রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

This is how can old toxic Relationship affect new found love

লাইফস্টাইল | পুরোনো সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা নতুন প্রেমেও যন্ত্রণার কারণ? অতীত আর বর্তমানের দ্বন্দ্ব এড়াবেন কীভাবে?

আকাশ দেবনাথ | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আমাদের জীবনের পথচলা অনেকটা নদীর মতো, কখনও শান্ত, কখনও বা উত্তাল। এই চলার পথে কত মানুষের সঙ্গে দেখা হয়, সম্পর্ক গড়ে ওঠে। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়, আবার কিছু সম্পর্ক কালের নিয়মে হারিয়ে যায়। কিন্তু হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া সম্পর্কের ক্ষত অনেক সময় আমাদের অজান্তেই নতুন সম্পর্কের উপর এক দীর্ঘ ছায়া ফেলে। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা, না বলা কথা আর জমে থাকা অভিমান বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকেও বিষিয়ে তুলতে পারে। কিন্তু এই ছায়া থেকে মুক্তির উপায় কী?

প্রথমেই বোঝা দরকার, পুরোনো সম্পর্কের খারাপ ছায়া ঠিক কীভাবে নতুন সম্পর্কে প্রভাব ফেলে। এর অন্যতম প্রধান কারণ হল বিশ্বাসের অভাব। আগের সম্পর্কে যদি কেউ প্রতারণার শিকার হন, তবে নতুন সঙ্গীকে পুরোপুরি বিশ্বাস করা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। নতুন সঙ্গীর সাধারণ আচরণ, যেমন ফোনে কথা বলা বা কারও সঙ্গে একটু বেশি মেলামেশা করা, মনে সন্দেহের বীজ বুনে দিতে পারে। অবচেতন মন বার বার সতর্ক করে, “এবারও কি তেমনটাই হবে?” এই অহেতুক সন্দেহ ও অবিশ্বাসই একটা সুন্দর সম্পর্কের দেওয়ালে প্রথম ফাটল ধরায়।

দ্বিতীয়ত, তুলনা করার প্রবণতা। মানুষ স্বভাবগতভাবেই তুলনা করতে ভালবাসে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই তুলনা মারাত্মক হতে পারে। প্রাক্তনের সঙ্গে নতুন সঙ্গীর তুলনা, তা সে ভাল হোক বা খারাপ- দুই-ই বর্তমান সম্পর্কের জন্য স্বাস্থ্যকর নয়। “ও তো এমনটা করত” বা “ও তোমার মতো ছিল না”- এই ধরনের ভাবনাগুলো নতুন সঙ্গীর মনে হীনম্মন্যতা তৈরি করতে পারে। প্রতিটি মানুষ স্বতন্ত্র, তাদের ভালবাসার প্রকাশভঙ্গিও ভিন্ন। এই সহজ সত্যটা মেনে না নিতে পারলে সম্পর্কের জটিলতা বাড়বেই।

 

অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া ভয়ও একটি বড় সমস্যা। পুরোনো সম্পর্কে আঘাত পেতে পেতে অনেকের মধ্যেই একটা ভয় বাসা বাঁধে। তাঁরা নতুন সম্পর্কে নিজেদের সম্পূর্ণ সঁপে দিতে পারেন না। বার বার মনে হয়, আবার যদি একই পরিণতি হয়? এই ভয় থেকে তাঁরা নিজেদের গুটিয়ে নেন, মনের কথা খুলে বলেন না। ফলে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে থাকে, যা আদতে সম্পর্ককে আরও দুর্বল করে দেয়।

তবে এই সমস্যা থেকে মুক্তির উপায়ও আছে।

 

সর্বপ্রথম প্রয়োজন আত্ম-বিশ্লেষণ এবং অতীতকে গ্রহণ করা। যা হয়ে গেছে, তা বদলানো সম্ভব নয়। তাই পুরোনো সম্পর্কের ব্যর্থতার জন্য নিজেকে বা অন্যকে ক্রমাগত দোষারোপ না করে, তা থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। কেন সম্পর্কটা ভেঙেছিল, ভুলগুলো কী ছিল- এইসব ঠাণ্ডা মাথায় ভাবলে ভবিষ্যৎ চলার পথটা মসৃণ হয়।

 

নতুন সম্পর্কে সম্পূর্ণ সৎ থাকাটা অত্যন্ত জরুরি। নিজের অতীত, মনের ভয় বা আশঙ্কার কথা সঙ্গীকে খুলে বলুন। এতে তিনি আপনাকে আরও ভালভাবে বুঝতে পারবেন এবং আপনার দুর্বল মুহূর্তে আপনার পাশে থাকতে পারবেন। খোলামেলা আলোচনা অনেক অহেতুক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করে। মনে রাখতে হবে, সম্পর্কটা দুজনের। তাই অতীতের ছায়ার বিরুদ্ধে লড়াইটাও একার নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্তমানকে গুরুত্ব দেওয়া। নতুন সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করুন, তাঁর ভাল দিকগুলোর প্রশংসা করুন। অতীতকে আঁকড়ে ধরে বর্তমানের আনন্দকে মাটি হতে দেবেন না। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতেও দ্বিধা করা উচিত নয়।

সম্পর্ক অনেকটা গাছের মতো, যত্নে লালন করতে হয়। অতীতের আগাছা যদি সেই গাছকে বাড়তে না দেয়, তবে সেই আগাছা উপড়ে ফেলাটাই শ্রেয়। পুরোনো ক্ষতকে শুকিয়ে নতুন করে শুরু করার মধ্যেই জীবনের সার্থকতা লুকিয়ে রয়েছে। অতীতের ছায়া নয়, বর্তমানের আলোতেই আগামীর পথ খুঁজে নিতে হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া