রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | আরএসএস-এর শতবর্ষে ভারত ভাবনা: কেন হিন্দুদেরই উচিৎ ভারতবর্ষকে শাসন করা? 

সৌরভ গোস্বামী | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ১৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ২০২৫ সালে পা রাখল তার শতবর্ষে। ১৯২৫ সালে কেশব বালিরাম হেডগেওয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি আজ ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে এক প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমতায় আরএসএসের ভূমিকা এবং তার দীর্ঘদিনের আদর্শগত  প্রচেষ্টার ফলাফল প্রকাশ্যে দৃশ্যমান। তবে আরএসএস আসলে কী ভাবনা বহন করে—তা বোঝার জন্য সংগঠনের দ্বিতীয় প্রধান এম. এস. গোলওয়াকরের গ্রন্থ Bunch of Thoughts বিশেষ গুরুত্বপূর্ণ।

গোলওয়াকর প্রায় ৩৩ বছর সংগঠনের প্রধান ছিলেন (১৯৪০-১৯৭৩)। তাঁর বক্তৃতা ও সাক্ষাৎকারের সংকলনই Bunch of Thoughts, যা একদিকে দার্শনিক, অন্যদিকে রাজনৈতিক দিকনির্দেশ হিসেবে বিবেচিত। গোলওয়াকর স্পষ্ট করেন যে, সংগঠনটির নাম রাখা হয়েছিল ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’। কারণ, তাঁর মতে, ‘রাষ্ট্রীয়’ মানেই হিন্দু। হিন্দুত্ব ছিল জাতীয়তার একমাত্র সত্তা। তিনি যুক্তি দেন, যদি ‘হিন্দু’ শব্দ ব্যবহৃত হতো, তবে তা ভারতীয় সমাজকে বহু সম্প্রদায়ের মধ্যে বিভক্ত বলে মান্য করত। অথচ হেডগেওয়ার এবং গোলওয়াকরের দৃষ্টিতে ভারত ছিল একক ও অবিভাজ্য হিন্দুরাষ্ট্র।

এখানে কংগ্রেস এবং মুসলিম লীগের সম্পর্ক নিয়ে গোলওয়াকর তীব্র আপত্তি জানান। তাঁর মতে, সাভারকার নেতৃত্বাধীন হিন্দু মহাসভা একসময় ভুল করেছিল যখন তারা কংগ্রেসকে মুসলিম লীগের সঙ্গে সমঝোতা না করতে বলেছিল, অথচ নিজেদের সেই ভূমিকায় দাঁড় করিয়েছিল। এতে মুসলিম সমাজকে সমান রাজনৈতিক মর্যাদা দেওয়া হয়েছিল, যা হিন্দুরাষ্ট্রের ধারণার পরিপন্থী।

আরও পড়ুন: দেশজুড়ে চালু জিএসটি ২.০: আম আদমির মুখে হাসি ফুটিয়ে সস্তা হল কোনগুলি, কীসের দাম বাড়ল?

ভারতের সাংবিধানিক কাঠামোতেও গোলওয়াকর অসন্তুষ্ট ছিলেন। তিনি মনে করতেন, ফেডারেল বা যুক্তরাষ্ট্র কাঠামো জাতীয় ঐক্যের পরিপন্থী। তাঁর দৃষ্টিতে, ভারতের জন্য সর্বোত্তম ব্যবস্থা হলো এককেন্দ্রিক সরকার। তাঁর যুক্তি ছিল, প্রশাসনিক দায়িত্ব বণ্টন করা যেতে পারে, কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র একটি কেন্দ্রীয় আইনসভায় থাকা উচিত। এতে গণতন্ত্রও রক্ষা পাবে, আবার জাতীয় ঐক্যও অটুট থাকবে।

তাঁর ভাবনায় ভারতের বিশ্বে অবদান একেবারেই আলাদা। পাশ্চাত্য সভ্যতা বিজ্ঞানে উন্নত হলেও, আত্মার জ্ঞান বা আধ্যাত্মিক বিজ্ঞানে তারা পিছিয়ে। গোলওয়াকরের মতে, খ্রিস্টধর্ম বা ইসলাম কেবল ঈশ্বরদূত বা শয়তানকে প্রত্যক্ষ করেছে, কিন্তু ভারতীয় ঋষি-মুনিরাই সরাসরি ঈশ্বরকে উপলব্ধি করেছেন। তাই ভারতের শক্তি হলো আধ্যাত্মিক জ্ঞান, যা বিশ্বকে পথ দেখাতে পারে।

কিন্তু গোলওয়াকরের দুঃখ ছিল, আধুনিক যুগে হিন্দু সমাজ পশ্চিমা ভোগবাদী চিন্তাধারার প্রভাবে নিজস্ব জ্ঞান ভুলে যাচ্ছে। তাঁর মতে, প্রগতিশীলতার নামে যৌন স্বাধীনতা, ভোগ-বিলাস, মদ্যপান, পারিবারিক শৃঙ্খলার অভাব এবং অবাধ সামাজিক মেলামেশা সমাজকে বিপথগামী করছে। এই সব কিছুতে প্রকৃত সুখ নেই, বরং আছে সামাজিক অবক্ষয়।

গোলওয়াকরের মতে, ব্যক্তিস্বাতন্ত্র্যকে দমিয়ে সমষ্টির মধ্যে আত্মসমর্পণ করাই প্রকৃত সুখের পথ। ব্যক্তির সত্তা বৃহত্তর জাতির মধ্যে মিশে গেলে সমাজের শৃঙ্খলা রক্ষা পাবে। আরএসএস তাই একদিকে হিন্দু ঐতিহ্য পুনর্জাগরণের চেষ্টা করে, অন্যদিকে আধুনিকতার নামে আগত বিপথগামী প্রভাবগুলিকে প্রতিহত করতে চায়।

শতবর্ষ উদ্‌যাপনের সময় আরএসএসের ভেতরে ও বাইরে আবারও আলোচনায় এসেছে Bunch of Thoughts—যেখানে একদিকে আছে আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের ধারণা, অন্যদিকে আছে রাজনৈতিক কেন্দ্রীকরণের আহ্বান। সমালোচকরা বলছেন, এই দর্শন ভারতের বহুত্ববাদী চরিত্রের পরিপন্থী, আবার সমর্থকরা মনে করেন এটি ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ করতে সাহায্য করেছে।

আজ আরএসএস যখন শতবর্ষের মাইলফলকে দাঁড়িয়ে, তখন তার অতীত ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নতুন করে বিতর্ক ও বিশ্লেষণ শুরু হয়েছে। ভারতীয় রাজনীতির মূলধারায় যে সংঘের প্রভাব ইতিমধ্যেই গভীর, তার দর্শন ভবিষ্যতে দেশের সমাজ ও সংবিধানকে কোন পথে নিয়ে যাবে—সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া