রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | চিকিৎসার পাশাপাশি সমাজের মানবতার আলোর দিশারী কিংবদন্তি ‘গরিবের ডাক্তার’ যোগেন সরকার

অভিজিৎ দাস | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৬Abhijit Das

গোপাল সাহা

পেশায় তিনি চিকিৎসক, কিন্তু নেশায় লেখক। জীবনের অর্ধশতক সময় কাটিয়ে দেওয়া এই মানুষটির নাম চিকিৎসক যোগেন সরকার। যিনি পূর্ব মেদিনীপুরের গ্রামীণ জনপদে আজ এক কিংবদন্তি হয়ে উঠেছেন। সাধারণ মানুষ তাঁকে চেনেন ‘গরিবের ডাক্তার’ নামে। চিকিৎসা তাঁর পেশা হলেও মানবসেবা আর সাহিত্যচর্চাই যেন তাঁর জীবনের মূল উদ্দেশ্য, যেন দু’টি একই সুরে গাঁথা।

চিকিৎসকের পথচলা

ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন যোগেন। ডাক্তারির পড়াশোনা শেষ করে তাঁর সামনে খুলে গিয়েছিল উজ্জ্বল ভবিষ্যতের দরজা। কলকাতার নামী বেসরকারি হাসপাতালে চাকরির সুযোগও এসেছিল। কিন্তু তিনি সেই দিকে ফিরেও তাকালেন না। কারণ, তাঁর মন পড়ে ছিল গ্রামে— সেই সব অসহায় গরিব মানুষদের জন্য ভেবেছিলেন তিনি, যাঁরা চিকিৎসার অভাবে নীরবে কষ্ট পাচ্ছিলেন।

সরকারি হাসপাতালে প্রায় ২৯ বছর ধরে নিরলস সেবা করেছেন তিনি। এরপর অবসরে গিয়েও থেমে থাকেননি। বাড়িতে বসে আবার চিকিৎসা শুরু করলেন। নামমাত্র ফি নিতেন, আবার অনেক সময় কোনও ফি নিতেনই না। তাঁর মতে, “চিকিৎসা ব্যবস্থা কোনও ব্যবসা নয়, এটা দায়িত্ব। যে অসহায় মানুষ ওষুধ কিনতেই হিমশিম খায়, তাঁর কাছ থেকে টাকা নেওয়া অন্যায়।”

আজও তিনি প্রতিদিন সকালে উঠেই রোগীদের খোঁজখবর নেন। দীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞতার জন্য গ্রামীণ মানুষেরা তাঁকে প্রায় ভগবানের আসনে বসিয়েছেন।

আরও পড়ুন: কলকাতায় মেট্রোতে বাড়ছে নিরাপত্তা, দক্ষিণেশ্বরের ঘটনার পর ৮০০ অতিরিক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা

চিকিৎসক যোগেন বাবুর সাহিত্যচর্চার নেশা

ডাক্তারি পেশার পাশাপাশি যোগেন বাবু একজন নিষ্ঠাবান লেখকও। রোগীর সেবা শেষে যখন অন্যরা বিশ্রাম নেন, তখন তিনি কলম হাতে তুলে নেন। রাতভর চলে লেখা। তাঁর খাতায় জমা হয়েছে অসংখ্য উপন্যাস, ছোটগল্প, কবিতা আর গান। অনেক বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, আবার কিছু বই প্রকাশের অপেক্ষায়।

তিনি বিশ্বাস করেন, লেখা হল মানুষের আত্মার কণ্ঠস্বর। চিকিৎসা যেমন শরীর বাঁচায়, লেখা তেমনি মানুষের মনকে ছুঁয়ে যায়।

চিকিৎসকের সামাজিক দায়িত্ববোধ

যোগেন বাবু শুধু চিকিৎসক বা লেখক নন, একজন সক্রিয় সমাজকর্মীও। তিনি একাধিক ক্লাবের সভাপতি হিসেবে কাজ করছেন। গড়ে তুলেছেন একটি আশ্রম, যেখানে অসহায় মানুষ আশ্রয় পান। তাঁর ইচ্ছা জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের পাশে থাকা।

নিজের জীবনের কথা বলতে গিয়ে তিনি হেসে বলেন, “আমার কোনও আক্ষেপ নেই। শহরের চাকচিক্য ছেড়ে গ্রামের মানুষকে বেছে নিয়েছিলাম। বিনিময়ে পেয়েছি তাঁদের অশেষ ভালোবাসা। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

ডাক্তার যোগেন বাবু যেন প্রেরণার প্রতীক। জীবনের গল্প কেবল একটি ব্যক্তির কাহিনি নয়, এটি মানবতার পাঠশালা। তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের চিকিৎসক কেবল অসুখ সারান না, মানুষের ভরসাও হয়ে ওঠেন। আবার একজন লেখক কেবল শব্দ লেখেন না, মানুষের হৃদয়ে আলো জ্বালান।

আজকের দিনে যখন চিকিৎসা অনেক সময় ব্যবসায়িক স্বার্থে যখন আবদ্ধ হয়ে পরে, তখন যোগেন বাবুর জীবন আমাদের মনে করিয়ে দেয় সেবা আর মানবতা সব কিছুর ঊর্ধ্বে। যা প্রতি মুহূর্তে প্রমাণ করেছেন চিকিৎসক যোগেন সরকার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া