সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতি নিয়ে আজ আর নতুন করে বলার কিছু নেই। তবে সাম্প্রতিক এক গবেষণায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্লাস্টিকের বোতলের জল মানুষের স্বাস্থ্যের জন্য যে ঝুঁকি তৈরি করছে, তা এখনও পর্যাপ্তভাবে গবেষণা করা হয়নি।
পরিবেশবিদ সারাহ সাজেদির জীবনের মোড় ঘুরে যায় থাইল্যান্ডের ফি ফি দ্বীপপুঞ্জ সফরে। আন্দামান সাগরের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে তিনি যখন নিচে তাকান, পায়ের নিচে পড়ে থাকা অসংখ্য প্লাস্টিকের টুকরো এবং বিশেষ করে জলের বোতল দেখে স্তম্ভিত হয়ে যান। সেই থেকেই প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে কাজকে তিনি জীবনের লক্ষ্য করে তোলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে প্রকাশিত একটি গবেষণা Journal of Hazardous Materials-এ ছাপা হয়েছে, যেখানে মূল ফোকাস ছিল একবার ব্যবহারযোগ্য জল বোতল।
আরও পড়ুন: ভাইরাস নিয়ে আর ভয় নেই, পথ দেখাল এআই
গবেষণায় বলা হয়েছে, প্লাস্টিকের বোতল আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। সাজেদি ও তাঁর সহলেখকরা মোট ১৪১টি বৈজ্ঞানিক প্রবন্ধ বিশ্লেষণ করেন, যাতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক মানুষের শরীরে কী প্রভাব ফেলছে তার তথ্য সংগ্রহ করা হয়।
একজন মানুষ বছরে গড়ে ৩৯,০০০ থেকে ৫২,০০০টি প্লাস্টিক কণা শরীরে গ্রহণ করছে। যারা বোতলের জল বেশি পান করেন, তাঁদের ক্ষেত্রে এই সংখ্যা আরও বাড়ে—প্রায় ৯০,০০০ বেশি কণা। সাজেদির সতর্কবাণী আরও স্পষ্ট: “জরুরি অবস্থায় বোতলের জল ঠিক আছে, কিন্তু নিয়মিত ব্যবহার মোটেও নিরাপদ নয়। এটি হঠাৎ বিষক্রিয়ার সমস্যা নয়, বরং দীর্ঘমেয়াদি ধীরে ধীরে জমে ওঠা ক্ষতির ঝুঁকি।”
গবেষণায় বলা হয়েছে, নিয়মিত মাইক্রোপ্লাস্টিক গ্রহণ শরীরে নানা দীর্ঘমেয়াদি রোগের সঙ্গে যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্টজনিত রোগ, প্রজনন সমস্যা, স্নায়ুতন্ত্রের ক্ষতি, ক্যান্সারের ঝুঁকি। অন্য গবেষণাতেও দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক পৃথিবীর গভীরতম সমুদ্রখাত থেকে শুরু করে অ্যান্টার্কটিকার মতো নির্জন স্থানেও ছড়িয়ে পড়েছে। অর্থাৎ, এই সমস্যা গোটা বিশ্বের এবং এড়ানো প্রায় অসম্ভব।
অবশ্য বোতলজাত জল শিল্প নিজেদের অবস্থান রক্ষা করছে। আন্তর্জাতিক বোতলজাত জল সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের মতো সমস্যায় জর্জরিত আধুনিক সমাজে বোতলজাত জল একটি “নিরাপদ ও স্বাস্থ্যকর বিকল্প।” তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ কলের জল নিরাপদ হলে বোতলের জল তার চেয়ে কোনও বাড়তি পুষ্টিগুণ দেয় না, বরং বাড়তি ঝুঁকি যোগ করে—মাইক্রোপ্লাস্টিকের। পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে পরিবেশেও বিশাল ক্ষতি করে।
এই গবেষণার বিশেষত্ব হল, এটি মেটা-অ্যানালাইসিস—অর্থাৎ একাধিক গবেষণার তথ্য একত্র করে বড় চিত্র তুলে ধরা। ফলে এর সিদ্ধান্তগুলো আরও শক্ত ভিত্তির উপর দাঁড়ানো। তবুও লেখকেরা স্বীকার করেছেন, প্লাস্টিক বোতলের সরাসরি প্রভাব নিয়ে এখনও বহু গবেষণার ঘাটতি আছে, অথচ এর ব্যবহার প্রতিদিনই বাড়ছে।
প্রথমত, প্রয়োজন না হলে প্লাস্টিক বোতলজাত জল ব্যবহার না করা। পরিবর্তে কাচ বা ধাতব বোতল ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, দৈনন্দিন জীবনে যতটা সম্ভব প্লাস্টিক কম ব্যবহার করা, যাতে ঘরে ও পরিবেশে মাইক্রোপ্লাস্টিক দূষণ কমে। জরুরি প্রয়োজনে বোতলের জল উপকারী হলেও, প্রতিদিনের জীবনে এর ব্যবহার মানুষের শরীরে ধীরে ধীরে বিষ ঢালছে। এখনই সচেতন না হলে এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?