রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫৯Abhijit Das
বুড়োশিব দাশগুপ্ত
নরেন্দ্র মোদিকে এখন সমর্থন জোগাড় করতে অন্যান্য দেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। কারণ দু’টি। এক, আমেরিকার বাজারে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং দুই, এইচ১-বি ভিসার ফি বৃদ্ধি করে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণ। মোদির জাপান এবং চীন সফর, শাংহাইয় কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া, চীন এবং ভারত একত্রিত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় কেউ কেউ ট্রাম্পের মনোভাব নরম হতে দেখেছেন। আমরা দেখতে পেয়েছি যে মার্কিন রাষ্ট্রপতি তাঁর ‘ভাল বন্ধু’ নরেন্দ্রকে তাঁর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
কিন্তু কূটনীতি কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কখনও কখনও আমরা ট্রাম্পের পাগলামির মধ্যে কিছু অদ্ভুত কারণ খুঁজে পাই। সহজ কথায়, তিনি ভারত এবং চীনকে তাঁর কথা শুনতে বাধ্য করতে চান। তিনি চান ভারত তার কৃষি বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করুক। যা ভারত অনুমোদন করবে না যাতে দেশ খাদ্যের প্রয়োজনে আবার বহিরাগতদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। ট্রাম্পও চান না যে মোদি রাশিয়া থেকে তেল কিনুক, যা মোদি শুনবেন না। ভারতের স্বাভাবিকভাবেই তার পণ্য কেনার জন্য তার বাজার বেছে নেওয়ার অধিকার রয়েছে। ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি এই বছরের শেষের দিকে কোয়াড (QUAD) বৈঠকে ভারতে যোগ দেবেন না। তিনি ভুলে গিয়েছেন যে আমেরিকার ঘোষিত শত্রু ভারত নয়, বরং চীন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবিলার জন্য ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কোয়াড গঠিত হয়েছে।
আরও পড়ুন: আমেরিকার বাজারের বিকল্প খুঁজতে হবে ভারতকে
বিশ্বের যে কোনও জায়গায় তেলের ভান্ডারের দিকে সকল দেশের নজর থাকে এবং দক্ষিণ চীন সাগরে বিশাল তেলের ভান্ডার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটিকে ‘চীন’ সাগর বলা হয়েছে, তাই চীন এই অঞ্চলটিকে নিজের বলে দাবি করে। যেহেতু এটি ভারত মহাসাগরের একটি সম্প্রসারিত অংশ, তাই ভারতও এই অংশটিকে তার নিজের বলে দাবি করে। এবং যেহেতু এটি প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে, তাই বিশ্ব (পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া) দাবি করে যে এটি তাদেরও। আমেরিকার সহায়তায় ভারতীয় নৌবাহিনী মাঝেমধ্যে সেখানে নৌ-মহড়া চালায়। চীন কড়া নজর রাখে।
ট্রাম্প পুতিনের সঙ্গে বন্ধুত্ব পাতার চেষ্টা করেছিলেন। তাতে কাজ হয়নি। তিনি চীনের সঙ্গে ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন। তাও ব্যর্থ হয়েছে। তিনি ক্ষুব্ধ যে ভারতের মতো ‘নরম’ নিশানাও কঠোর আচরণ করছে। যদিও ভারত চীনকে বন্ধুত্বপূর্ণ প্রস্তাব দিচ্ছে- পর্যটকদের এখন মানস সরোবর ও তিব্বতে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। ভারত নীরবে ভারত মহাসাগর অঞ্চলে বিকল্প বাণিজ্য রুট তৈরি করছে। ভারতকে ঘিরে ফেলার জন্য চীনের ‘স্ট্রিং অফ পার্ল’ কৌশল মোকাবিলা করার জন্য, ভারত তার ‘ডায়মন্ড নেকলেস’ কৌশল তৈরি করছে। চাবাহার বন্দর ব্যবহার করার জন্য ইরানের সঙ্গে চুক্তি হল গোয়াদরের মাধ্যমে চীন-পাকিস্তান বাণিজ্য পথকে এড়িয়ে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যে প্রবেশের একটি কৌশল। ভারত মলদ্বীপ এবং সেশেলসকে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে যাতে সেখানে তাদের অবস্থান তৈরি করা যায়। যা সমুদ্রের উপর নজরদারি করতে সহায়তা করবে।

১৯৮০-এর দশকে চীন এবং ভারত অর্থনৈতিক অগ্রগতির দিক থেকে সমান ছিল। কিন্তু আজ, সামরিক ও অর্থনৈতিকভাবে চীন ভারতের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী। তারা ভারতের চেয়ে দশ বছর আগে অর্থনৈতিক উদারীকরণ শুরু করেছিল এবং একটি সুপার পাওয়ার হওয়ার জন্য সঠিক জায়গায়- যেমন, শিক্ষা ও গবেষণা, অবকাঠামো এবং প্রযুক্তিতে বিনিয়োগ করেছিল। চীন প্রতিরক্ষা খাতে ২৪৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করে, যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭২.৬ বিলিয়ন ডলার। যার মধ্যে চীন নৌবাহিনীতে ৩০ শতাংশ ব্যয় করে, যেখানে ভারতে ব্যয় প্রায় ২০ শতাংশ। এই বিশাল অসম খেলার ক্ষেত্রে, ভারতকে টিকে থাকার জন্য আরও কঠোর এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।
ভারতের জন্য এটা মোটেও স্বাচ্ছন্দ্যকর নয় যে তার চারদিকে ‘ড্রাগন’ নিঃশ্বাস ফেলুক। আর ঠিক এটাই ঘটছে। বাংলাদেশ তার চট্টগ্রাম বন্দর চীনের সঙ্গে ভাগাভাগি করছে। হাম্বানটোটা বন্দরে শ্রীলঙ্কা এবং গোয়াদর বন্দরে পাকিস্তানও তাই। এটি স্থল ও সমুদ্রপথে বাণিজ্যের জন্য নতুন সিল্ক রুট (ওয়ান বেল্ট, ওয়ান রোড ইনিশিয়েটিভ) তৈরির চীনের উচ্চাকাঙ্ক্ষার অংশ। ইউরোপে যাওয়ার রাস্তা তৈরির জন্য পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের কিছু অংশ চীনের কাছে হস্তান্তর করেছে। মায়ানমার এবং সম্প্রতি নেপালের অস্থিরতা ভারতের জন্য খুব একটা স্বাচ্ছন্দ্যকর নয়।
আমেরিকার সঙ্গে সম্পর্কের বিপর্যয়ের ভারসাম্য বজায় রাখার জন্য ভারতকে পূর্ব দিকে আরও বেশি করে ডানা ছড়িয়ে দিতে হবে। কিন্তু এখানে চীনের চ্যালেঞ্জ ভয়াবহ। স্থল ও সমুদ্র উভয় স্থানেই এর উপস্থিতি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?