রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | পশ্চিমী রাষ্ট্রগুলির প্যালেস্তাইন স্বীকৃতি: প্রতীকী পদক্ষেপ নাকি ন্যায্য সমাধানের পথে বাস্তব অগ্রগতি?

সৌরভ গোস্বামী | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোরা প্রভৃতি পশ্চিমী দেশ। ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই স্বীকৃতির ঢেউ আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মঙ্গলবার সান মারিনোও প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করে। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৯টি দেশ প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিল—যা মোট আন্তর্জাতিক সম্প্রদায়ের ৮০ শতাংশেরও বেশি।

কিন্তু প্রশ্ন উঠছে—এটি কি কেবল প্রতীকী পদক্ষেপ, নাকি প্যালেস্তাইনের দীর্ঘ সংগ্রামের ন্যায্য সমাধানের পথে প্রকৃত অগ্রগতি?

প্যালেস্তিনি কর্তৃপক্ষ (PA) পশ্চিমী দেশগুলির এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ ও ‘গুরুত্বপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে। রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, মাল্টা, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও আন্দোরাকে। আব্বাস বলেছেন, এটি “ন্যায্য ও স্থায়ী শান্তির পথে অগ্রসর হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তবে গাজার রক্তাক্ত বাস্তবতা এই স্বীকৃতিকে আড়াল করে দিয়েছে। গত কয়েক বছরে ইজরায়েলের আগ্রাসী সামরিক অভিযান ও অবরোধে অন্তত ৬৫,৫০০ প্যালেস্তিনি নিহত হয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন ও অনাহারে দিন কাটাচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মহাপরিচালক ড. মুনির আল-বুর্শ এই স্বীকৃতিকে কটাক্ষ করে বলেছেন—“একজন রোগী অপারেশন থিয়েটারে রক্তে ভেসে যাচ্ছে, আর ডাক্তার তার আইডি কার্ড যাচাই করছে—এটাই আজকের আন্তর্জাতিক স্বীকৃতির ছবি।”

১৯৪৮ সালে ইজরায়েলি দখলদার বাহিনীর হাতে দেশছাড়া লক্ষ লক্ষ প্যালেস্তিনি ও তাঁদের উত্তরসূরিদের ‘ফিরে আসার অধিকার’ এই স্বীকৃতিতে একেবারেই নারাজ। জাতিসংঘের UNRWA-এর তথ্য অনুযায়ী, বর্তমানে লিখিতভাবে প্যালেস্তিনি শরণার্থীর সংখ্যা ৫.৯ মিলিয়ন। বাস্তবে এই সংখ্যা আরও বেশি। প্যালেস্তিনিদের মতে, এই শরণার্থীদের অধিকার ছাড়া কোনো স্বীকৃতি ন্যায়সঙ্গত হতে পারে না।

আরও পড়ুন: দেশ কে চালায়, সেনা না সরকার? উত্তরে পাক প্রতিরক্ষামন্ত্রী যা বললেন, উত্তরে বিভ্রান্তি আরও বাড়ল

পশ্চিম তীরের সাংবাদিক হাফেজ আবু সাবরা সামাজিক মাধ্যমে লিখেছেন—“আমার দাদাকে লড থেকে উচ্ছেদ করা হয়েছিল, তিনি জাফার পাশ থেকে গাজায়, তারপর নাবলুসে এসে থিতু হন। আমাদের প্রজন্ম জন্ম থেকে ‘স্বাধীন প্যালেস্তাইন’ বলে স্লোগান দিয়েছে। পশ্চিমীদের স্বীকৃতির অপেক্ষায় আমরা কখনও ছিলাম না, আজও নেই।”

অন্যদিকে কর্মী আমিনা খন্দাকজি তীব্র ক্ষোভে বলেন—“তোমরা আগেই বলে দিতে পারতে যে, অন্তত ৬০ হাজার প্যালেস্তিনির রক্ত দরকার হবে তোমাদের সহানুভূতি জাগাতে। আমাদের সেরা তরুণদের হারাতে হবে, তবেই তোমরা প্রতীকী স্বীকৃতি দেবে?”

বাস্তবে প্যালেস্তাইন এখনও বিভক্ত ভূমিখণ্ডে সীমাবদ্ধ। পশ্চিম তীরে বসতি স্থাপন, সামরিক চৌকি, সীমান্ত বন্ধ—সবই ইজরায়েলের নিয়ন্ত্রণে। প্যালেস্তাইনের নেই আন্তর্জাতিক বিমানবন্দর, নেই সীমান্ত নিয়ন্ত্রণের স্বাধীনতা। স্বীকৃতি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েল কিং হুসেইন সেতু (অ্যালেনবি ব্রিজ) বন্ধ করে দিল, ফলে শীর্ষ প্যালেস্তিনি কর্মকর্তারাও আটকা পড়লেন।

পশ্চিমী দেশগুলির স্বীকৃতিতে একাধিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান—সম্ভাব্য প্যালেস্তাইন রাষ্ট্রকে ‘নিরস্ত্র’ থাকতে হবে, এবং হামাসকে বাদ দিতে হবে। প্যালেস্তিনি আন্দোলনের দাবি, এটি আন্তর্জাতিক আইনবিরোধী, কারণ দখলদারিত্বের বিরুদ্ধে মুক্তিসংগ্রাম তাদের স্বীকৃত অধিকার।

সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য। ১৯১৭ সালের ব্যালফোর ঘোষণার মাধ্যমে ব্রিটেন প্যালেস্তাইনে ‘ইহুদি জাতীয় স্বদেশ’ প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছিল। প্যালেস্তিনিদের মতে, তাদের দীর্ঘ ১০৮ বছরের দুঃসহ যন্ত্রণার জন্য ব্রিটেন সবচেয়ে বড় দায়ী। তাই ব্রিটেনের শর্তযুক্ত, প্রতীকী স্বীকৃতি প্যালেস্তিনিদের চোখে নতুন করে ক্ষত জাগিয়েছে।

পশ্চিমী দেশগুলির সাম্প্রতিক স্বীকৃতি নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনীতিতে একটি মাইলফলক। তবে প্যালেস্তাইনের জনগণের জন্য এটি এখনো কোনো বাস্তব স্বস্তি বয়ে আনেনি। শরণার্থী সংকট, চলমান গণহত্যা, দখলদারিত্ব, সীমান্ত অবরোধ—সবকিছু অপরিবর্তিত। প্যালেস্তিনি তৃণমূল কর্মীদের মতে, যতক্ষণ না ইজরায়েলি দখলদারিত্ব শেষ হচ্ছে, শরণার্থীদের ফেরার অধিকার কার্যকর হচ্ছে এবং প্যালেস্তাইন পূর্ণ সার্বভৌম রাষ্ট্রে পরিণত হচ্ছে, ততক্ষণ এই স্বীকৃতি নিছক “প্রতীকী।” আন্তর্জাতিক সম্প্রদায়ের ৮০ শতাংশেরও বেশি দেশ আজ প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বাস্তবতার মাটিতে প্যালেস্তিনি জনগণ এখনও আগের মতো রক্ত, ক্ষুধা ও নির্বাসনের মধ্যে বেঁচে আছেন। তাই এই স্বীকৃতি—আসলেই কি ন্যায্য সমাধানের পথে অগ্রগতি, নাকি কেবল এক প্রতীকী অভিনয়—সেই প্রশ্ন আজও ঝুলে রইল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া