সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে এবার জড়িয়ে পড়ল দুর্গাপুজোর মণ্ডপ! 'বোমা' ফাটালো বেহালা 

সৌরভ গোস্বামী | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বেহালার দুর্গাপুজোয় এ বছর শিল্পীরা এক অন্য রকম প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন। তাঁদের প্যান্ডেল যেন কেবল শিল্পসৌন্দর্য নয়, বরং যুদ্ধবিরোধী আর্তি এবং ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার কাহিনি। মণ্ডপের মূল বিষয়বস্তু গাজায় চলমান গণহত্যা ও পরিকল্পিত দুর্ভিক্ষ— যা বিশ্বমানবতার অন্যতম ভয়াবহ সংকট হিসেবে উঠে এসেছে। শিল্পীদের সরল বার্তা: “ফ্রি প্যালেস্তাইন”।

শিল্পীদের বক্তব্য, গাজার এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ অনেকটা মিল খুঁজে পায় বাংলার ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে। ব্রিটিশ ঔপনিবেশিক নীতি যেমন লক্ষাধিক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আজ একইভাবে ইজরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের আশ্রয়ে খাদ্যরসদ আটকিয়ে প্যালেস্তাইনের সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শিল্পী রাজনারায়ণ সন্ত্রা বলেন, “যেমন সময়ে চিত্তপ্রসাদ ও জয়নুল আবেদিন ক্ষুধার্ত মানুষের ছবি এঁকে প্রতিবাদ করেছিলেন, তেমনি আমরাও আজ brush এবং sculpture দিয়ে প্রতিবাদ করছি।”

প্যান্ডেলে প্রবেশ করতেই দর্শনার্থীদের স্বাগত জানায় গাজায় জন্ম নেওয়া কবি নামা হাসানের কবিতা “Face to Face”। কবিতাটি পাঠ করা হচ্ছে প্যালেস্তাইনি নাট্যশিল্পী রায়েদা ঘাজালেহ-র কণ্ঠে। হাসান বর্তমানে সাত সন্তান নিয়ে আল-মাওয়াসির এক তাঁবুতে দিনযাপন করছেন। তিনি সম্প্রদায়ের সঙ্গে কাজ ও শিল্পচর্চার মাধ্যমেই যুদ্ধকে প্রতিরোধ করছেন। শিল্পী প্রদীপ দাস জানান, তিনি ঘাজালেহর সঙ্গে দীর্ঘদিনের পরিচিত, তাঁর মাধ্যমেই হাসানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। কবি নিজে এই শিল্প-প্রতিবাদের ভাবনা জেনে অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন: 'যুদ্ধ নয়, শান্তি চাই', গোপাল ভাঁড়কে স্মরণ করে সেজে উঠেছে 'আমরা সবাই দুর্গোৎসব কমিটি'র মণ্ডপ

প্রবেশপথ তৈরি হয়েছে মানুষের পাঁজরের কাঠামো দিয়ে, যা দুর্ভিক্ষে মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা বোঝাতে প্রতীকী রূপ পেয়েছে।
ভেতরে ছাদের ওপর থেকে ঝুলছে চালভর্তি বস্তা চেপে ধরা বিশাল বল-প্রেস যন্ত্র, যেন খাদ্য মজুদের ভয়ঙ্কর নিদর্শন। দুর্গা প্রতিমা ও তাঁর পরিবার থেকে ঝলমলে আভা সরিয়ে দেওয়া হয়েছে — যেন দেবতাদেরও ছুঁয়ে গেছে দুর্ভিক্ষের ছায়া। এক কোণে ভাঙা যুদ্ধবিমানের প্রতিরূপ রাখা হয়েছে, তার চারপাশে স্তূপ করে রাখা চালের বস্তা। প্রাচীর জুড়ে ছাপচিত্রে জীবন্ত হয়ে উঠেছে ছিত্তপ্রসাদ ও জয়নুল আবেদিনের ক্ষুধার্ত মানুষের মুখ। ফাঁকা রাজকীয় আলমারি তুলে ধরেছে ব্রিটিশ শাসনের সময় বাংলার শোষণ ও লুট।

এমনকি এক বিশেষ ভেন্ডিং মেশিনে সাজানো হয়েছে ক্যানজাত পানীয়র মতো অস্ত্রশস্ত্র, যা যুদ্ধব্যবসার নগ্ন চেহারাকে প্রকাশ করে।
প্রবেশমুখে শোভা পাচ্ছে জর্জ অরওয়েলের বিখ্যাত উক্তি—“All the war-propaganda, all the screaming and lies and hatred, comes invariably from people who are not fighting. ”অন্য প্রান্তে একদিকে লেখা “Genocide”, অন্যদিকে স্পষ্ট স্লোগান “Free Palestine”।

প্রদীপ দাস বলেন, “আমরা জানি ঝুঁকি নিয়েছি। সরকারের অবস্থান একরকম হলেও শিল্পীরা যদি চুপ করে থাকেন, তবে তাঁদের শিল্পী বলা যায় না।” রাজনারায়ণ সন্ত্রা যোগ করেন, “শিল্পীদের প্রতিবাদ সীমান্তের মধ্যে আটকে থাকতে পারে না। ২০২১-এ যেমন রিহানা বা গ্রেটা থুনবার্গ ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, আজ আমরা গাজার মানুষের পাশে দাঁড়ালাম।” প্যান্ডেলে আসা অনেকেই জানিয়েছেন, সাধারণ পুজো মণ্ডপে এত গভীর রাজনৈতিক ও মানবিক বক্তব্য আগে দেখেননি। শিল্পীরা শুধু দেবী দর্শনের আঙ্গিকে সীমাবদ্ধ থাকেননি, বরং যুদ্ধবিরোধী আর্তিকে ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনে মিশিয়ে দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া