রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের বিরোধিতায় নিউ ইয়র্কে হাজারো মানুষের বিক্ষোভ

সৌরভ গোস্বামী | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ০৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক শহরের রাস্তায় আবারও গর্জে উঠল প্যালেস্তাইনের প্রতি সংহতির স্লোগান। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) ভাষণ দিচ্ছিলেন, তখন মাত্র কয়েক ব্লক দূরেই হাজার হাজার মানুষ তাঁকে যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারের দাবি জানিয়ে মিছিল করেন। প্রথমে টাইমস স্কোয়ারে বিভিন্ন প্রো-প্যালেস্তাইন ও যুদ্ধবিরোধী সংগঠনের নেতাদের ভাষণ শোনেন বিক্ষোভকারীরা। পরে বিশাল মিছিলটি পশ্চিমমুখে জাতিসংঘের সদর দপ্তরের  উদ্দেশ্যে রওনা হয়।

প্যালেস্তাইনি ইয়ুথ মুভমেন্টের সংগঠক নিদা লাফি বলেন, “নেতানিয়াহু এখন জাতিসংঘে বসে গাজার বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে। খালি কক্ষে সে বক্তব্য দিচ্ছে। যেখানে যাবে, সেখানেই সে খালি কক্ষ আর নীরব প্রতিবাদের মুখোমুখি হবে।” তথ্য অনুযায়ী, ৫০টিরও বেশি দেশের শতাধিক কূটনীতিক নেতানিয়াহুর ভাষণ চলাকালীন সময়ে সভা থেকে বেরিয়ে আসেন। তবুও তিনি ঘোষণা করেন, গাজায় “কাজ শেষ না হওয়া পর্যন্ত” অভিযান চলবে।

নেতানিয়াহু আরও বলেন, প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে “পাগলামি”—এমনকি তিনি একে তুলনা করেন “৯/১১ হামলার পর নিউ ইয়র্কের এক মাইল দূরে আল-কায়েদাকে রাষ্ট্র দেওয়ার” সঙ্গে। উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টিই ইতিমধ্যেই প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অভূতপূর্ব পদক্ষেপে ইজরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নেতানিয়াহুর ভাষণ লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করে। আরও বিস্ময়করভাবে প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করেছে, ইজরায়েলি সেনারা নাকি গাজার নাগরিকদের এবং হামাসের সদস্যদের মোবাইল ফোন “দখল করে” ভাষণটি সম্প্রচার করেছে—যদিও এর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্যালেস্টাইনকে একযোগে রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন-কানাডা-অস্ট্রেলিয়া! বিশ্ব রাজনীতিতে বড় মোড়

প্যালেস্তাইনি ইয়ুথ মুভমেন্টের নাদিয়া তান্নুস বলেন, “এখন স্পষ্ট যে প্যালেস্তাইনি জনগণের স্বার্থ আর আমেরিকান শ্রমজীবী মানুষের স্বার্থ একই। আমরা চাই আমাদের করের টাকা যুদ্ধাস্ত্র কেনায় নয়, বরং স্বাস্থ্য, শিক্ষা আর শিশুদের ভবিষ্যতের জন্য ব্যয় হোক।” যুক্তরাষ্ট্রের অটো ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য নবরুজ বলেন, “আমাদের ভাগ্য একসূত্রে গাঁথা। ইউরোপের শ্রমিক সংগঠনগুলো বন্দর বন্ধ করার হুমকি দিচ্ছে। আমরাও আমাদের কর্মস্থলে সংগঠিত হবো, যাতে এই গণহত্যা থামানো যায়।”

হাজারো মানুষের মিছিল যখন জাতিসংঘ সদর দপ্তরে  পৌঁছায়, তখন তাঁদের সঙ্গে যোগ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কয়েকদিন আগেই তিনি জাতিসংঘে গাজায় ইজরায়েলি নৃশংসতার তীব্র সমালোচনা করেছিলেন। জনতার উদ্দেশ্যে ভাষণে পেত্রো বলেন, “গাজায় যা ঘটছে তা একেবারেই গণহত্যা। এর অন্য কোনো নাম নেই—এটি প্যালেস্তাইনি জনগণকে নিশ্চিহ্ন করার চেষ্টা।” তিনি মার্কিন জনগণকে আহ্বান জানান, “ট্রাম্পের নির্দেশ নয়, মানবতার নির্দেশ মেনে চলুন।”

পেত্রোর পাশে দাঁড়িয়ে ছিলেন কিংবদন্তি ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর সংগীতশিল্পী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী রজার ওয়াটার্স। জাতিসংঘের ভেতরে নেতানিয়াহুর একঘরে অবস্থা আর বাইরে হাজারো মানুষের বিক্ষোভ—দুই চিত্রই একে অপরকে প্রতিফলিত করেছে। গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক চাপ যেমন বাড়ছে, তেমনি বিশ্বজুড়ে শ্রমিক ও সাধারণ মানুষও ক্রমেই জোরদারভাবে সংহতির মঞ্চে একত্রিত হচ্ছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া