রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | 'একদিন পাক অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, আমি ভারত', রাজনাথের মন্তব্যে কীসের ইঙ্গিত?

রজিত দাস | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সাফ বক্তব্য, কোনও আক্রমণ বা শক্তি প্রয়োগ ছাড়াই একসময় পাক অধিকৃত কাশ্মীর স্বতঃস্ফূর্তভাবে ভারতের সঙ্গে যুক্ত হবে। সোমবার মরক্কোয় ভারতীয় প্রবাসীদের উদ্দেশে বক্তৃতায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "পিওকে আমাদের হবেই। ইতিমধ্যেই সেখানকার মানুষ স্বাধীনতার দাবি তুলতে শুরু করেছেন। স্লোগানও উঠছে। পাঁচ বছর আগেই কাশ্মীরে সেনা-সমাবেশে আমি বলেছিলাম, আক্রমণ করে দখল করার প্রয়োজন হবে না। একদিন পিওকে নিজেই বলবে, ‘ম্যাঁ ভি ভারত হুঁ (আমরাও ভারতীয়)’। সেই দিন আসবেই।"

অপারেশন সিঁদুরের পর থেকেই বিরোধী শিবিরের একাংশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে ৭ মে- চাইলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারত ভারত। সুযোগ হাতছাড়া হয়েছে। ওই অভিযানে একাধিক পাক যুদ্ধবিমান ধ্বংস করার পর ভারতীয় বাহিনী বাড়তি সুবিধা পেয়েছিল বলেই দাবি। বিরোধীরা প্রশ্ন তোলে, এমন পরিস্থিতিতে কেন যুদ্ধবিরতি মানা হল?

রাজনাথ সিং বর্তমানে দু'দিনের মরক্কো সফরে রয়েছেন। সেখানে তিনি উদ্বোধন করবেন টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন কারখানা, যেখানে তৈরি হবে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম ৮x৮। আফ্রিকা মহাদেশে এটিই হবে প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র। এটাই প্রথমবার কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মরক্কো সফরে গিয়েছেন।

এই সফরে মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লুদিই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ সিং। ভারত ও মরক্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে। প্রতিরক্ষা প্রশিক্ষণ, শিল্পযোগ এবং নৌসেনা-সংযোগ আরও মজবুত করাই এই চুক্তির লক্ষ্য। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ নিয়মিতই কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর ফেলেছে।

আরও পড়ুন- এবার 'অপারেশন সিঁদুর' পর্ব দুই বা তিন, 'বেয়ারা' পাকিস্তানকে চরম সতর্কবাণী রাজনীথ সিংয়ের

পাক অধিকৃত কাশ্মীর
কাশ্মীরের ইতিহাস অনুযায়ী, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা করেন কাশ্মীরের রাজা হরি সিং। দূর্বল রাজার থেকে এই অঞ্চল ছিনিয়ে নিতে সেনা অভিযান শুরু করে পাকিস্তান। এই অবস্থায় কাশ্মীরকে বাঁচাতে ভারতের সাহায্য চান রাজা। হরি সিংয়ের সঙ্গে ভারতের সেই চুক্তির বলেই জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়। যদিও তার আগেই কাশ্মীরের অনেকটা অংশ অবৈধভাবে দখল করেছে পাকিস্তান। সেই সময় থেকে কাশ্মীরের ১৩,২৯৭ বর্গকিলোমিটার অঞ্চল পাকিস্তানের অধীনে। এই অঞ্চলের মধ্যে রয়েছে গিলগিট, বালটিস্তান, মিরপুর, মুজফফরাবাদের মতো অঞ্চলগুলি। সৌন্দর্যের দিক থেকে এই সব অঞ্চল চোখ ধাঁধিয়ে দিলেও পাকিস্তানের দৌলতে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে এইসব জায়গা। যা ভারতের জন্য বিশেষ মাথাব্যথা।

কূটনৈতিক দিক থেকে পাক অধিকৃত কাশ্মীরের গুরুত্ব
শুধু সৌন্দর্য নয়, কূটনৈতিক, সামরিক, আর্থনৈতিক দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের দখলে থাকা এই অঞ্চল। অধিকৃত কাশ্মীর পাকিস্তান ও চিনের সঙ্গে সীমান্তের ভাগ করে। এর একটা অংশ চিনকে লিজে দিয়ে রেখেছে পাকিস্তান। সেখান থেকে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি তৈরি করছে চিন। সিন্ধু নদের একটা বড় অংশ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের জন্য পানীয় ও চাষের জলের অন্যতম উৎস এই নদ। এই অঞ্চল ভারতের অধীনে চলে এলে বিরাট ধাক্কা খাবে চিনের সিপিইসি। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে চিনের আর সরাসরি সীমান্ত যোগ থাকবে না। আর্থিকভাবে কার্যত অন্ধ হয়ে যাবে শত্রু দেশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া