রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। চলতি বছরের জন্মদিনে, অর্থাৎ আজ মোদি তাঁর ৭৫ তম জন্মদিনে মধ্যপ্রদেশের ধার জেলায় এক বিশাল জনসভায় ভাষণ দেন। সেখান থেকে ফের তিনি কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে। সেসব তথ্য একদিকে, অন্যদিকে ঘুরছে প্রধানমন্ত্রীর জন্মদিন সম্পর্কিত বেশকিছু প্রশ্ন। তারমধ্যে অন্যতম, মোদি কি জন্মদিনে কেক কাটেন? কীভাবে পালন করেন জন্মদিন? শুধুই কি মিছিল-মিটিং-সভা?
যদি চলতি বছরের কথা ধরা যায়, তাহলে দেখা যাবে জন্মদিনে উদযাপন নয়, কেক কাটা কিংবা জাঁকজমকও নয়। আবাসন প্রকল্প চালু করা থেকে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটানো, একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে সময় কাটাচ্ছেন তিনি। শুধু এই বছরেই নয়, বছরের পর বছর ধরে, তাঁর জন্মদিনে জাতীয় প্রকল্প উদ্বোধন থেকে শুরু করে স্কুলছাত্রী বা দলীয় কর্মীদের সঙ্গে নীরবে সময় কাটানো, বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় তাঁকে।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি তাঁর জন্মদিন কীভাবে কাটিয়েছেন? এক নজরে গত কয়েক বছরের ১৭ সেপ্টেম্বর-
২০১৪-
প্রধানমন্ত্রী পদে বসার পর, মোদির প্রথম জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বছরেই নরেন্দ্র মোদি তাঁর ৬৪তম জন্মদিন উদযাপন করেন পরিবার এবং জনসেবার উপর মনোযোগ দিয়ে। তিনি একা আহমেদাবাদ থেকে গান্ধীনগরে তাঁর প্রয়াত মা হীরাবেনের সঙ্গে দেখা করার জন্য, তাঁর আশীর্বাদ নিতে যান। ওই বছর বিজেপি তাঁর জন্মদিনের সপ্তাহটিকে 'সেবা সপ্তাহ' হিসেবে পালন করে, সারা ভারত জুড়ে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। কোনও জাঁকজমকপূর্ণ উদযাপন হয়নি, কারণ মোদি দলীয় কর্মীদের উৎসব এড়িয়ে বন্যাদুর্গত জম্মু ও কাশ্মীরের ত্রাণ প্রচেষ্টায় অবদান রাখার আহ্বান জানান।
২০১৫-
এই বছরেও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। দিল্লিতে তাঁর ৬৫তম জন্মদিন উদযাপন করেন, স্বচ্ছ ভারত অভিযানের আওতায় জনসেবা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের প্রতিবন্ধী শিশুদের সঙ্গে দেখা করেন এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সুবর্ণজয়ন্তী স্মরণে শৌর্যঞ্জলি সামরিক প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি উল্লেখ করেন যে, সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগ প্রতিটি ভারতীয়ের স্মৃতিতে অম্লান থাকবে। বিজেপি কর্মীরা দেশব্যাপী রক্তদান এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
২০১৬-
ব্যক্তিগতভাবে কোনও উদযাপন হয়নি। মায়ের আশীর্বাদ নিতে তিনি গুজরাটে গিয়েছিলেন। দেশব্যাপী, বিজেপি এই উপলক্ষে রক্তদান শিবির, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। দিল্লিতে, তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু সুলভ ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যেখানে উদযাপনের জন্য ৫০০ কেজি ওজনের একটি লাড্ডু কাটা হয়েছিল।
২০১৭-
সর্দার সরোবর বাঁধ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। বাঁধ স্থান থেকে তিনি সাধু বেট দ্বীপ পরিদর্শন করেন। পরে, দাভোইতে এক বিশাল জনসমাবেশে তিনি জাতীয় আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘরের ভিত্তিপ্রস্তরের জন্য একটি ফলক উন্মোচন করেন। নর্মদা মহোৎসবের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ হয়, যা গুজরাট জেলা জুড়ে নর্মদা নদী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
২০১৮-
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো মোদি তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে তাঁর জন্মদিনে উপস্থিত হয়েছিলেন। তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করেন এবং কাশী বিদ্যাপীঠ ব্লকের রোহানিয়ার নারুড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
২০১৯-
প্রধানমন্ত্রী তাঁর ৬৯তম জন্মদিনে, মোদি গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির কাছে এক সমাবেশে ভাষণ দেন এবং নর্মদা বাঁধের পূর্ণ জলাধারে পৌঁছনোর উদযাপনে 'নমামি নর্মদা' উৎসবে অংশগ্রহণ করেন।
২০২০-
কোনও বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি সেবার। তবে বিজেপি 'সেবা সপ্তাহ' আয়োজন করেছিল, যেখানে দরিদ্রদের রেশন বিতরণ, রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের মতো কার্যক্রম পরিচালিত হয়েছিল। বিজেপি সভাপতি জেপি নাড্ডা "লর্ড অফ দ্য রেকর্ডস" নামে একটি বই প্রকাশ করেছেন, যেখানে ২৪৩টি "মোদি সরকারের অভূতপূর্ব সাফল্য" তুলে ধরা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?