সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | শান্তিপূর্ণ আন্দোলনে রক্তক্ষয়: লাদাখে ঠিক কীভাবে শুরু হয় গোলমাল? প্রত্যক্ষদর্শীর বিবরণ  

সৌরভ গোস্বামী | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: লাদাখের রাজধানী লে শহরের শহীদ উদ্যান গত ২৪ সেপ্টেম্বর রূপ নিল এক বিভীষিকাময় ঘটনার সাক্ষীতে। শিক্ষাবিদ ও ম্যাগসেসে পুরস্কারজয়ী সোনম ওয়াংচুকের নেতৃত্বে চলা শান্তিপূর্ণ অনশন কর্মসূচির ১৫তম দিনে যখন হাজার হাজার মানুষ বিশেষ সাংবিধানিক সুরক্ষা ও ষষ্ঠ তফসিলের দাবিতে সমবেত হয়েছিলেন, ঠিক তখনই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে রণক্ষেত্রের দৃশ্য তৈরি হয়। চারজন বেসামরিক নাগরিক নিহত হন এবং অন্তত ৯০ জন, যাদের বেশিরভাগই কিশোর, গুরুতরভাবে আহত হন।

লে-র সোনম নরবু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছরের এক তরুণ সামফেল (ছদ্মনাম) জানালেন, কীভাবে তার পায়ে ঢুকে বেরিয়ে যায় পুলিশের ছোড়া গুলি। সরকারি চাকরির প্রত্যাশী এই কলেজছাত্র বললেন—“সকাল থেকে সব শান্তিপূর্ণই চলছিল। কিন্তু দুপুর ৩টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। বাইরে বেরিয়েই দেখি পুলিশ ও সিআরপিএফ সোজাসুজি আমাদের দিকে গুলি চালাচ্ছে। বয়স্ক, নারী—কেউই রেহাই পায়নি।”

চোখের দেখা বর্ণনা করা একাধিক প্রত্যক্ষদর্শী জানালেন, সকাল ১১টা নাগাদ কিছু তরুণ শহীদ উদ্যানে থাকা প্রবীণ আন্দোলনকারীদের আপত্তি অগ্রাহ্য করে শোভাযাত্রা নিয়ে বেরিয়ে পড়েন লাদাখ স্বায়ত্তশাসিত পাহাড়ি উন্নয়ন পরিষদের (LAHDC) কার্যালয় ও প্রশাসনিক দপ্তরের  দিকে। সেখানেই বিশাল পুলিশ মোতায়েনের সামনে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিজেপির লাদাখ কার্যালয় ঘিরে ফেলে বিক্ষোভকারীরা এবং সেখানেই এক তরুণ বিক্ষোভকারী মাথায় গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: চূড়ান্ত অব্যবস্থার জেরেই পদপিষ্ট, 'অপূরণীয় ক্ষতি', বললেন বিজয়, নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

ভিডিও ফুটেজে দেখা যায়, বিজেপি কার্যালয়ের উপর থেকে সরানো হয় দলের পতাকা, কিন্তু জাতীয় পতাকা অক্ষত থাকে। কয়েক ঘণ্টার মধ্যে বিজেপি অফিস, পুলিশ ভ্যান ও প্রশাসনিক ভবন আগুনে পুড়ে যায়। লাদাখ পুলিশের মহাপরিচালক এস. ডি. এম. জামওয়াল দাবি করেছেন, আন্দোলনকারীদের হিংস্রতা প্রতিহত করতেই গুলি চালানো হয়। তার মতে, “যদি সময়মতো ব্যবস্থা না নিতাম, পুরো শহর পুড়ে যেত।” অন্যদিকে আহত প্রাক্তন সেনা সদস্য স্তানজিন ওতসাল অভিযোগ করলেন: “ওরা বিন্দুমাত্র সংযম দেখায়নি। জলকামান বা রাবার বুলেট ব্যবহার করা যেত, কিন্তু তারা পেলেট আর আসল গুলিই চালাল।”

ওতসাল, যিনি সেনা জীবনের পর থেকে আন্দোলনে সক্রিয়, বললেন: “আমরা শুধু লাদাখের ভবিষ্যৎ রক্ষার দাবি তুলেছি। জমিই আমাদের একমাত্র সম্পদ। জমি যদি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়, আমাদের অস্তিত্বই বিপন্ন হবে।” ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর থেকেই মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বিজেপি ষষ্ঠ তফসিলের মর্যাদা ও রাজ্যত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও তা পূরণ হয়নি।

স্থানীয় যুবক নরবু হাসপাতালের শয্যা থেকে বলেন: “সোনম ওয়াংচুক আমাদের সচেতন করেছেন, জমি ও সংস্কৃতি আমাদের টিকে থাকার মূলভিত্তি। কিন্তু সরকার তাকে দমন করার চেষ্টা করছে। উন্নয়নের নামে জমি লুট হচ্ছে, চাকরির সুযোগ নেই।” লাদাখে বেকারত্বের হার সর্বোচ্চগুলির মধ্যে একটি। সম্প্রতি প্রায় ৪৭ হাজার তরুণ মাত্র ৫০০ সরকারি চাকরির জন্য আবেদন করেন। এর মধ্যেই কেন্দ্রীয় বাজেটে বহু-বিলিয়ন ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হয়, যা স্থানীয়দের জমি অধিগ্রহণের আশঙ্কা বাড়িয়েছে।

কঠোর দমন-পীড়ন ও সোনম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) প্রয়োগ সত্ত্বেও লাদাখিদের দৃঢ়তা ভাঙেনি। ওতসালের কথায়
“আমি দেশের জন্য সেনা জীবনে লড়েছি। এখন লাদাখের অধিকারের জন্য জীবন দিতে হলেও দেব।” এই রক্তক্ষয়ী দমনপীড়ন কেবল লাদাখে নয়, গোটা দেশের গণতন্ত্রের প্রশ্নে নতুন বিতর্ক ছড়িয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর ঘটনাকে স্থানীয়রা শুধু বেআইনি নয়, লাদাখের ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনা বলেই দেখছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া