রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | নেপালে ৮ সেপ্টেম্বরের রক্তক্ষয়ী ঘটনার পর সংবিধান রক্ষার লড়াই 

সৌরভ গোস্বামী | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  নেপালে ৮ সেপ্টেম্বরের ভয়াবহ হিংসার  পর রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। প্রধান দুই রাজনৈতিক দল—নেপালি কংগ্রেস (NC) ও ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট (UML)—যাদের শাসনামলেই এই হত্যাকাণ্ড ঘটেছিল, তারা কয়েক দিনের জন্য ছত্রভঙ্গ হয়ে পড়ে। দলীয় নেতারা গোপনে চলে যাওয়ায় কার্যত রাষ্ট্রীয় ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল, সেনাবাহিনী ও তরুণ প্রজন্মের ‘জেন জেড’ আন্দোলনের প্রতিনিধিরা মিলিতভাবে সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পথে অগ্রসর হন।

শুরুতে আশঙ্কা করা হচ্ছিল যে, এককভাবে জেন জেড গোষ্ঠী এত বিশাল জনসমাগম ঘটাতে পারবে না। কিন্তু ‘হামি নেপাল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার নেতৃত্বে ছিলেন সুদান গুরুঙ (৩৬), দ্রুত আন্দোলনের কেন্দ্রে উঠে আসে। তরুণেরা ডিসকর্ডসহ বিভিন্ন গ্রুপ চ্যাট অ্যাপের মাধ্যমে মুহূর্তে সমাবেশ ও মিছিল সংগঠিত করতে সক্ষম হয়। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ ও ব্যবসায়ী প্ররোচনাকারী দুর্গা প্রসাই আন্দোলনের গতিপথ নিজেদের পক্ষে নিতে চেষ্টা করলেও, তরুণ নেতারা শেষ পর্যন্ত সাংবিধানিক কাঠামো রক্ষা করে শুধু নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পক্ষে দৃঢ় থাকেন। কাঠমান্ডুর মেয়র বाলন শাহও এই অবস্থানের পক্ষে দৃঢ় ভূমিকা রাখেন।

আলোচনা ও অনলাইন ভোটাভুটির মাধ্যমে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (৭৩) কে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় জেন জেড আন্দোলন। কার্কির কঠোর নীতি, অদম্য ব্যক্তিত্ব ও দুর্নীতিমুক্ত ভাবমূর্তি তাঁকে তরুণদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘হামি নেপাল’-এর সদস্যদের বিশেষ স্থান দেওয়া হয়। যদিও অনুষ্ঠানটি রাজনৈতিক গুরুত্বের তুলনায় এক প্রকার NGO সমাবেশের মতোই ছিল।

আরও পড়ুন: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দমননীতি নিয়ে উদ্বেগ বাড়ছে

রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল প্রাথমিকভাবে প্রকাশ্যে কিছু না বললেও, সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালান। ১৪ সেপ্টেম্বর এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি ঘোষণা করেন যে সংবিধান ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হয়েছে এবং ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

৮ সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে UML ও NC-এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি ও প্রাক্তন  স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের দায় এড়ানো কঠিন হবে। একইসঙ্গে, আরএসপি নেতাদের কারাগার ভাঙার ঘটনাতেও সমালোচনা তীব্র।
অন্যদিকে, জেন জেড আন্দোলনের তরুণদেরকেও ব্যাখ্যা দিতে হবে কেন তাঁদের কর্মসূচি শেষ হওয়ার পর অনভিপ্রেত হিংসা  ঘটে গেল এবং কিছু দুর্বৃত্ত  আন্দোলনকে অরাজকতার দিকে ঠেলে দিল। স্কুলপড়ুয়া কিশোরদের মিছিলে আনা নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে।

নতুন অন্তর্বর্তীকালীন সরকার আপাতত আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, হিংসার  তদন্ত, এবং মার্চ ২০২৬-এ নির্ধারিত নির্বাচনের প্রস্তুতিতে মনোনিবেশ করবে বলে জানা গেছে। সংবিধানের মূল কাঠামো—ফেডারেল ব্যবস্থা, অন্তর্ভুক্তি ও বহুদলীয় গণতন্ত্র—অক্ষুণ্ণ থাকছে। তবে জেন জেড আন্দোলনের একাংশ সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থার দাবি তুলেছে, যা ভবিষ্যৎ রাজনীতির বিতর্কে রূপ নেবে বলেই মনে করা হচ্ছে।

নেপালের ইতিহাসে রাজতন্ত্রবিরোধী আন্দোলন, গণআন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মতোই ২০২৫ সালের এই তরুণ-নেতৃত্বাধীন অভ্যুত্থান নতুন অধ্যায় যোগ করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন—কোনও ধরণের অরাজকতা বা ধর্মীয় মৌলবাদী হস্তক্ষেপ যদি নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করে, তবে দেশ আবারও অস্থিরতার পথে হাঁটতে পারে। বর্তমান পরিস্থিতি আংশিক শান্ত হলেও, নেপাল এখন দাঁড়িয়ে আছে এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে—যেখানে তরুণদের কণ্ঠ, সেনাবাহিনীর প্রভাব ও সাংবিধানিক গণতন্ত্র রক্ষার ভারসাম্যই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া