রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিহারের পর এবার দিল্লিতে SIR নিয়ে তীব্র বিতর্ক

সৌরভ গোস্বামী | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: প্রায় দুই দশকেরও বেশি সময় পর রাজধানী দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) শুরু করেছে নির্বাচন কমিশন। এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে তৈরি হয়েছে উত্তেজনা ও বিতর্ক। অভিযোগ উঠছে—এই প্রক্রিয়া ভোটারদের অযথা হয়রানি করছে এবং রাজনৈতিকভাবে বিরোধীদের ভোটাধিকার খর্ব করার হাতিয়ার হতে পারে।

দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) দপ্তর জানিয়েছে, এবার ভোটার যাচাই হবে ২০০২ সালের তালিকার ভিত্তিতে। পূর্বে যেমন বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেটররা তথ্য সংগ্রহ করতেন, এবার প্রতিটি ভোটারকেই নিজ উদ্যোগে বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে ফর্ম ও নথি জমা দিতে হবে।

যাদের নাম ২০০২ এবং বর্তমান উভয় তালিকায় আছে, তাদের ২০০২ সালের ভোটার তালিকা থেকে নির্যাসসহ ফর্ম জমা দিতে হবে। যারা ২০০২ সালের পর প্রাপ্তবয়স্ক হয়েছেন বা দিল্লিতে বসবাস শুরু করেছেন, তাদের পিতা-মাতার নাম পুরনো তালিকায় থাকলে সেই প্রমাণ দেখিয়ে সঙ্গে নিজেদের পরিচয়পত্র জমা করতে হবে।

আরও পড়ুন: ১৮ শতাংশ জিএসটি কলম, স্কুল ব্যাগ, প্রিন্টেড বইয়ের ওপর, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

এক নির্বাচনী আধিকারিকের দাবি, এর উদ্দেশ্য হল “যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া।” তবে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করছে—এটি ভোটার বঞ্চনার অজুহাত হয়ে উঠতে পারে। এই বিশেষ পুনর্বিবেচনা শুরু হচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের বিতর্কের প্রেক্ষাপটে। সেই নির্বাচনে বিজেপি ও আম আদমি পার্টি (AAP) একে অপরকে ভোটার তালিকা কারচুপির অভিযোগে আক্রমণ করেছিল।

তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, মাত্র ১৫ দিনে তাঁর আসনে ৫,০০০ ভোটার নাম মুছে ফেলার এবং ৭,৫০০ নতুন নাম যুক্ত করার আবেদন করা হয়েছিল। যাচাইয়ে দেখা যায়, নাম বাদ দেওয়ার আবেদনগুলির বড় অংশই প্রকৃত দীর্ঘদিনের বাসিন্দা।
বিজেপি পাল্টা অভিযোগ তোলে যে, আপ  অস্বাভাবিকভাবে ৩০-৪৮ বছর বয়সিদের নাম তালিকায় যোগ করেছে, যা সন্দেহজনক।

বর্তমানে বিজেপি দিল্লির SIR প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে, দাবি করেছে এটি “ভুয়ো নাম ও অনুপ্রবেশকারীদের” চিহ্নিত করবে। অন্যদিকে কংগ্রেস আশঙ্কা করছে, এটি বিহারের মতোই অস্বচ্ছ প্রক্রিয়া হয়ে উঠবে, যেখানে বিরোধী সমর্থকদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল।
বিহারে বর্তমানে একই ধরনের পুনর্বিবেচনা দিল্লির রাজনীতিকে আরও সজাগ করে তুলেছে।

১ আধার বিতর্ক: বিহারে শুরুতে নির্বাচন কমিশন আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দেয়নি। একাধিক আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে আধার ১২তম বৈধ নথি হিসেবে যুক্ত হয়।

২. ভোটার বাদ পড়া: আগস্টে প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, মোট ৭.৮৯ কোটির মধ্যে ৬৫ লাখ ভোটার বাদ পড়েছেন। কমিশনের দাবি—এরা মৃত, অন্যত্র সরে গেছেন বা ডুপ্লিকেট। বিরোধীরা অভিযোগ করে, প্রকৃত নাগরিকদেরই বিশেষ করে শ্রমজীবী ও গ্রামীণ দরিদ্রদের নাম বাদ দেওয়া হয়েছে।

৩. তথ্যের স্বচ্ছতা: প্রথমে বিহারে ডিজিটাল, সার্চযোগ্য পিডিএফ তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের পর ৯ আগস্ট সেগুলি বদলে অ-সার্চযোগ্য স্ক্যানড ফাইল দেওয়া হয়, যাতে বৃহৎ পর্যায়ে তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে।

বর্তমানে দিল্লির ২০০২ সালের তালিকা ওয়েবসাইটে মেশিন-রিডেবল ফরম্যাটে পাওয়া যাচ্ছে। মূল প্রশ্ন হল—নতুন খসড়া তালিকাও কি এই মানদণ্ড বজায় রাখবে, নাকি বিহারের মতো স্ক্যানড ইমেজ প্রকাশ করে স্বচ্ছতা কমিয়ে দেবে?
রাজধানীর বিপুল সংখ্যক আন্তঃরাজ্য অভিবাসী ভোটারের কারণে এই প্রক্রিয়ায় শঙ্কা আরও বাড়ছে। নাগরিক সমাজের আশঙ্কা—নতুন নিয়মে বহু প্রকৃত ভোটার বাদ পড়তে পারেন। এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপে—স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া বজায় থাকবে, নাকি রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া