সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বুকার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক বনু মুশতাককে মাইসুরু দশেরা উৎসবের উদ্বোধন থেকে বিরত রাখার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি সুপ্রিম কোর্ট শুক্রবার সরাসরি খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ভারতের মতো এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে রাষ্ট্র-আয়োজিত অনুষ্ঠানে বাদ দেওয়া যায় না। আদালতের মতে, এটি সংবিধানবিরোধী এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল চেতনার পরিপন্থী।
এই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতা’র দ্বৈত বেঞ্চ তীব্র ভর্ৎসনা করে আবেদনকারীকে সংবিধানের প্রস্তাবনা (Preamble) পড়ার পরামর্শ দেন। বিচারপতি নাথ বলেন, “এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান… রাষ্ট্র ধর্মের ভিত্তিতে A, B বা C কে আলাদা করতে পারে না। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না।”
আবেদনকারী এইচ.এস. গৌরব দাবি করেছিলেন, দশরা উৎসবের রিবন-কাটা অনুষ্ঠানটি হয়তো ধর্মনিরপেক্ষ কাজ, কিন্তু চামুণ্ডেশ্বরী মন্দিরে উদ্বোধনী পূজা একটি “অপরিহার্য ধর্মীয় প্রথা” (essential religious practice), যা কোনো অ-হিন্দু করতে পারেন না। তাঁর বক্তব্য, একজন মুসলিম লেখিকা বনু মুশতাককে সেই পূজায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি হিন্দু ধর্মীয় প্রথাকে ক্ষুণ্ণ করছে।
কিন্তু বেঞ্চ এই যুক্তিকে মানতে নারাজ হয়। আদালত স্পষ্ট জানায়, এ ধরণের ভেদাভেদ ভারতের সংবিধান সমর্থন করে না। এর আগে গত ১৫ সেপ্টেম্বর কর্ণাটক হাইকোর্টও একই যুক্তিতে গৌরবের আবেদন খারিজ করেছিল। হাইকোর্ট জানিয়েছিল, বনু মুশতাক একজন কৃতী ব্যক্তিত্ব এবং ভিন্ন ধর্মাবলম্বী কোনো ব্যক্তির অন্য ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা কোনো সাংবিধানিক অধিকারের বিরোধিতা করে না।
সুপ্রিম কোর্টের এদিনের রায় স্পষ্টভাবে পুনরায় মনে করিয়ে দিল যে, ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানের “মূল বৈশিষ্ট্য” (basic feature)। কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য (১৯৭৩) এবং এস.আর. বোম্মাই বনাম ভারত সরকার (১৯৯৪)-এর মতো ঐতিহাসিক মামলায় এই নীতি প্রতিষ্ঠিত হয়েছে। বিচারপতিদের মতে, রাষ্ট্রের দায়িত্ব সব ধর্মের প্রতি সমান আচরণ করা এবং কোনো নাগরিককে তার ধর্মবিশ্বাসের কারণে রাষ্ট্রীয় দায়িত্ব বা অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত না রাখা।
বনু মুশতাক কর্ণাটকের মাটিতে জন্ম নেওয়া এক প্রথিতযশা লেখিকা। তাঁর উপন্যাস River of Red Earth আন্তর্জাতিক মহলে বিপুল প্রশংসা কুড়িয়েছে এবং ২০২১ সালে তিনি বুকার পুরস্কারে ভূষিত হন। সামাজিক অন্তর্দৃষ্টি, নারীর অভিজ্ঞতা, প্রান্তিক জীবনের বয়ান এবং আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রশ্ন তাঁর লেখায় বিশেষভাবে প্রতিফলিত হয়। মুশতাককে কর্ণাটকের এক ‘সাংস্কৃতিক সেতুবন্ধন’ হিসেবেও মনে করা হয়, যিনি স্থানীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন। তাঁকে মাইসুরু দশরার উদ্বোধনে আমন্ত্রণ জানানোকে রাজ্য সরকার একদিকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর নিদর্শন হিসেবে তুলে ধরেছে, অন্যদিকে কর্ণাটকের বহুত্ববাদী ঐতিহ্যের প্রতীক হিসেবেও প্রচার করছে।
আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে এটি ধর্মীয় সহাবস্থানকে উৎসাহিত করে, অন্যদিকে রাজনৈতিক স্বার্থে উৎসবকে ধর্মীয় বিভাজনের হাতিয়ার করার প্রবণতারও কঠোর সমালোচনা করে। এদিনের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আবারও স্পষ্ট করে দিল—ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকাঠামোয় সংবিধান-প্রদত্ত অধিকার ও মূল্যবোধই সর্বাগ্রে, কোনো সম্প্রদায়ের সংকীর্ণ ব্যাখ্যা নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?