২৫ ১৮ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ড্রাইভিং লাইসেন্সে বয়স লেখা থাকে একরকম, কিন্তু আমাদের মস্তিষ্ক অনেক সময় ভিন্ন গল্প বলে। আধুনিক গবেষণা বলছে, এমআরআই স্ক্যান করে বোঝা সম্ভব আপনার মস্তিষ্ক কতটা তরুণ বা বয়স্ক দেখাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডা-র একদল গবেষক এমনই এক সমীক্ষা চালিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছেন।
গবেষণার নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কিম্বারলি টি. সিবিলে, পিএইচডি। তিনি এবং তাঁর দল জানতে চেয়েছিলেন—প্রতিদিনের অভ্যাস এবং সামাজিক পরিবেশ কীভাবে মধ্যবয়সী ও প্রবীণ মানুষের মস্তিষ্কের বয়স বৃদ্ধি বা কমার গতিকে প্রভাবিত করে।
তাঁরা অংশগ্রহণকারীদের মস্তিষ্কের এমআরআই স্ক্যান করে প্রকৃত বয়সের সঙ্গে তুলনা করেন। এই পার্থক্যকে বলা হয় “ব্রেন এজ গ্যাপ”, যা গোটা মস্তিষ্কের সুস্থতার এক ধরনের সূচক। বিশ্লেষণে ব্যবহৃত হয় ডিপব্রেননেট নামের মেশিন লার্নিং মডেল, যা আগেও ব্যথা ও কর্মক্ষমতার সঙ্গে মস্তিষ্কের বয়স অনুমানের যোগসূত্র দেখিয়েছে।
আরও পড়ুন: কলম্বিয়ায় ছাত্রদের সামনে গণতন্ত্র নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী
এই গবেষণায় অংশ নিয়েছিলেন মধ্যবয়সী ও প্রবীণ প্রাপ্তবয়স্করা, যাঁদের অনেকেই দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথায় ভুগছিলেন বা অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকিতে ছিলেন। দেখা গেল, যাঁরা স্বাস্থ্যকর অভ্যাস বেশি অনুসরণ করেন, তাঁদের মস্তিষ্ক প্রকৃত বয়সের তুলনায় গড়ে আট বছর তরুণ দেখাচ্ছিল। শুধু তাই নয়, পরবর্তী দুই বছরে তাঁদের মস্তিষ্কের বয়স বাড়ার হারও তুলনামূলকভাবে ধীর ছিল।
অন্যদিকে, নিম্ন আয় ও কম শিক্ষার মতো সামাজিক ঝুঁকি ফ্যাক্টরগুলো গবেষণার শুরুতে মস্তিষ্ককে বেশি বয়স্ক দেখাচ্ছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই প্রভাব কিছুটা হ্রাস পেয়েছে, তবে স্বাস্থ্যকর অভ্যাসের সুফল স্পষ্টভাবে বজায় থেকেছে।
সিবিলে বলেন, “আমাদের গবেষণার বার্তা স্পষ্ট—স্বাস্থ্যসম্মত জীবনধারা শুধু ব্যথা কমায় বা শারীরিক কার্যক্ষমতা বাড়ায় না, বরং তা সার্বিক স্বাস্থ্যকে উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করে।”
গবেষণায় আরও দেখা যায়, যাঁদের ব্যক্তিগত ও সামাজিক ঝুঁকি বেশি, তাঁদের মস্তিষ্ক তুলনামূলকভাবে গড়ে তিন বছর বয়স্ক দেখায়। অন্যদিকে, ঘুমের মান এখানে অন্যতম সুরক্ষামূলক অভ্যাস হিসেবে উঠে এসেছে। প্রমাণ রয়েছে যে ঘুমের অভাব সামান্য চাপও সহ্য করার ক্ষমতা কমিয়ে দেয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, নিদ্রাহীনতা শুধুই ক্লান্তি বাড়ায় না, বরং মানসিক চাপ ও মস্তিষ্কের বার্ধক্যকেও ত্বরান্বিত করে। এই কারণে আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন দীর্ঘস্থায়ী অনিদ্রার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিকে প্রথম সারির চিকিৎসা হিসেবে সুপারিশ করেছে।
এছাড়াও, আশাবাদী মানসিকতা ও সামাজিক সহায়তাও মস্তিষ্ককে তরুণ রাখার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। আশাবাদ ভালো ঘুম নিশ্চিত করে, চাপ কমায়, আর প্রিয়জন বা বন্ধুদের সহায়তা থাকলে তা কেবল মানসিক স্বস্তিই দেয় না, বরং গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।
অতীতের গবেষণা দেখিয়েছে, দীর্ঘস্থায়ী ব্যথা প্রবীণদের মস্তিষ্ককে বয়স্ক করে তোলে। নতুন গবেষণা তার ওপর নতুন মাত্রা যোগ করেছে—এবার স্পষ্ট হল, সঠিক জীবনযাপন ও স্বাস্থ্যকর অভ্যাস এই অতিরিক্ত বোঝা অনেকটাই কমিয়ে দিতে পারে।
অতএব, বার্তা একটাই—মস্তিষ্ক কেবল রোগ-ব্যাধির কারণে নয়, আমাদের জীবনধারা ও পরিবেশের প্রতিক্রিয়াতেও দ্রুত বা ধীরে বুড়ো হয়। তাই দৈনন্দিন অভ্যাসই নির্ধারণ করতে পারে, আপনার মস্তিষ্ক প্রকৃত বয়সের তুলনায় কতটা তরুণ থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?