সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বুধবার লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভকারীদের বিক্ষোভ ক্রমে সহিংস হয়ে ওঠে। এই হিংসা কমপক্ষে চারজন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন। লেহ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিক্ষোভের সময় স্থানীয় বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে। লেহ লাদাখে কেন্দ্রীয় প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩ এর ১৬৩ ধারার অধীনে কার্ফু জারি করেছে। লেহ-তে বিক্ষোভ এবং সমাবেশ নিষিদ্ধ করে।

লেহ অ্যাপেক্স বডি (LAB) এর যুব শাখার ডাকা এই বিক্ষোভ কর্মসূচিটি লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে অন্তর্ভুক্তির দাবিতে চলতে থাকা প্রতিবাদের অংশ ছিল। পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর থেকে অনশনরত ১৫ জনের মধ্যে দু’জনকে স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে স্থানান্তরিত করার পর বুধবার বন্ধের ডাক দেওয়া হয়। মঙ্গলবার ওয়াংচুক তার ১৫ দিনের অনশন শেষ করেন এবং সমর্থকদের হিংসা এড়াতে আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালীন একদল যুবক পাথর ছুঁড়ে মারতেই উত্তেজনা আরও বেড়ে যায়। এর পরেই পুলিশ পদক্ষেপ করতে বাধ্য হয়। পরে বিক্ষোভকারীরা লেহ-তে বিজেপি অফিসের বাইরে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আরও অশান্তি রোধ করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
তাঁর সমর্থকদের উদ্দেশে ওয়াংচুক শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “আমি যুবকদের অগ্নিসংযোগ ও সংঘর্ষ বন্ধ করার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের অনশন শেষ করছি এবং আমি প্রশাসনকে কাঁদানে গ্যাস ব্যবহার বন্ধ করার জন্য অনুরোধ করছি। হিংসায় প্রাণহানি হলে কোনও অনশন সফল হয় না।” লাদাখের ঘটনাবলীর সর্বশেষ মোড় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াংচুক বলেন যে তাঁর শান্তির বার্তা ব্যর্থ হয়েছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা সেশ পল বৈদ জনগণের কাছে শান্তির আবেদন জানিয়ে বলেন, সহিংসতা কারও উপকারে আসবে না। এক্স হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন, “লেহ, লাদাখে হিংসার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। কিন্তু এর জন্য দায়ী কে? জম্মু কয়েক দশক ধরে রাজ্যের দাবি করে আসছে, তবুও তারা কখনও হিংসার আশ্রয় নেয়নি। আমার লাদাখি ভাইবোনদের কাছে আমার আন্তরিক আবেদন: হিংসা সমাধান নয়।”

উল্লেখযোগ্যভাবে, লাদাখের রাজ্যের মর্যাদার সমর্থকদের যুক্তি, এই অঞ্চলের পরিবেশ, অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর উপজাতি জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য এই ধরনের সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কেন্দ্রের কাছে এই দাবিগুলি চাপিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।
দিনব্যাপী অস্থিরতার কারণে রবিবার থেকে শুরু হওয়া চার দিনের বার্ষিক লাদাখ উৎসবের সমাপ্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন ‘অনিবার্য পরিস্থিতি’ উল্লেখ করে স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক গোষ্ঠী, পর্যটক এবং জনসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
৫ আগস্ট, ২০১৯-এর আগে পর্যন্ত লাদাখ জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল। ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে। যা সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে আসে। লাদাখের বাসিন্দারা যাঁরা জম্মু থেকে বিচ্ছিন্ন হয়ে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন তাঁরাই এখন রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, “লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়নি, তারা ২০১৯ সালে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার খুশি উদযাপন করেছে। তারা এখন বিশ্বাসঘাতকতা ও ক্ষুব্ধ বোধ করছে। এখন কল্পনা করার চেষ্টা করুন যে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি যখন অপূর্ণ থাকে, তখন আমরা কতটা বিশ্বাসঘাতকতা ও হতাশ বোধ করি, যদিও আমরা গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং দায়িত্বশীলভাবে এটি দাবি করে আসছি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?