সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | কঙ্গোতে নতুন ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক বিশ্বের সমস্ত দেশ

সুমিত চক্রবর্তী | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  গণপ্রজাতন্ত্রী কঙ্গো আবারও ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করেছে। এবারের প্রাদুর্ভাব ঘটেছে কাসাই প্রদেশে এবং এটি সবচেয়ে ভয়ঙ্কর ধরণ জায়ার ইবোলা ভাইরাস দ্বারা সৃষ্ট।


২০ আগস্ট, এক ৩৪ বছর বয়সী গর্ভবতী নারী হাসপাতালে ভর্তি হন এবং পাঁচ দিন পর মারা যান। তাকে চিকিৎসা দেওয়া দুই স্বাস্থ্যকর্মীও সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জন, যার মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে; মৃতদের মধ্যে চারজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।


ডিআরসি ইতিমধ্যেই ১৫ বার ইবোলার মুখোমুখি হয়েছে। ২০১৯ সালের মহামারী ছিল সবচেয়ে বড় এবং ২০২২ সালে সর্বশেষ প্রাদুর্ভাব ঘটে। এবার জেনেটিক বিশ্লেষণে জানা গেছে, এই সংক্রমণ পূর্ববর্তী কোনও প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়, বরং প্রাণী থেকে মানুষের মধ্যে নতুনভাবে সংক্রমণের মাধ্যমে শুরু হয়েছে।

আরও পড়ুন:  এসবিআই-এর ধামাকা অফার: স্বল্পমেয়াদে বেশি মুনাফার নিশ্চয়তা


ইবোলা প্রথম সনাক্ত হয় ১৯৭৬ সালে  কঙ্গোর ইবোলা নদীর পাশে একটি গ্রামে এবং বর্তমান দক্ষিণ সুদানে। বাদুড় হল ভাইরাসটির প্রধান বাহক। মানুষ সংক্রমিত হতে পারে বাদুড়, শিম্পাঞ্জি, হরিণ বা সজারুর মতো প্রাণীর সংস্পর্শে এসে।


ভাইরাসটি মূলত সংক্রমিত রক্ত বা দেহতরলের সরাসরি সংস্পর্শে ছড়ায়। সংক্রমণের পর উপসর্গ দেখা দিতে ২ থেকে ২১ দিন সময় লাগে। প্রথমে জ্বর, দুর্বলতা, মাংসপেশির ব্যথা, মাথাব্যথা ও গলা ব্যথা দেখা দেয়। পরে বমি, ডায়রিয়া, পেটব্যথা, ত্বকে র্যারশ, রক্তপাত ও শকের মতো গুরুতর সমস্যা দেখা দেয়। চিকিৎসা না পেলে মৃত্যুহার দাঁড়ায় ৫০% থেকে ৯০% পর্যন্ত।


২০১৪ সালের পশ্চিম আফ্রিকার মহামারীতে ৮০০-র বেশি স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছিলেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশ মারা যান। সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি পরিবারে, হাসপাতালে এবং বিশেষত শেষকৃত্যের সময়, যখন মৃতদেহ ধোয়া বা ছোঁয়ার প্রথা পালিত হয়।


ইবোলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের শরীরে ভাইরাস দীর্ঘদিন লুকিয়ে থাকতে পারে। মস্তিষ্ক, চোখ বা শুক্রাণুর মতো জায়গায়। বিরল ক্ষেত্রে ভাইরাস “পুনরায় সক্রিয়” হয়ে নতুন সংক্রমণ ঘটাতে পারে। ডিআরসি বর্তমানে ইবোলার পাশাপাশি মাঙ্কিপক্স, কলেরা এবং হাম মোকাবিলায় ব্যস্ত। 


এই প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবহার করা হচ্ছে এরভেবো ভ্যাকসিন যা সংক্রমণের পরপরই দিলে ১০০% কার্যকর। ১২ দিন পর দিলে কার্যকারিতা ৯৫% এবং এই পরিস্থিতিতে ৮৪% ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ৪০০ ডোজ পাঠিয়েছে, আরও পাঠানো হবে। “রিং ভ্যাকসিনেশন” কৌশলে আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের এবং স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। ইবোলা প্রতিরোধে প্রয়োজন দ্রুত রোগী আলাদা করা। সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ ও কোয়ারেন্টাইন করা। পর্যাপ্ত হাসপাতাল বা ফিল্ড হাসপাতাল স্থাপন করা। নিরাপদ শেষকৃত্যের ব্যবস্থা করা। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দরকার।


এছাড়া প্রাথমিক সাপোর্টিভ কেয়ার  যেমন শরীরে তরল ও ইলেকট্রোলাইট পূরণ, মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ ব্যবহারে রোগীর প্রাণ বাঁচানোর সুযোগ বাড়ে। তবে এখনও সমস্যা রয়ে গেছে।   ডিআরসি-তে নতুন ইবোলা প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সময়মতো টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতাই কেবল এই প্রাণঘাতী ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া