সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ২০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার চারটি দক্ষিণ আমেরিকার দেশে সফরে রওনা দিলেন। সেখানে তিনি রাজনৈতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন। কংগ্রেস এই সফরকে ভারতের বৈশ্বিক সম্পৃক্ততার অংশ হিসেবে দেখছে, আর বিজেপি একে আখ্যা দিয়েছে ‘দেশবিরোধী গ্লোবাল অ্যালায়েন্স’ তৈরির প্রচেষ্টা বলে।
কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা জানান, রাহুল গান্ধী ব্রাজিল ও কলোম্বিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি তিনি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যাতে “গণতান্ত্রিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা যায়।”
রাহুল গান্ধী ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গেও যোগাযোগ করবেন। যুক্তরাষ্ট্রের শুল্ক-সংক্রান্ত সমস্যার প্রেক্ষাপটে ভারত যখন বাণিজ্যিক অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে, তখন এই সফরের তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে কংগ্রেস মনে করছে।
কংগ্রেস এক বিবৃতিতে সফরটিকে “ঐতিহাসিক তাৎপর্যময়” আখ্যা দিয়েছে। দলটির দাবি, জোট নিরপেক্ষ আন্দোলন (Non-Aligned Movement) এবং গ্লোবাল সাউথের সংহতির মাধ্যমে ভারত ও দক্ষিণ আমেরিকার মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে, এই সফর সেই বন্ধনকেই নতুনভাবে উজ্জ্বল করবে। তাদের মতে, সফরের উদ্দেশ্য হলো “বাণিজ্য, প্রযুক্তি, উন্নয়ন এবং জনগণের মধ্যে আদানপ্রদান” বিস্তৃত করা।
আরও পড়ুন: শান্তিপূর্ণ আন্দোলনে রক্তক্ষয়: লাদাখে ঠিক কীভাবে শুরু হয় গোলমাল? প্রত্যক্ষদর্শীর বিবরণ
অন্যদিকে বিজেপি এই সফরের সময় এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্স-এ লিখেছেন,
“রাহুল গান্ধী আবার বিদেশ সফরে! … এবার বুঝি কোন দেশবিরোধী ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করবেন?” ভাণ্ডারীর অভিযোগ, কংগ্রেস নেতা নাকি বিলিয়নেয়ার জর্জ সোরোসের “নির্দেশে” কাজ করছেন। তিনি বলেন,
“রাহুল ভারত রাষ্ট্র এবং ভারতের গণতন্ত্রের বিরোধিতা করছেন। সেই উদ্দেশ্যেই তিনি একটি গ্লোবাল অ্যালায়েন্স গড়ে তুলতে চাইছেন।”
তিনি আরও দাবি করেন, লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের সঙ্গেও রাহুলের সফরের সময়ের যোগসূত্র রয়েছে। ভাণ্ডারীর বক্তব্য, “ঠিক তখনই রাহুল দক্ষিণ আমেরিকা সফরে রওনা দিলেন, যখন তার আদর্শগত সহযোদ্ধা ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।”
প্রসঙ্গত, একসময় নরেন্দ্র মোদীর সমর্থক হিসেবে পরিচিত সোনম ওয়াংচুককে লেহ-তে সাম্প্রতিক হিংসার পর শুক্রবার গ্রেপ্তার করা হয়। তখন তিনি অনশন ধর্মঘটে ছিলেন। বিজেপির অভিযোগ, ওই সহিংসতায় একটি কংগ্রেস সমর্থিত স্থানীয় কাউন্সিলর বিজেপি অফিসে হামলার নেতৃত্ব দেন।
বিজেপির অভিযোগকে কংগ্রেস সরাসরি প্রত্যাখ্যান করেছে। দলটির মতে, বিরোধী দল হিসেবে ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে ইতিবাচক অবদান রাখা রাহুল গান্ধীর দায়িত্ব। তাদের দাবি, দক্ষিণ আমেরিকায় রাহুলের আলাপ-আলোচনা ভারতের আন্তর্জাতিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।
দক্ষিণ আমেরিকায় রাহুল গান্ধীর সফরকে কংগ্রেস যেমন ভারতের ‘গ্লোবাল আউটরিচ’-এর অংশ হিসেবে তুলে ধরছে, তেমনই বিজেপি একে সন্দেহজনক অভিসন্ধি এবং ‘দেশবিরোধী অ্যালায়েন্স’-এর চেষ্টা বলে সমালোচনা করছে। সফর থেকে কী ধরনের কূটনৈতিক বা বাণিজ্যিক সাফল্য আসবে, তা এখন নজর রাখছে রাজনৈতিক মহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?