রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | আবারও নাতনি! নাতির আশা না মেটায় চরম পদক্ষেপ ঠাকুমার, ৪ মাসের শিশুকন্যার শ্বাসরোধ করে খুন

পল্লবী ঘোষ | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ছেলের আবারও মেয়ে হল! পরপর দুই কন্যাসন্তানের জন্মের পর মনে মনে ক্ষুব্ধ ছিল ঠাকুমা। বৃদ্ধা নাতির আশা করেছিল‌। আশা পূরণ না হওয়ায় চার মাসের নাতনিকেই খুন করল‌। সবার অলক্ষ্যে নাতনির শ্বাসরোধ করে খুনের কথা সে নিজেই স্বীকার করে নিয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, বারখেদি গ্রামেই এক বৃদ্ধা তার চার মাসে নাতনিকে শ্বাসরোধ করে খুন করেছে। নাতনিকে তার পছন্দ ছিল না। কিন্তু তিনি চেয়েছিলেন সংসারে নাতি আসুক। সেই কারণেই নাতনিকে খুন করেন বৃদ্ধা। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বৃদ্ধার নাম মীনাবাই আসওয়ারে। গত শুক্রবার বাড়ির পিছনে দোলনায় ঘুমিয়ে পড়েছিল চার মাসে শিশুকন্যা। ঘুমন্ত শিশুকন্যার মুখে তোয়ালে চেপে ধরে বৃদ্ধা শ্বাসরোধ করে খুন করে। সেই সময়েই শিশুকন্যার মা ঘরের ভিতরে কাজে ব্যস্ত ছিলেন। 

 

শিশুকন্যাকে খুনের পর ওই বৃদ্ধা একটি ব্যাগের মধ্যে দেহ ভরে, শুকনো কুয়োয় ফেলে দেয়। কিছুক্ষণ পরেই শিশুকন্যার নিখোঁজের খবরে গ্রামে শোরগোল পড়ে। তড়িঘড়ি পরে পরিবার ও গ্রামবাসীরা পুলিশে খবর দেন। শিশুকন্যাকে খোঁজাখুঁজির সময়েই তার ঠাকুরদা কুয়োর মধ্যে একটি ব্যাগ দেখতে পান। কিন্তু সেই সময় বৃদ্ধা তার স্বামীকে বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। সে জানায়, ওই ব্যাগে মাসিকের নোংরা কাপড় রাখা আছে। 

 

তিনদিন পর সেই কুয়ো থেকে ব্যাগটি উদ্ধার করে শিশুকন্যার দেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মৃত শিশুকন্যার বাবা জানিয়েছেন, খুনের তিনদিন পর বৃদ্ধা খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে। তিনিও কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশি জেরায় বৃদ্ধা খুনের কথা স্বীকার করে নেয়। সে আরও জানায়, পরিবারে দ্বিতীয় কন্যাসন্তানের আগমনের পর সে খুশি ছিল না। মন থেকে নাতনিকেও মেনে নিতে পারেনি। সে চেয়েছিল, ছেলের দ্বিতীয় সন্তান ছেলে হোক। 

 

আরও পড়ুন: আবহাওয়ার ভয়াল রূপ, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির আশঙ্কা! কলকাতা সহ সাত জেলায় কমলা সতর্কতা জারি

 

প্রসঙ্গত, গত মাসেই আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবে। একের পর এক বিয়ে যুবতীর। কোনও বিয়েই টিকল না বেশিদিন।‌ কারণ, কারও থেকেই মনের মতো যৌনসুখ পাননি। অবশেষে জড়িয়ে পড়েন বিবাহবহির্ভূত সম্পর্কে। প্রেমের টানে ঘর ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর। এদিকে পিছুটান ছিল একমাত্র সদ্যোজাত কন্যাসন্তান। 

 

দীর্ঘ পরিকল্পনার পর বাড়িতে বাবা, মায়ের কাছে সদ্যোজাত সন্তানকে রেখেই প্রেমিকের হাত ধরে পালিয়ে যান যুবতী। তাঁর ধারণা, বাবা, মা নিশ্চয়ই মেয়ের ঠিকমতো দেখভাল করবেন। কিন্তু দিন কয়েক পরেই কোলের সন্তানের চরম পরিণতির কথা শুনে শিউরে উঠলেন। সদ্যোজাত নাতনির দেখভাল তো দূরের কথা, তার মায়ের উপর বিরক্ত হয়ে, মাত্র ছয় মাস বয়সি নাতনিকে খুন করল দাদু ও দিদিমা। নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশের চোখ ছানাবড়া হয়ে গেছে। যা ঘিরে এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি পাঞ্জাবের জলন্ধর জেলায়। জলন্ধরের পুলিশ আধিকারিক সর্বজিৎ সিং রাই জানিয়েছেন, ছয় মাসের সদ্যোজাত কন্যাকে খুন করার অভিযোগ উঠেছে তার দাদু ও দিদিমার বিরুদ্ধে। কারণ, সদ্যোজাত কন্যাসন্তানের মায়ের কুকীর্তি সহ্য করতে পারেনি তাঁর পরিবার। মায়ের কুকীর্তির জেরে চরম পরিণতি হল ছয় মাসের কন্যাসন্তানের। 

 

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, যুবতী এর আগে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কোনও বারেই সংসারে টিকে থাকতে পারেননি। তৃতীয়বার বিয়ের পরেও সুখী ছিলেন না যুবতী। তিনবার বিয়ের পরেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কন্যাসন্তানের জন্মের পরেই নতুন প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার আগে নিজের বাড়িতেই বাবা, মায়ের কাছে কন্যাসন্তানকে রেখে দিয়ে গিয়েছিলেন। যুবতীর ধারণা ছিল, তাঁর অবর্তমানে মেয়ের যত্ন নেবেন বাবা, মা। মেয়েকে মানুষ করে তুলবেন তাঁরা। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটা। 

 

মায়ের অনুপস্থিতিতে দিনরাত কান্নাকাটি করত শিশুকন্যা।‌ তাকে সামলাতে হিমশিম খেতেন বৃদ্ধ দাদু ও দিদিমা। নাতনির কান্না আর সহ্য করতে পারছিলেন না তাঁরা। অবশেষে রাগের মাথায় সদ্যোজাত নাতনিকে খুন করেন বৃদ্ধ দম্পতি। শ্বাসরোধ করে নাতনিকে খুন করেন তাঁরা। এরপর ওই এলাকায় হাইওয়ের ধারে এক কালভার্টের মধ্যে নাতনির নিথর দেহ ছুড়ে ফেলে, দুজনেই পালিয়ে যান। 

 

বৃদ্ধ দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। দীর্ঘ পুলিশি জেরায় নাতনিকে খুনের ঘটনাটি তাঁরা দুজনেই স্বীকার করে নেন। কোথায় দেহটি ফেলে দিয়েছিলেন, তাও জানিয়ে দেন। সেই ঘটনাস্থল থেকে সদ্যোজাত কন্যার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পরবর্তীতে। 

 

পুলিশ আধিকারিক সর্বজিৎ সিং রাই আরও জানিয়েছেন, ছয় মাসের নাতনিকে খুনের ঘটনায় তার দাদু ও দিদিমাকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।‌ ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে। শিশুকন্যার মাকেও এই ঘটনায় জেরা করবে পুলিশ। কী কারণে কন্যাসন্তানকে রেখে তিনি পালিয়ে গিয়েছিলেন, নাতনিকে খুনের নেপথ্যে আর কী কী কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া