রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | আনন্দপুর কাণ্ডে গ্রেপ্তার কুখ্যাত আসামি ‘মিনি ফিরোজ’

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ২০Sourav Goswami

গোপাল সাহা: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত আসামি মোঃ ফেরোজ খান ওরফে ‘মিনি ফিরোজ’। আনন্দপুর কাণ্ডে সরাসরি জড়িত এই আসামিকে রবিবার সন্ধ্যা ৬টায় নয়া দিল্লির আজমেরি গেট এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। ফেরোজ খান (৩৭), পিতা মৃত ফিদা হুসেন, কলকাতার পশ্চিম চৌভাগা, গুলশান কলোনি এলাকার বাসিন্দা। এজাহারভুক্ত এই আসামিকে কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।

পুলিশ সূত্রে খবর, আনন্দপুর কাণ্ডের পর থেকেই ফেরোজ গা-ঢাকা দেয়। অভিযোগ, স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্ব, চাঁদাবাজি এবং একাধিক ফৌজদারি মামলার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। আনন্দপুর থানায় দায়ের হওয়া মামলায় ফেরোজ ছিল অন্যতম প্রধান অভিযুক্ত। ঘটনার পর থেকে সে বারবার আস্তানা বদল করে দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের বিশেষ টিম দিল্লি পুলিশের সহায়তায় রবিবার বিকেলে অভিযান চালায়। আজমেরি গেট রেলওয়ে স্টেশনের নিকটে ফেরোজকে ঘিরে ফেলে পুলিশ। তখন সে ভুয়ো পরিচয়ে আত্মগোপনের চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদে নিজের নাম গোপন রাখলেও পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। অবশেষে গ্রেপ্তার হয় ফেরোজ।

আরও পড়ুন: কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য এল সুখবর! গ্রিন লাইনে আরও মেট্রো পরিষেবা

কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ফেরোজকে কলকাতায় আনা হবে এবং মাননীয় আদালতে সশরীরে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরোজকে জেরা করে আনন্দপুর কাণ্ডের মূলচক্রীদের নাম বের করার চেষ্টা হবে। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে, ফেরোজের সঙ্গে অপরাধ জগতের একাধিক চক্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা এবং স্থানীয় এলাকায় ত্রাস সৃষ্টি করে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, গুলশান কলোনি এলাকায় ফেরোজ বহুদিন ধরেই আতঙ্কের আরেক নাম ছিল। তার দাপটে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেতেন না। পুলিশি তৎপরতায় ফেরোজ ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা। তদন্তকারীরা মনে করছেন, ফেরোজকে জেরা করলে আনন্দপুর কাণ্ডের আর্থিক যোগসূত্র এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মতো গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। আগামী দিনে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। আনন্দপুর কাণ্ডে গ্রেপ্তার এই আসামি ধরা পড়ায় পুলিশের একাংশ মনে করছে, মামলার অগ্রগতি ত্বরান্বিত হবে এবং মূলচক্রীদের গ্রেপ্তার করাও এখন কেবল সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আনন্দপুরের গুলশন কলোনিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। গুলি চলার অভিযোগও ওঠে। ওই ঘটনায় আগে চারজন গ্রেপ্তার হলেও, মূল অভিযুক্ত মিনি ফিরোজ অধরা থেকে যাওয়ায় প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে। দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, “ক্রিমিনাল যত বড়ই হোক, গ্রেপ্তার হবেই।” তাঁর সেই আশ্বাসের দু’দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ল মিনি ফিরোজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া