রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ট্র্যাফিক এড়াতে আন্ডারপাস দিয়ে যাওয়ার কথা বলায় মহিলা যাত্রীদের অকথ্য গালিগালাজ, রড নিয়ে তাড়া এমনকী খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক উবার চালকের বিরুদ্ধে। গুরুগ্রামের বাসিন্দা একদল মহিলার সঙ্গে নয়ডায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ‘r/Gurgaon’ নামের একটি রেডিট গ্রুপে পোস্ট করে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ওই মহিলাদেরই একজন।
‘উবার চালক গালিগালাজ করেছে, মারার জন্য রড বের করেছে এবং খুনের হুমকি দিয়েছে’- এই শিরোনামে পোস্টটি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, চালক হুমকি দিয়ে বলেন, “এর জন্য জেলে যেতে হলেও আমি আপনাদের খুন করব।”
চালক ও গাড়ির নম্বর-সহ বিশদ বিবরণ দিয়ে ওই মহিলা জানান, ঘটনাটি ঘটে যখন তাঁরা নয়ডার বোটানিক্যাল গার্ডেন থেকে অফিসে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেন। তিনি আরও যোগ করেন যে, তাঁরা প্রতিদিন এই একই রাস্তা দিয়ে যাতায়াত করেন। যাত্রাপথে ট্র্যাফিক থাকায় সামনের আসনে বসে থাকা তাঁর এক বন্ধু চালককে ইউ-টার্ন না নিয়ে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করেন।
অভিযোগ, এরপরেই চালক অভদ্র ভাবে বলে ওঠেন, “চুপ করে থাকুন, আমি শুধু ম্যাপ দেখেই চালাব।” তাঁকে ভদ্র ভাবে কথা বলতে বলায় তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পোস্ট অনুযায়ী, চালক চিৎকার করে বলেন, “আপনারা কারা? আপনাদের মত দশ জন আমার অধীনে কাজ করে।”
মহিলাদের দাবি, তাঁরা চালককে গাড়ি থামাতে বললে, চালক গাড়ি থেকে নামার আগে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য জোর করেন। তাঁরা টাকা দিতে অস্বীকার করলে, চালক গাড়ি থামিয়ে নামেন। এরপর গাড়ির ডিকি খুলে একটি সাদা রঙের রড বের করে তাঁদের হুমকি দিতে থাকেন।
পোস্টটিতে লেখা হয়েছে, “আমি যখন ওঁর ভিডিও করতে শুরু করি, উনি আমাকে মারার জন্য তেড়ে আসেন। এটা অত্যন্ত ভয়াবজ ছিল। কারণ ওখানে আমরা কেবল কয়েকজন মেয়েই ছিলাম এবং কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। উল্টে পথচলতি মানুষ হাসাহাসি করছিল। আমার বন্ধুরা ভয়ে কাঁদছিল।”
মহিলার অভিযোগ, পুলিশের থেকেও কোনওরকম সাহায্য মেলেনি। তিনি লেখেন, “প্রথমে তাঁরা ফোনই তোলেনি। ভাবুন, এই লোকটি যদি রাতে কোনও একটি মেয়েকে একা নিয়ে ক্যাবে যেত! আমার দৃঢ় বিশ্বাস, উনি হয় মত্ত অবস্থায় ছিলেন।” মহিলাদের রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত চালক অকথ্য গালিগালাজ করতে করতে একটি সাদা রড গাড়িতে রাখছেন।
উবার চালকদের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও গুজরাটের এক মহিলা অভিযোগ করেছিলেন যে এগারো মিনিট দেরির কারণে রাইড বাতিল করতে বলায় এক চালক তাঁকে গালিগালাজ করেন। এরপর তিনি লিঙ্কডইন পোস্টে চালকের পাঠানো সেই বার্তার স্ক্রিনশটও ভাগ করে নিয়েছিলেন।
তবে এহেন পোস্টগুলিতে উবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?