সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০২ অক্টোবর ২০২৫ ১২ : ৫৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলা বিক্ষোভ রক্তাক্ত আকার ধারণ করেছে। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অশান্তি অব্যাহত থাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ জন নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানি সেনারা দাদিয়াল, মুজাফফরাবাদ, রাওয়ালাকোট, নীলম ভ্যালি ও কোটলিতে ব্যাপক শক্তি প্রয়োগ করছে।
কীভাবে শুরু হল আন্দোলন
প্রতিবাদ শুরু হয় সরকারের প্রতি জনগণের ৩৮ দফা দাবি পূরণের ব্যর্থতা ঘিরে। ধীরে ধীরে এই আন্দোলন সামরিক বাহিনীর বাড়াবাড়ির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের নেতৃত্বে রয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি।
হতাহতের সংখ্যা বাড়ছে
প্রতিবেদন অনুযায়ী, মুজাফফরাবাদে ৫ জন, ধীরকোটে ৫ জন এবং দাদিয়ালে ২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া অন্তত তিনজন পুলিশও প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
পাকিস্তান সরকারের দমননীতির অংশ হিসেবে হাজার হাজার সেনা অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর থেকেই বাজার, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। ২৯ সেপ্টেম্বর থেকে টানা বন্ধ রয়েছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ল্যান্ডলাইন পরিষেবা। ফলে সাধারণ মানুষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন।
বিক্ষোভকারীদের মূল দাবি
আন্দোলনের কেন্দ্রে রয়েছে পিওকের ১২টি আসন বাতিলের দাবি, যা বর্তমানে পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত। এছাড়া কর মওকুফ, আটা ও বিদ্যুতের উপর ভর্তুকি, এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার দাবিও তুলছেন আন্দোলনকারীরা।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পুলিশের দিকে পাথর ছুঁড়ছেন এবং সেতুগুলিতে রাখা বিশাল কন্টেনার সরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: গুগলে ফের ছাঁটাই, এবার চাকরি হারালেন কত জন জানলে চোখ কপালে উঠবে
পরিস্থিতি ক্রমশ অস্থির হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, জনগণের দাবি আলোচনার মাধ্যমে মেটাতে সরকার প্রস্তুত। তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি আলোচনাকারী কমিটি গঠনের কথাও জানিয়েছেন।
এদিকে, ইউনাইটেড কাশ্মীর পিপল’স ন্যাশনাল পার্টির মুখপাত্র নাসির আজিজ খান জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬০তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি সতর্ক করেছেন, পিওকে-তে মানবিক সংকট তৈরি হচ্ছে। তিনি সদস্য রাষ্ট্রগুলিকে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন।
এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঘটছে। এর আগের সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান বিমানবাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। ফলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইসলামাবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নতুন করে চাপ তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
মাঠে-বাজারে এখন রক্তাক্ত সংঘর্ষ ও সামরিক কড়াকড়ি। জনগণের ন্যায্য দাবি পূরণের বদলে দমননীতিতে নামার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক চাপ ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে পাকিস্তানি সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, এখন সেটিই দেখার বিষয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?